সিলগালা ভবনের গ্রিল কেটে জব্দকৃত চাল সরানোর সময় খাদ্যগুদাম কর্মকর্তা হাতেনাতে ধরা
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তার সিলগালা বাসভবন থেকে জানালার গ্রিল কেটে জব্দকৃত ১৩ বস্তা সরকারি চাল ও সরকারি সিলকৃত ১১শ চালের বস্তা গায়েবের সময় খাদ্যগুদাম কর্মকর্তা (ওসি, এলএসডি) ইকবাল মাহমুদকে হাতেনাতে ধরে ফেলেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন।