ফুটবলে দলগুলোর সমর্থন যেভাবে বাড়ে–কমে
এঞ্জেল ভাস্কোস ডি লা ক্রুজ নামে এক বন্ধু আমাকে লিখেছিল, আমি সব সময় সেল্টা ভিগোর সমর্থক ছিলাম। কিন্তু এখন আমি আছি তাদের চিরশত্রু দেপার্তিভো লা করুনার সঙ্গে। সবাই জানে তুমি শহর, কাজ অথবা রাজনৈতিক পছন্দ বদলাতে পারো, এমনকি সম্ভবত সেটা উচিতও...কিন্তু তুমি কখনো দল বদলাতে পারো না।