নিয়োগ-নিষেধাজ্ঞার ফেরেভুগছেন শিক্ষক-শিক্ষার্থী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি বিভাগে শিক্ষার্থী এখন ২৫০ জন। কিন্তু এই বিভাগে শিক্ষক মাত্র দুজন। তাঁরাও আবার সহযোগী অধ্যাপক পদমর্যাদার। বিভাগের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বললেন, ‘যেখানে একটা কোর্সে ৫০টা ক্লাস করা দরকার, সেখানে আমাদের হচ্ছে ৫-১০টা। এত কম ক্লাস করে ওই কোর্সে পরীক্ষা দে