Ajker Patrika

খাদ্যগুদাম কর্মকর্তার বাসভবন থেকে ১৩ বস্তা সরকারি চাল জব্দ, ভবন সিলগালা

শরীয়তপুর প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ১৬: ৪১
খাদ্যগুদাম কর্মকর্তার বাসভবন থেকে ১৩ বস্তা সরকারি চাল জব্দ, ভবন সিলগালা

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বাসভবন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১৩ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে ইকবাল মাহমুদের বাসভবন থেকে চালগুলো জব্দের পর ভবন সিলগালা করে দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন। 

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ভেদরগঞ্জ উপজেলা খাদ্যগুদামের সংরক্ষিত বাউন্ডারির মধ্যেই ইকবাল মাহমুদের সরকারি বাসভবন। ওই বাসভবনে অবৈধভাবে খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুত রাখা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১০টা থেকে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজির ৩ বস্তা ও ৫০ কেজির ১০ বস্তাসহ মোট ৫৯০ কেজি চাল এবং ১ হাজার ১০০ সরকারি সিল দেওয়া খালি চালের বস্তা পাওয়া যায়। 

খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বাসভবন। ছবি: আজকের পত্রিকাএ বিষয়ে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন বলেন, খাদ্যগুদাম একটি স্পর্শকাতর জায়গা। এখানে সরকারের বিভিন্ন চাল মজুত রাখা হয়। সরকারি নির্দেশনা ছাড়া সেখান থেকে একটি বস্তা চালও বাইরে যাওয়ার সুযোগ নেই। কিন্তু খাদ্যগুদাম কর্মকর্তা নিজ বাসভবনে সরকারি চাল রেখেছেন। সেখানে অভিযান চালিয়ে ১৩ বস্তা সরকারি চাল ও ১ হাজার ১০০ খালি বস্তা জব্দ করা হয়েছে। 

সরকারি সিল দেওয়া খালি চালের বস্তা। ছবি: আজকের পত্রিকাএ বিষয়ে তাঁর (খাদ্যগুদাম কর্মকর্তা) কাছে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। এ কারণেই চালগুলো জব্দ করে বাসভবনটি সিলগালা করে নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। 

জানতে চাইলে ভেদরগঞ্জ উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল মাহমুদ এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত