Ajker Patrika

রিয়াল মাদ্রিদ আগামী মৌসুমে সব শিরোপা জিতবে

আপডেট : ২৬ জুলাই ২০২২, ১৯: ১০
রিয়াল মাদ্রিদ আগামী মৌসুমে সব শিরোপা জিতবে

এল ক্ল্যাসিকোতে পরশু চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ১-০ গোল ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ। ধ্রুপদি লড়াইয়ে হারলেও রিয়াল সতর্কবার্তা দিচ্ছে প্রতিপক্ষদের। 

দলটির তারকা মিডফিল্ডার টনি ক্রুস সবার আগে হুংকার ছুড়েছেন। তাঁর আশা, রিয়াল আগামী মৌসুমে সব শিরোপা জিতবে। ক্লাবের টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন তিনি। 

রিয়াল নতুন মৌসুমে ছয়টি শিরোপা জয়ের সুযোগ পাবে। টুর্নামেন্ট ছয়টি হচ্ছে স্প্যানিশ লা লিগা, উয়েফা চ্যাম্পিয়নস লিগ, কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপ, উয়েফা সুপার কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপ।

স্প্যানিশ পরাশক্তি ক্লাবটির সব শিরোপা জয়ের সামর্থ্য আছে—এমন দাবি করে ক্রুস বলেছেন, ‘আমরা সব শিরোপা জিততে লড়াই করব। রিয়ালের হয়ে খেললে যে কেউ সব প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে চাইবে। যদিও এটা সব সময় সম্ভব নয়। অনেক শিরোপা জয়ে ঝুঁকি রয়েছে। তবে আমাদের যারা চেনে, তারা আমাদের লক্ষ্য ভালো করেই জানে।’ 

রিয়াল মৌসুমের প্রথম শিরোপার জন্য লড়বে জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে। ১০ আগস্ট উয়েফা সুপার কাপে মুখোমুখি হবে দুই দল। স্বদেশি ক্লাবকে নিয়ে ক্রুস বলেছেন, ‘আমরা প্রতিদিন উন্নতি করছি। নতুন মৌসুম সামনে রেখে কঠোর পরিশ্রম করছি। ১০ আগস্টের ম্যাচে ছন্দ দেখাতে প্রস্তুত। সেদিন প্রথম শিরোপার জন্য লড়ব। এরপর গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর জন্য তৈরি হব।’

এর আগে অবশ্য রিয়াল প্রীতি ম্যাচ খেলতে আগামীকাল মাঠে নামছেন ক্লাব আমেরিকার বিপক্ষে। বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটায় ম্যাচটি শুরু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত