পর্দা নামল বিভিন্ন ক্ষেত্রে বিতর্কিত তারকাদের নিয়ে করা একতা কাপুরের রিয়্যালিটি শো ‘লক আপ’-এর প্রথম সিজনের। জয়ের শিরোপা পেলেন জনপ্রিয় কমেডিয়ান মুনাওয়ার ফারুকি। প্রথম দিন থেকেই এই রিয়্যালিটি শোতে এগিয়ে ছিলেন মুনাওয়ার।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, ১৮ লাখ ভোট পেয়ে লক আপের প্রথম সিজনের বিজয়ী হন মুনাওয়ার ফারুকি। পুরস্কারের অংশ হিসেবে ট্রফি, ২০ লাখ রুপি নগদ অর্থ ও একটি গাড়ি উপহার পান তিনি।
একদম নতুন কনসেপ্টের এই রিয়্যালিটি শো দর্শক মনে জায়গা করে নিয়েছে। ফাইনালে মুনাওয়ারের সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয় পায়েল রোহাতগি, প্রিন্স নারুলা ও শিবম শর্মার। ট্রফি হাতে পেয়ে মুনাওয়ার ধন্যবাদ জানান শোয়ের প্রযোজনা প্রতিষ্ঠান অল্ট বালাজি, নির্মাতা একতা কাপুর আর সঞ্চালক কঙ্গনা রানাউতকে।
অন্যান্য রিয়্যালিটি শোর মতো এখানে দর্শকরাই শেষ কথা নয়। বরং শেষ নেওয়ার ক্ষমতা রয়েছে সঞ্চালক কঙ্গনা রানাউতেরও। সব থেকে বেশি ভোট পাওয়া মুনাওয়ারকেই জয়ী ঘোষণা করেন তিনি। আর পায়েল রোহাতগি ও অঞ্জলি আরোরা আসেন দ্বিতীয় ও তৃতীয় স্থানে।
প্রতিযোগিতায় এসে নিজের জীবনের একাধিক গোপন কথা ফাঁস করেছেন মুনাওয়ার। জানিয়েছেন কীভাবে তাঁর মা অ্যাসিড খেয়ে আত্মহত্যা করেছিলেন, আর সেটা হাসপাতালে জানাতে চায়নি তাঁর পরিবার। ছোটবেলায় পরিবারের হাতে হওয়া যৌন নির্যাতনের কথাও বলেন তিনি।
এ ছাড়া ‘লক আপ’-এর ভেতরে অঞ্জলি আর মুনাওয়ারের সম্পর্কও ছিল চর্চিত। তবে মুনাওয়ার বিবাহিত এবং সন্তান রয়েছে। যদিও এই স্ট্যান্ডআপ কমেডিয়ানের দাবি, সেপারেশন চলছে তাদের।
পর্দা নামল বিভিন্ন ক্ষেত্রে বিতর্কিত তারকাদের নিয়ে করা একতা কাপুরের রিয়্যালিটি শো ‘লক আপ’-এর প্রথম সিজনের। জয়ের শিরোপা পেলেন জনপ্রিয় কমেডিয়ান মুনাওয়ার ফারুকি। প্রথম দিন থেকেই এই রিয়্যালিটি শোতে এগিয়ে ছিলেন মুনাওয়ার।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, ১৮ লাখ ভোট পেয়ে লক আপের প্রথম সিজনের বিজয়ী হন মুনাওয়ার ফারুকি। পুরস্কারের অংশ হিসেবে ট্রফি, ২০ লাখ রুপি নগদ অর্থ ও একটি গাড়ি উপহার পান তিনি।
একদম নতুন কনসেপ্টের এই রিয়্যালিটি শো দর্শক মনে জায়গা করে নিয়েছে। ফাইনালে মুনাওয়ারের সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয় পায়েল রোহাতগি, প্রিন্স নারুলা ও শিবম শর্মার। ট্রফি হাতে পেয়ে মুনাওয়ার ধন্যবাদ জানান শোয়ের প্রযোজনা প্রতিষ্ঠান অল্ট বালাজি, নির্মাতা একতা কাপুর আর সঞ্চালক কঙ্গনা রানাউতকে।
অন্যান্য রিয়্যালিটি শোর মতো এখানে দর্শকরাই শেষ কথা নয়। বরং শেষ নেওয়ার ক্ষমতা রয়েছে সঞ্চালক কঙ্গনা রানাউতেরও। সব থেকে বেশি ভোট পাওয়া মুনাওয়ারকেই জয়ী ঘোষণা করেন তিনি। আর পায়েল রোহাতগি ও অঞ্জলি আরোরা আসেন দ্বিতীয় ও তৃতীয় স্থানে।
প্রতিযোগিতায় এসে নিজের জীবনের একাধিক গোপন কথা ফাঁস করেছেন মুনাওয়ার। জানিয়েছেন কীভাবে তাঁর মা অ্যাসিড খেয়ে আত্মহত্যা করেছিলেন, আর সেটা হাসপাতালে জানাতে চায়নি তাঁর পরিবার। ছোটবেলায় পরিবারের হাতে হওয়া যৌন নির্যাতনের কথাও বলেন তিনি।
এ ছাড়া ‘লক আপ’-এর ভেতরে অঞ্জলি আর মুনাওয়ারের সম্পর্কও ছিল চর্চিত। তবে মুনাওয়ার বিবাহিত এবং সন্তান রয়েছে। যদিও এই স্ট্যান্ডআপ কমেডিয়ানের দাবি, সেপারেশন চলছে তাদের।
স্কুলপড়ুয়া ছোট্ট মেয়ে দিলশাদ ইয়াসমীন তখন গান গাইতেন স্কুলের ফাংশন আর ছোটদের বিভিন্ন অনুষ্ঠানে। ওই সময় পাশের বাড়িতে উঠলেন সুরকার আলতাফ মাহমুদ। দিলশাদের মা গিয়ে আবদার করলেন, যে করেই হোক তাঁর মেয়েকে সিনেমার গানে একটা সুযোগ দিতে হবে। কথা শুনে তো আলতাফ মাহমুদ অবাক! বললেন, ওইটুকুন একটা মেয়ে...
৩ ঘণ্টা আগেগান গেয়ে আর বায়োপিকে অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। অথচ সেগুলো থেকে এখন নিজেকে সরিয়ে নিতে চাইছেন তিনি। এ দুটি কাজ আর কখনো করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন চঞ্চল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন অভিনেতা...
৩ ঘণ্টা আগেবাংলা চলচ্চিত্র যাঁদের হাতে অনেকখানি আন্তর্জাতিকতা পেয়েছে, তাঁদের অন্যতম পথিকৃৎ তারেক মাসুদ। নিজের শিক্ষা, চিন্তাভাবনা, দর্শন তিনি মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন তাঁর চলচ্চিত্রের মাধ্যমে। বাংলা সিনেমার এই ফেরিওয়ালার মৃত্যুবার্ষিকী আজ। ২০১১ সালের এই দিনে ‘কাগজের ফুল’ চলচ্চিত্রের লোকেশন দেখে ফেরার...
৩ ঘণ্টা আগেঅনেক জল্পনার পর অবশেষে নতুন অ্যালবামের ঘোষণা দিলেন টেইলর সুইফট। এই মুহূর্তে বিশ্বসংগীতের সবচেয়ে জনপ্রিয় নাম সুইফট। তাঁর নতুন গান ও কনসার্টের অপেক্ষায় থাকেন সমগ্র বিশ্বের অনুরাগীরা। ভক্তদের চমকে দিয়ে গতকাল নতুন অ্যালবামের ঘোষণা দিলেন সুইফট। তাঁর ১২তম অ্যালবামের নাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’।
৩ ঘণ্টা আগে