Ajker Patrika

শেরপুরে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

শেরপুর প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১০: ০৫
শেরপুরে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

শেরপুরে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার ভোরে লছমনপুর ইউনিয়নের ছোট ঝাউয়েরচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিয়াজ উদ্দিন (৭০) ওই এলাকা মৃত নিয়ত আলীর ছেলে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিয়াজ উদ্দিন দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। সোমবার ভোররাতে কোনো এক সময় সবার অজান্তে তার বাড়ির পাশে কাঠ বাগানে চলে যান। সেখানে একটি গাছে গলায় মাফলার পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। ভোর ছয়টার দিকে পরিবারের লোকজন রিয়াজ উদ্দিনকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. বন্দে আলী ও উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম ঘটনাস্থল যান। রিয়াজের লাশ উদ্ধারসহ সুরতহাল রিপোর্ট তৈরি করেন। উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত