অনেক অঘটন মনে করিয়ে দিল শেরিফ
অর্থবিত্ত, প্রভাব-প্রতিপত্তি, তারকাপুঞ্জ আর সাফল্য—সব বিবেচনায় ইউরোপের সর্বকালের সেরা ক্লাব মানা হয় রিয়াল মাদ্রিদকে। উয়েফা চ্যাম্পিয়নস লিগে ১৩বার শিরোপা জিতে অন্যদের চেয়ে যোজন-যোজন এগিয়ে মাদ্রিদের পরাশক্তিরা। আসরের ইতিহাসে একমাত্র দল হিসেবে হ্যাটট্রিক শিরোপাও জিতেছে তারা।