Ajker Patrika

লেবাননে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যুর খবর

খুলনা ও শরীয়তপুর প্রতিনিধি
লেবাননে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যুর খবর

লেবাননে ছিনতাইকারীর ধাওয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। গত বুধবার সন্ধ্যায় বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাসে শেখ রাসেল দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে বাসায় ফেরার পথে বৈরুতের ছুল আহাদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত দুজন হলেন নিলু মোল্লা ও জুয়েল হোসেন। তাঁদের মধ্যে নিলু মোল্লার বাড়ি খুলনার রূপসা উপজেলার রাজাপুর গ্রামে। তিনি লেবানন আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন। 

এ তথ্য নিশ্চিত করেছেন নিলু মোল্লার সহকর্মী জিবরুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে জানান, নিলু মোল্লার ভাই রমজান মোল্লা তাঁর ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

আর জুয়েল হোসেনের বাড়ি শরিয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড দর্জিকান্দী গ্রামে। 

জিবরুল ইসলাম আরও জানান, দূতাবাসের অনুষ্ঠান শেষে নিলু মোল্লা, জুয়েল হোসেন ও ফজলু এই তিন বাংলাদেশি একটি মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন। তাঁরা ছুল আহাদের কাছে পৌঁছালে ছিনতাইকারীরা তাঁদের ধাওয়া করে। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আরোহীরা সবাই ছিটকে রাস্তায় পড়ে যায়। পরে সবাইকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিলু মোল্লা ও জুয়েলকে মৃত ঘোষণা করে। 

ফজলু নামের আরেক বাংলাদেশি গুরুতর আহত অবস্থায় স্থানীয় রোম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে জানান তিনি। 

এ বিষয়ে খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত অধিকারী আজকের পত্রিকাকে বলেন, তাঁর কাছে এই বিষয়ে কোনো তথ্য নেই। 

এদিকে দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাজালাল মাল আজকের পত্রিকাকে বলেন, ‘দর্জিকান্দী গ্রামের আব্দুল জব্বার ব্যাপারীর ছেলে জুয়েল লেবাননে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। নিহতের পরিবার লাশ দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আমার কাছে এসেছিলেন। আগামীকাল শনিবার লাশ আনার ব্যাপারে প্রশাসনের সঙ্গে আমরা কথা বলব।’ 

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘কয়েক দিনের মধ্যে লেবাননে ভেদরগঞ্জ উপজেলার কেউ মারা গেছেন কি না আমার জানা নেই। দুই মাস আগে একজন মারা গিয়েছিল। তার লাশ দেশে এনে দাফন করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত