Ajker Patrika

ধর্ষণ মামলার প্রধান আসামি কারাগারে

প্রতিনিধি, শ্রীবরদী (শেরপুর)
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৩: ৪১
ধর্ষণ মামলার প্রধান আসামি কারাগারে

শেরপুরের শ্রীবরদী উপজেলায় ধর্ষণ মামলার প্রধান আসামি আবদুল হাকিম ওরফে ভূসিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলাম খানের আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানো আদেশ দেন।

গত শনিবার ধর্ষণের শিকার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে শ্রীবরদী থানায় মামলা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় আবদুর হাকিমকে প্রধান আসামি করা হয়। এ ছাড়া আরও দুজনের নাম উল্লেখ করে মামলায় অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করা হয়।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ‘পুলিশি তৎপরতা ও অভিযানের কারণে ভূসি গতকাল মঙ্গলবার আদালতে আত্মসমর্থন করেন। আদালতের মাধ্যমে তাঁকে পুলিশ রিমান্ডে এনে ডিএনএ সহ পরীক্ষা করাসহ পরবর্তী কার্যক্রম শেষ করা হবে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত