পর্দা নামল বিভিন্ন ক্ষেত্রে বিতর্কিত তারকাদের নিয়ে করা একতা কাপুরের রিয়্যালিটি শো ‘লক আপ’-এর প্রথম সিজনের। জয়ের শিরোপা পেলেন জনপ্রিয় কমেডিয়ান মুনাওয়ার ফারুকি। প্রথম দিন থেকেই এই রিয়্যালিটি শোতে এগিয়ে ছিলেন মুনাওয়ার।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, ১৮ লাখ ভোট পেয়ে লক আপের প্রথম সিজনের বিজয়ী হন মুনাওয়ার ফারুকি। পুরস্কারের অংশ হিসেবে ট্রফি, ২০ লাখ রুপি নগদ অর্থ ও একটি গাড়ি উপহার পান তিনি।
একদম নতুন কনসেপ্টের এই রিয়্যালিটি শো দর্শক মনে জায়গা করে নিয়েছে। ফাইনালে মুনাওয়ারের সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয় পায়েল রোহাতগি, প্রিন্স নারুলা ও শিবম শর্মার। ট্রফি হাতে পেয়ে মুনাওয়ার ধন্যবাদ জানান শোয়ের প্রযোজনা প্রতিষ্ঠান অল্ট বালাজি, নির্মাতা একতা কাপুর আর সঞ্চালক কঙ্গনা রানাউতকে।
অন্যান্য রিয়্যালিটি শোর মতো এখানে দর্শকরাই শেষ কথা নয়। বরং শেষ নেওয়ার ক্ষমতা রয়েছে সঞ্চালক কঙ্গনা রানাউতেরও। সব থেকে বেশি ভোট পাওয়া মুনাওয়ারকেই জয়ী ঘোষণা করেন তিনি। আর পায়েল রোহাতগি ও অঞ্জলি আরোরা আসেন দ্বিতীয় ও তৃতীয় স্থানে।
প্রতিযোগিতায় এসে নিজের জীবনের একাধিক গোপন কথা ফাঁস করেছেন মুনাওয়ার। জানিয়েছেন কীভাবে তাঁর মা অ্যাসিড খেয়ে আত্মহত্যা করেছিলেন, আর সেটা হাসপাতালে জানাতে চায়নি তাঁর পরিবার। ছোটবেলায় পরিবারের হাতে হওয়া যৌন নির্যাতনের কথাও বলেন তিনি।
এ ছাড়া ‘লক আপ’-এর ভেতরে অঞ্জলি আর মুনাওয়ারের সম্পর্কও ছিল চর্চিত। তবে মুনাওয়ার বিবাহিত এবং সন্তান রয়েছে। যদিও এই স্ট্যান্ডআপ কমেডিয়ানের দাবি, সেপারেশন চলছে তাদের।
পর্দা নামল বিভিন্ন ক্ষেত্রে বিতর্কিত তারকাদের নিয়ে করা একতা কাপুরের রিয়্যালিটি শো ‘লক আপ’-এর প্রথম সিজনের। জয়ের শিরোপা পেলেন জনপ্রিয় কমেডিয়ান মুনাওয়ার ফারুকি। প্রথম দিন থেকেই এই রিয়্যালিটি শোতে এগিয়ে ছিলেন মুনাওয়ার।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, ১৮ লাখ ভোট পেয়ে লক আপের প্রথম সিজনের বিজয়ী হন মুনাওয়ার ফারুকি। পুরস্কারের অংশ হিসেবে ট্রফি, ২০ লাখ রুপি নগদ অর্থ ও একটি গাড়ি উপহার পান তিনি।
একদম নতুন কনসেপ্টের এই রিয়্যালিটি শো দর্শক মনে জায়গা করে নিয়েছে। ফাইনালে মুনাওয়ারের সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয় পায়েল রোহাতগি, প্রিন্স নারুলা ও শিবম শর্মার। ট্রফি হাতে পেয়ে মুনাওয়ার ধন্যবাদ জানান শোয়ের প্রযোজনা প্রতিষ্ঠান অল্ট বালাজি, নির্মাতা একতা কাপুর আর সঞ্চালক কঙ্গনা রানাউতকে।
অন্যান্য রিয়্যালিটি শোর মতো এখানে দর্শকরাই শেষ কথা নয়। বরং শেষ নেওয়ার ক্ষমতা রয়েছে সঞ্চালক কঙ্গনা রানাউতেরও। সব থেকে বেশি ভোট পাওয়া মুনাওয়ারকেই জয়ী ঘোষণা করেন তিনি। আর পায়েল রোহাতগি ও অঞ্জলি আরোরা আসেন দ্বিতীয় ও তৃতীয় স্থানে।
প্রতিযোগিতায় এসে নিজের জীবনের একাধিক গোপন কথা ফাঁস করেছেন মুনাওয়ার। জানিয়েছেন কীভাবে তাঁর মা অ্যাসিড খেয়ে আত্মহত্যা করেছিলেন, আর সেটা হাসপাতালে জানাতে চায়নি তাঁর পরিবার। ছোটবেলায় পরিবারের হাতে হওয়া যৌন নির্যাতনের কথাও বলেন তিনি।
এ ছাড়া ‘লক আপ’-এর ভেতরে অঞ্জলি আর মুনাওয়ারের সম্পর্কও ছিল চর্চিত। তবে মুনাওয়ার বিবাহিত এবং সন্তান রয়েছে। যদিও এই স্ট্যান্ডআপ কমেডিয়ানের দাবি, সেপারেশন চলছে তাদের।
হলিউডের অন্যতম জনপ্রিয় তারকা অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান। চারবারের গ্র্যামি জয়ী কান্ট্রি গায়ক কিথ আরবানের সঙ্গে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য সম্পর্কের ইতি টেনেছেন কিডম্যান।
৪ ঘণ্টা আগেআড়াল ভেঙে চলতি বছর প্রকাশ্যে আসেন চিত্রনায়িকা পপি। তবে অভিনয় নয়, পারিবারিক দ্বন্দ্বের জেরে তাঁর দেখা পাওয়া যায়। এবার পর্দায় ফিরছেন পপি। ৬ বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তাঁর সিনেমা। আগামী ১৭ অক্টোবর দেশের হলে মুক্তি পাবে সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাটাক’।
১০ ঘণ্টা আগেদুর্গাপূজা উপলক্ষে প্রকাশিত হলো চার শিল্পীর গাওয়া নতুন গান ‘এবার পূজায় শুদ্ধ হোক মানবজাতি’। গেয়েছেন পলাশ লোহা, পিজিত মহাজন, অনিন্দিতা সাহা অথি ও প্রিয়াঙ্কা পিয়া। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ২৮ সেপ্টেম্বর এইচএম ভয়েস নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি।
১০ ঘণ্টা আগেএকসময় বড় পর্দায় খলচরিত্রে নিয়মিত মুখ ছিলেন ইসমাইল হোসেন; যাঁকে সবাই ফকিরা নামে চেনেন। ৭০০টির বেশি সিনেমায় অভিনয় করা এই অভিনেতা এখন শয্যাশায়ী। তিনবার স্ট্রোক করে ৬৫ বছর বয়সী এই অভিনেতা এখন কথা বলতে পারেন না।
১০ ঘণ্টা আগে