Ajker Patrika

ফেসবুকে ছড়ানো অডিওতে ইবি উপাচার্যের মতো কণ্ঠ, থানায় জিডি 

ইবি প্রতিনিধি
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৪: ১২
ফেসবুকে ছড়ানো অডিওতে ইবি উপাচার্যের মতো কণ্ঠ, থানায় জিডি 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালামের ‘কণ্ঠের মতো’ একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া অডিওটিতে শিক্ষক নিয়োগ বোর্ডের বিভিন্ন বিষয়ে কথোপকথন শোনা যায়। এ বিষয়ে গতকাল শুক্রবার রাতে ইবি থানায় সাধারণ ডায়েরি করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননূর জায়েদ বিপ্লব জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রেজিস্ট্রারের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। জিডিতে বলা হয়েছে, গত ১৬ ফেব্রুয়ারি আনুমানিক রাত ১০টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কণ্ঠ নকল করে  কথোপকথনের একটি অডিও ফারহা জেবিন নামে ভুয়া আইডি থেকে ছাড়া হয়েছে।

জানা যায়, আগামী ২২ ফেব্রুয়ারি কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের নিয়োগ বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অলি নামে একজন চাকরি প্রার্থীর মধ্যে কথোপকথনের একটি অডিও ফেসবুকে আসে। কথোপকথনে শুধু উপাচার্যের মতো কণ্ঠ শোনা যায়। অডিওতে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও প্রশ্ন সম্পর্কে ধারণা দেওয়া নিয়ে আলাপ হয়। ওই প্রার্থীকে আগামী নিয়োগ বোর্ডে টাকা দিয়ে আবেদন করানোর জন্য তিনজন প্রার্থী জোগাড় করতে বলা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, ‘এখানে একপাক্ষিক কথা শোনা যাচ্ছে। ধারণা করছি, কণ্ঠটা এডিট করা। আইডিটা খুঁজে বের করতে উপাচার্যের নির্দেশে থানায় জিডি করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব: জাকসু নির্বাচন কমিশন

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত