স্পোর্টস ডেস্ক
এমিরেটসে অ্যান্ডি রবার্টসনের বদলি হিসেবে ৬১ মিনিটে মাঠে নামেন দিয়েগো জোতা। এই বদলেই মুহূর্তের মধ্যে পাল্টে যায় লিভারপুল–আর্সেনাল ম্যাচের গতিপথ। শুরু থেকে প্রেস করে আরতেতা শিষ্যদের নাভিশ্বাস তুলে ফেলা লিভারপুল খুলে দেয় গানারদের গোল মুখও।
চার মিনিটের মধ্যেই আসে দুই গোল। ম্যাচের ৮২ মিনিটে আসে আরও এক গোল। দূরন্ত লিভারপুল আর্সেনালের মাঠেই তাদের উপহার দিয়ে আসে তিন গোল।
গেগেনপ্রেসিং ফুটবলে আগের দুই মেৌসুমে সাফল্য এসেছিল লিভারপুল শিবিরে। চোট ও ফর্মহীনতায় চলতি মৌসুমে গেগেনপ্রেসিংয়ের সেই উত্তাপ যেন হারিয়েই গিয়েছিল। আন্তর্জাতিক বিরতির পর হারিয়ে ফেলা হেভি মেটাল ফুটবলের ঝাঁঝ নিয়েই ফিরল ‘অল রেড’রা। যে ঝড়ের প্রথম ধাক্কাটা গেল ধুঁকতে থাকা আর্সেনালের ওপর। ঘরের মাঠে অতিথিদের কাছে পাত্তাই পায়নি ‘ইনভিন্সিবল’ খ্যাত দলটি।
আর্সেনালের মাঠে প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক লিভারপুল। ফাবিনহো, আলকান্তারা ও মিলনার মাঝমাঠের দখল নিয়ে একের পর এক বল এগিয়ে দিতে থাকেন স্ট্রাইকারদের। রাইটব্যাক অ্যান্ডু রবার্টসনও ছিলেন বেশ উজ্জ্বল। কোনঠাসা আর্সেনালকে চেপে ধরতে এক পর্যায়ে উইঙ্গারের ভূমিকায় দেখা যায় এই ইংলিশ ডিফেন্ডারকে। তবে ডিফেন্সের সামনে ‘বাস পার্কিং’ করে লিভারপুল স্ট্রাইকারদের ৬৪ মিনিট পর্যন্ত আটকে রাখতে সক্ষম হয় আরতেতার শিষ্যরা। ম্যাচে আর্সেনালের সাফল্যও ছিল এটুকু।
আর্সেনালের ওপর দুর্যোগ নেমে আসে ৬১ মিনিটে জোতা নামার পর। এ সময় ট্যাকটিসেও কিছুটা পরিবর্তন আনেন ইয়ুর্গেন ক্লপ। কিছু সময়ের জন্য বাঁ পাশে নিজের অবস্থান ছেড়ে মাঝে চলে আসেন সালাহ। সেই জায়গা দখলে নিয়েই ৬৪ মিনিটে দুর্দান্ত ক্রসটি করেন আলেকসান্দার আরনল্ড। দুই ডিফেন্ডারের বাঁধা টপকে গোল আদায় করতে সময় নেননি জোতাও। ৪ মিনিট পর দৃশ্যপটে ‘ইজিপশিয়ান কিং’ সালাহ। সাদিও মানের কাছ থেকে বল পেয়ে ট্রেডমার্ক ফিনিশিংয়ে দলকে এনে দেয় জোড়া গোলের লিড। ম্যাচের ৮২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে আর্সেনালের কফিনে শেষ পেরেক ঠুকে দেন জোতা।
এই ম্যাচ জেতার আগেই লেস্টারের বিপক্ষে ম্যানসিটির জয়ে অবশ্য কাগজে–কলমে শিরোপা স্বপ্ন শেষ হয়ে যায় লিভারপুলের।
শিরোপা নিশ্চিত করার জন্য বাকি সাত ম্যাচ থেকে ১১ পয়েন্ট পেলেই চলবে পেপ গার্দিওলার দলের। লিভারপুল–সমর্থকদের আফসোস, ‘অল রেড’ জাগল, তবে বড্ড দেরিতে!
এমিরেটসে অ্যান্ডি রবার্টসনের বদলি হিসেবে ৬১ মিনিটে মাঠে নামেন দিয়েগো জোতা। এই বদলেই মুহূর্তের মধ্যে পাল্টে যায় লিভারপুল–আর্সেনাল ম্যাচের গতিপথ। শুরু থেকে প্রেস করে আরতেতা শিষ্যদের নাভিশ্বাস তুলে ফেলা লিভারপুল খুলে দেয় গানারদের গোল মুখও।
চার মিনিটের মধ্যেই আসে দুই গোল। ম্যাচের ৮২ মিনিটে আসে আরও এক গোল। দূরন্ত লিভারপুল আর্সেনালের মাঠেই তাদের উপহার দিয়ে আসে তিন গোল।
গেগেনপ্রেসিং ফুটবলে আগের দুই মেৌসুমে সাফল্য এসেছিল লিভারপুল শিবিরে। চোট ও ফর্মহীনতায় চলতি মৌসুমে গেগেনপ্রেসিংয়ের সেই উত্তাপ যেন হারিয়েই গিয়েছিল। আন্তর্জাতিক বিরতির পর হারিয়ে ফেলা হেভি মেটাল ফুটবলের ঝাঁঝ নিয়েই ফিরল ‘অল রেড’রা। যে ঝড়ের প্রথম ধাক্কাটা গেল ধুঁকতে থাকা আর্সেনালের ওপর। ঘরের মাঠে অতিথিদের কাছে পাত্তাই পায়নি ‘ইনভিন্সিবল’ খ্যাত দলটি।
আর্সেনালের মাঠে প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক লিভারপুল। ফাবিনহো, আলকান্তারা ও মিলনার মাঝমাঠের দখল নিয়ে একের পর এক বল এগিয়ে দিতে থাকেন স্ট্রাইকারদের। রাইটব্যাক অ্যান্ডু রবার্টসনও ছিলেন বেশ উজ্জ্বল। কোনঠাসা আর্সেনালকে চেপে ধরতে এক পর্যায়ে উইঙ্গারের ভূমিকায় দেখা যায় এই ইংলিশ ডিফেন্ডারকে। তবে ডিফেন্সের সামনে ‘বাস পার্কিং’ করে লিভারপুল স্ট্রাইকারদের ৬৪ মিনিট পর্যন্ত আটকে রাখতে সক্ষম হয় আরতেতার শিষ্যরা। ম্যাচে আর্সেনালের সাফল্যও ছিল এটুকু।
আর্সেনালের ওপর দুর্যোগ নেমে আসে ৬১ মিনিটে জোতা নামার পর। এ সময় ট্যাকটিসেও কিছুটা পরিবর্তন আনেন ইয়ুর্গেন ক্লপ। কিছু সময়ের জন্য বাঁ পাশে নিজের অবস্থান ছেড়ে মাঝে চলে আসেন সালাহ। সেই জায়গা দখলে নিয়েই ৬৪ মিনিটে দুর্দান্ত ক্রসটি করেন আলেকসান্দার আরনল্ড। দুই ডিফেন্ডারের বাঁধা টপকে গোল আদায় করতে সময় নেননি জোতাও। ৪ মিনিট পর দৃশ্যপটে ‘ইজিপশিয়ান কিং’ সালাহ। সাদিও মানের কাছ থেকে বল পেয়ে ট্রেডমার্ক ফিনিশিংয়ে দলকে এনে দেয় জোড়া গোলের লিড। ম্যাচের ৮২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে আর্সেনালের কফিনে শেষ পেরেক ঠুকে দেন জোতা।
এই ম্যাচ জেতার আগেই লেস্টারের বিপক্ষে ম্যানসিটির জয়ে অবশ্য কাগজে–কলমে শিরোপা স্বপ্ন শেষ হয়ে যায় লিভারপুলের।
শিরোপা নিশ্চিত করার জন্য বাকি সাত ম্যাচ থেকে ১১ পয়েন্ট পেলেই চলবে পেপ গার্দিওলার দলের। লিভারপুল–সমর্থকদের আফসোস, ‘অল রেড’ জাগল, তবে বড্ড দেরিতে!
পাকিস্তান শাহিনসের কাছে বাজেভাবে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ ডারউইনে নেপাল জাতীয় দলকে হারিয়েছে ৩২ রানে।
৩৭ মিনিট আগেআসছে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। ৩টি টি-টোয়েন্টি ও সমান ম্যাচের একটি ওয়ানডে সিরিজের সূচিও গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
৩ ঘণ্টা আগেএএফসি চ্যাম্পিয়নস লিগে একই গ্রুপে পড়েছে ভারতীয় ক্লাব এফসি গোয়া ও সৌদি ক্লাব আল নাসর। সব ঠিক থাকলে ভারতে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেজন্য ম্যাচটি রূপ নিয়েছে ঐতিহাসিকে। এফসি গোয়ার প্রধান নির্বাহী রবি পুষ্কুরের কাছে তা জীবনে একবার আসার মতো মুহূর্ত।
৩ ঘণ্টা আগেরাজনৈতিক দ্বন্দ্বের কারণে লম্বা সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত-পাকিস্তান। সেই দ্বন্দ্বের আঁচ পড়ে ক্রিকেটারদের মধ্যেও। বন্ধুত্বের আড়ালে উঠে আসে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা। তেমনই এক ঘটনা শোনালেন ভারতের সাবেক পেসার ইরফান পাঠান। ২০০৬ সালে করাচি থেকে লাহোরে যাওয়ার সময় পাকিস্তানের সাবেক অলরাউন্ডা
৫ ঘণ্টা আগে