Ajker Patrika

‘এখন আমি শিশু সন্তানকে নিয়ে বাঁচব কীভাবে’

শরীয়তপুর প্রতিনিধি
‘এখন আমি শিশু সন্তানকে নিয়ে বাঁচব কীভাবে’

শরীয়তপুরে পাঁচ মাসের সন্তানকে নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু হয়েছে। তাদের বহনকারী ব্যাটারিচালিত ভ্যানটি তাঁর গায়ের ওপর উঠে যায়। তবে তাঁর সন্তানের কোনো ক্ষতি হয়নি।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার সময় শরীয়তপুর সদর উপজেলার সুবচনী বাজার সংলগ্ন সুবচনী-নাগেরপারা সড়কে এই ঘটনা ঘটে।

নিহত নারীর নাম—সাদিয়া আক্তার (১৮)। তিনি গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের বালিকুরি গ্রামের রায়হান শিকদারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা বলছে, সাদিয়া ও রায়হান দম্পতি তাদের একমাত্র সন্তান রাইয়ানকে নিয়ে একটি ব্যাটারিচালিত ভ্যানযোগে সুবচনী বাজারে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। এ সময় বাবার কোলে ছিল শিশু রাইয়ান। সুবচনী বাজারের কাছাকাছি পৌঁছালে একটি গুইসাপ রাস্তা পার হওয়ার সময় ভ্যানটি গুইসাপের ওপর উঠে যায়। এতে ভ্যানটি উল্টে সড়কের ওপর পড়ে যায়। এ সময় সাদিয়া ভ্যানের নিচে চাপা পড়ে। এতে ভ্যানচালক ও রায়হান শিকদার সামান্য আহত হলেও শিশু রাইয়ানের কোনো ক্ষতি হয়নি। পরে পথচারীরা দ্রুত সাদিয়াকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ভ্যানচালক মান্নান ব্যাপারী আজকের পত্রিকাকে বলেন, ‘নাগেরপাড়া থেকে ভ্যানগাড়ি চালিয়ে সুবচনী বাজারের দিকে আসছিলাম। হঠাৎ একটা গুইসাপ দ্রুত রাস্তায় এসে নিচে পরলে আমার ভ্যানটা উল্টে যায়। ভ্যানের নিচে পরে গুরুতর আহত হন সাদিয়া আপা। পরে স্থানীয়রাসহ সাদিয়া আপাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। সেইখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেছেন।’

নিহতের স্বামী রায়হান শিকদার কান্নাজড়িত কণ্ঠে আজকের পত্রিকাকে বলেন, ‘বিয়ের পর থেকেই সাদিয়া কখনো আমার মনে কষ্ট দিয়ে কোনো কথা বলেনি। সে আর নেই! এখন আমি শিশু সন্তানকে নিয়ে বাঁচব কীভাবে! আমার কোনো অভিযোগ নেই।’

সাদিয়ার শাশুড়ি মাজেদা বেগম বলেন, ‘আমার নাতি রাইয়ান অসুস্থ হওয়ায় তাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিল আমার ছেলে ও তাঁর বউ। মেয়েটার মা-বাবা কেউ নাই। নিজের মেয়ের মতো ওকে আমি ভালোবাসতাম।’

এ বিষয়ে পালং মডেল থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় সাদিয়া নামে এক নারী মারা গেছেন। এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত