Ajker Patrika

পা পিছলে পুকুরে ছোট ভাই, বাঁচাতে গিয়ে ডুবল বড় ভাইও

শরীয়তপুর প্রতিনিধি
পা পিছলে পুকুরে ছোট ভাই, বাঁচাতে গিয়ে ডুবল বড় ভাইও

শরীয়তপুরের ডামুডা উপজেলায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর দেড়টার দিকে ধানকাঠি ইউনিয়নের ডগার পাড় গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত দুই শিশু মুরসালিন (৭) ও মুমিন (৫) ডগার পাড় গ্রামের আরিফ খান ও মর্জিনা বেগম দম্পতির সন্তান। আরিফ খান পেশায় নির্মাণশ্রমিক। এই দম্পতির আর কোনো সন্তান নেই। 

স্বজনদের বরাতে পুলিশ জানায়, সকালে আরিফ খান কাজে বের হয়েছিলেন আর মা মর্জিনা বেগম রান্নার কাজে ব্যস্ত ছিলেন। মুরসালিন, মুমিন ও তাদের খালাতো ভাই বাইজিদ (৫) বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। হঠাৎ মুমিন পা পিছলে পুকুরে পড়ে যায়। মুমিনকে বাঁচাতে পুকুরে নামে বড় ভাই মুরসালিন। কিন্তু তারা দুজনেই পুকুরের পানিতে তলিয়ে যায়। 

তখন বাইজিদ তাঁর খালা মর্জিনা বেগমকে গিয়ে জানায়, মুরসালিন ও মুমিন পুকুরে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে মর্জিনা বেগম পুকুরে ঝাঁপ দিয়ে স্থানীয়দের সহযোগিতায় দুজনকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

ডামুডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম আজকের পত্রিকাকে বলেন, পুকুরে ডুবে মুরসালিন ও মুমিন নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত