নতুন মৌসুমে আর কোনো ফুটবলার কেনার সম্ভাবনা নেই ইংলিশ ক্লাব লিভারপুলের। অল রেড কোচ ইয়ুর্গেন ক্লপ এমনটাই জানিয়েছেন। বর্তমান দলের ওপর যথেষ্ট আস্থা আছে ক্লপের। তিনি মনে করেন, দলে এখন যারা আছে তাদের নিয়েই লিগ জিততে সক্ষম তাঁর দল।
নতুন মৌসুমে লিভারপুলে এখন পর্যন্ত একমাত্র নতুন মুখ ডিফেন্ডার ইব্রাহিমা কোনাটে। কোনাটেকে ৩৬ মিলিয়ন ইউরোতে লাইপজিগ থেকে দলে ভিড়িয়েছে অ্যানফিল্ডের দলটি।
দলবদলে এখনো খেলোয়াড় কেনার সুযোগ থাকলেও এই দল নিয়ে দারুণ আশাবাদী ক্লপ বলেছেন ‘যেকোনো ক্লাবই চাইবে দলে নতুন খেলোয়াড় কিনতে। আমরাও দেখব সামনে কি ঘটে। তার আগে চলুন আমাদের স্কোয়াড দেখা যাক। আপনি কি দলে নতুন কোনো ফুলব্যাক চান? কিংবা গোলকিপার চান? আমাদের দলে তো ভালো খেলোয়াড় আছেই।’
সব পজিশনের খেলোয়াড়দের ওপরেই ভরসা আছে ক্লপের। মৌসুম শুরুর আগে পজিশন ধরে ধরে দলের খেলোয়াড়দের নাম জানালেন তিনি, ‘মাঝমাঠে আমাদের অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে। যেমন থিয়াগো, ফাবিনিও, হেন্ডারসন, অ্যালেক্স অক্সলেড-চেম্বারলিন এবং নাবি কেইটা। সঙ্গে হার্ভে ইলিয়ট আর কার্টিস জোন্সের মতো প্রতিভাবান তরুণ আছে। দলের আক্রমণে আছে সাদিও মানে, রবার্তো ফিরমিনো, মোহাম্মদ সালাহ, দিয়োগো জোতা, তাকুমি মিনামিনো এবং ডিভক অরিগিরা।’
দলের এই খেলোয়াড়দের নিয়েই লিগে ভালো কিছু করতে চান ক্লপ। দলে যে আর নতুন কাউকে নেওয়ার আর কোনো সম্ভাবনা নেই সেটিও পরিষ্কার করেছেন, ‘আপনাকে পরিবর্তন আনতে হবে সময়ে সময়ে। তবে এটা করতেও কখনো কখনো সময় নিতে হবে। আমরা আর দলে অতিরিক্ত খেলোয়াড় চাই না।’
নতুন মৌসুমে আর কোনো ফুটবলার কেনার সম্ভাবনা নেই ইংলিশ ক্লাব লিভারপুলের। অল রেড কোচ ইয়ুর্গেন ক্লপ এমনটাই জানিয়েছেন। বর্তমান দলের ওপর যথেষ্ট আস্থা আছে ক্লপের। তিনি মনে করেন, দলে এখন যারা আছে তাদের নিয়েই লিগ জিততে সক্ষম তাঁর দল।
নতুন মৌসুমে লিভারপুলে এখন পর্যন্ত একমাত্র নতুন মুখ ডিফেন্ডার ইব্রাহিমা কোনাটে। কোনাটেকে ৩৬ মিলিয়ন ইউরোতে লাইপজিগ থেকে দলে ভিড়িয়েছে অ্যানফিল্ডের দলটি।
দলবদলে এখনো খেলোয়াড় কেনার সুযোগ থাকলেও এই দল নিয়ে দারুণ আশাবাদী ক্লপ বলেছেন ‘যেকোনো ক্লাবই চাইবে দলে নতুন খেলোয়াড় কিনতে। আমরাও দেখব সামনে কি ঘটে। তার আগে চলুন আমাদের স্কোয়াড দেখা যাক। আপনি কি দলে নতুন কোনো ফুলব্যাক চান? কিংবা গোলকিপার চান? আমাদের দলে তো ভালো খেলোয়াড় আছেই।’
সব পজিশনের খেলোয়াড়দের ওপরেই ভরসা আছে ক্লপের। মৌসুম শুরুর আগে পজিশন ধরে ধরে দলের খেলোয়াড়দের নাম জানালেন তিনি, ‘মাঝমাঠে আমাদের অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে। যেমন থিয়াগো, ফাবিনিও, হেন্ডারসন, অ্যালেক্স অক্সলেড-চেম্বারলিন এবং নাবি কেইটা। সঙ্গে হার্ভে ইলিয়ট আর কার্টিস জোন্সের মতো প্রতিভাবান তরুণ আছে। দলের আক্রমণে আছে সাদিও মানে, রবার্তো ফিরমিনো, মোহাম্মদ সালাহ, দিয়োগো জোতা, তাকুমি মিনামিনো এবং ডিভক অরিগিরা।’
দলের এই খেলোয়াড়দের নিয়েই লিগে ভালো কিছু করতে চান ক্লপ। দলে যে আর নতুন কাউকে নেওয়ার আর কোনো সম্ভাবনা নেই সেটিও পরিষ্কার করেছেন, ‘আপনাকে পরিবর্তন আনতে হবে সময়ে সময়ে। তবে এটা করতেও কখনো কখনো সময় নিতে হবে। আমরা আর দলে অতিরিক্ত খেলোয়াড় চাই না।’
সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগস্টে নির্ধারিত ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। বিসিবি আশাবাদী যে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যথাসময়েই হবে।
১ ঘণ্টা আগেতিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড ‘এ’ দল এখন বাংলাদেশে। প্রথম দুই ওয়ানডের দলে প্রথমে মোস্তাফিজুর রহমানকে রাখা হলেও আজ তাঁকে সরিয়ে নিয়েছে বিসিবির নির্বাচক প্যানেল। তাঁর বদলি হিসেবে ‘এ’ দলের ওয়ানডে দলে নেওয়া হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জান
২ ঘণ্টা আগেখেলোয়াড়ি জীবনে অনেক কর্মকাণ্ড করে আলোচনায় এসেছেন শ্রীশান্ত। বিতর্ক পিছু ছাড়েনি ক্রিকেট ছাড়ার পরও। বেফাঁস মন্তব্য করায় কড়া শাস্তি পেয়েছেন ভারতের এই সাবেক ক্রিকেটার।
৩ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকা ইমার্জিং টিমের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরের মাঠে হতে যাওয়া এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আকবর আলী।
৪ ঘণ্টা আগে