বগুড়া প্রতিনিধি
হবিগঞ্জের শিক্ষকের কাছ থেকে পাওয়া উপহারের গাড়ি নিয়ে বিপাকে পড়েছেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। গাড়ির ফিটনেটসহ আনুষঙ্গিক কাগজ ঠিক করতে সাড়ে চার লাখ টাকা খরচ পড়বে বলে জানান হিরো আলম।
আজ বৃহস্পতিবার দুপুরে আজকের পত্রিকাকে হিরো আলম বলেন, ‘উপহার হিসেবে অধ্যক্ষ মুখলিছুর রহমান যে গাড়ি দিয়েছেন তা পুরোনো হওয়ায় অনেক কাজ করতে হবে। ইতিমধ্যে বিআরটিএ অফিসে যোগাযোগ করেছি, গাড়ির ফিটনেটসহ আনুষঙ্গিক কাগজ ঠিক করতে সাড়ে চার লাখ টাকা খরচ করতে হবে। এ ছাড়াও রয়েছে মালিকানা পরিবর্তন এবং গাড়ি মেরামত খরচ।’
হিরো আলম আরও বলেন, ‘নির্বাচন পরবর্তী আমার হাতে অবস্থা ভালো না। এর মধ্যে গাড়ির পেছনে এক সঙ্গে এত টাকা খরচ করতে গিয়ে বিপাকে পড়েছি।’
অধ্যক্ষ মুখলিছুর রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন তিনি বলেন, ‘অধ্যক্ষ ওয়াদা রক্ষা করেছেন। পুরোনো গাড়ি হলেও ভালোবেসে উপহার দিয়েছেন। গাড়ি অ্যাম্বুলেন্স হিসেবে আমি রোগী পরিবহনের কাজে লাগানোর ঘোষণা দিয়েছি। এ কারণে গাড়ির কাগজ ঠিক করতে যে টাকা লাগবে তা মওকুফ করার জন্য বিআরটিএতে আবেদন করব। যদি আবেদন মঞ্জুর না হয় সে ক্ষেত্রে কয়েক ধাপে টাকা পরিশোধ করে গাড়িটি অ্যাম্বুলেন্সে রূপান্তর করব।’
হবিগঞ্জে যাওয়ার পথে পুলিশ তার গাড়ি থামিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছে উল্লেখ করে হিরো আলম বলেন, ‘উপহার পাওয়া গাড়িটি হবিগঞ্জ থেকে রাতের বেলা ঢাকায় নিয়ে আসায় পথে পুলিশ কোনো ঝামেলা করেনি। পুলিশের ঝামেলা এড়াতে গাড়িটি রাতে চালিয়ে আগামী শনিবার বগুড়া নিয়ে যাব।’
গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে হিরো আলম বগুড়া-৪ ও বগুড়া-৬ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। বগুড়া-৪ আসনে তিনি ৮৩৪ ভোটে হের যান। নির্বাচনী প্রচারে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা অধ্যক্ষ মুখলিছুর নামের এক ব্যক্তি নিজের ফেসবুক থেকে লাইভে এসে হিরো আলমকে তাঁর ব্যবহৃত মাইক্রোবাসটি উপহার দেওয়ার ঘোষণা দেন।
নির্বাচনের পর গত ৬ ফেব্রুয়ারি হিরো আলম চুনারুঘাট গেলে আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষ মুখলিছুর রহমান গাড়িটি হিরো আলমের কাছে হস্তান্তর করেন।
হবিগঞ্জের শিক্ষকের কাছ থেকে পাওয়া উপহারের গাড়ি নিয়ে বিপাকে পড়েছেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। গাড়ির ফিটনেটসহ আনুষঙ্গিক কাগজ ঠিক করতে সাড়ে চার লাখ টাকা খরচ পড়বে বলে জানান হিরো আলম।
আজ বৃহস্পতিবার দুপুরে আজকের পত্রিকাকে হিরো আলম বলেন, ‘উপহার হিসেবে অধ্যক্ষ মুখলিছুর রহমান যে গাড়ি দিয়েছেন তা পুরোনো হওয়ায় অনেক কাজ করতে হবে। ইতিমধ্যে বিআরটিএ অফিসে যোগাযোগ করেছি, গাড়ির ফিটনেটসহ আনুষঙ্গিক কাগজ ঠিক করতে সাড়ে চার লাখ টাকা খরচ করতে হবে। এ ছাড়াও রয়েছে মালিকানা পরিবর্তন এবং গাড়ি মেরামত খরচ।’
হিরো আলম আরও বলেন, ‘নির্বাচন পরবর্তী আমার হাতে অবস্থা ভালো না। এর মধ্যে গাড়ির পেছনে এক সঙ্গে এত টাকা খরচ করতে গিয়ে বিপাকে পড়েছি।’
অধ্যক্ষ মুখলিছুর রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন তিনি বলেন, ‘অধ্যক্ষ ওয়াদা রক্ষা করেছেন। পুরোনো গাড়ি হলেও ভালোবেসে উপহার দিয়েছেন। গাড়ি অ্যাম্বুলেন্স হিসেবে আমি রোগী পরিবহনের কাজে লাগানোর ঘোষণা দিয়েছি। এ কারণে গাড়ির কাগজ ঠিক করতে যে টাকা লাগবে তা মওকুফ করার জন্য বিআরটিএতে আবেদন করব। যদি আবেদন মঞ্জুর না হয় সে ক্ষেত্রে কয়েক ধাপে টাকা পরিশোধ করে গাড়িটি অ্যাম্বুলেন্সে রূপান্তর করব।’
হবিগঞ্জে যাওয়ার পথে পুলিশ তার গাড়ি থামিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছে উল্লেখ করে হিরো আলম বলেন, ‘উপহার পাওয়া গাড়িটি হবিগঞ্জ থেকে রাতের বেলা ঢাকায় নিয়ে আসায় পথে পুলিশ কোনো ঝামেলা করেনি। পুলিশের ঝামেলা এড়াতে গাড়িটি রাতে চালিয়ে আগামী শনিবার বগুড়া নিয়ে যাব।’
গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে হিরো আলম বগুড়া-৪ ও বগুড়া-৬ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। বগুড়া-৪ আসনে তিনি ৮৩৪ ভোটে হের যান। নির্বাচনী প্রচারে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা অধ্যক্ষ মুখলিছুর নামের এক ব্যক্তি নিজের ফেসবুক থেকে লাইভে এসে হিরো আলমকে তাঁর ব্যবহৃত মাইক্রোবাসটি উপহার দেওয়ার ঘোষণা দেন।
নির্বাচনের পর গত ৬ ফেব্রুয়ারি হিরো আলম চুনারুঘাট গেলে আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষ মুখলিছুর রহমান গাড়িটি হিরো আলমের কাছে হস্তান্তর করেন।
রাজধানীর দারুসসালাম থানা এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে টেকনিক্যাল মোড় এলাকায় এসব নেতা-কর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে।
৩ ঘণ্টা আগেপ্রক্টরিয়াল বডির পদত্যাগসহ সাত দফা দাবিতে আমরণ অনশন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই নারী শিক্ষার্থীসহ ৯ জন। অধিকার সচেতন শিক্ষার্থীদের ব্যানারে বাম সংগঠন ও কয়েকজন সাধারণ শিক্ষার্থী এ কর্মসূচি পালন করছেন।
৪ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীতে আটকের কয়েক ঘণ্টা পর পুলিশ হেফাজতে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়। এর আগে বেলা সাড়ে ৩টার দিকে চোর সন্দেহে টঙ্গীর বড় দেওড়া এলাকা থেকে স্থানীয় লোকজন তাঁকে আটক করে টঙ্গী পশ্চিম থানায় পুলিশের কাছে সোপর্দ করেন...
৪ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে ভবন থেকে পড়ে মো. রিফাত (২০) নামে এক এসি মিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে খিলগাঁও থানাধীন জোড় পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক বিকেল সাড়ে
৫ ঘণ্টা আগে