ঢাকা: ঊরুর চোটে ইউরো ২০২০ থেকে ছিটকে গেলেন ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড। অথচ ইংল্যান্ডের দল ঘোষণার আগে দলে জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন এই ইংলিশ ডিফেন্ডার। শেষ পর্যন্ত দলে জায়গা পেলেও এবার বাধ সাধল চোট।
পরশু অস্ট্রিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ঊরুতে চোট পান আরনল্ড। পরে স্ক্যান করে দেখা যায় এই ডিফেন্ডারের ঊরুর পেশি ছিঁড়ে গেছে। ২২ বছর বয়সী লিভারপুল তারকার মাঠে ফিরতে সময় লাগবে অন্তত ছয় সপ্তাহ। মৌসুমের বেশির ভাগ সময় নিষ্প্রভ থাকায় সংশয় ছিল দলে তার জায়গা পাওয়া নিয়ে। তবে শেষ দিকে জ্বলে ওঠায় মঙ্গলবারের ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছিলেন তিনি। দলে জায়গা পাওয়ার ৪৮ ঘণ্টা না পেরোতেই নিশ্চিত হলো আরনল্ডের এবারের ইউরোতে না খেলা।
আরনল্ডের জায়গায় কে দলে জায়গা পাবেন তা এখনো জানা যায়নি। ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট জানিয়েছেন, রোববার রোমানিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচের পর জানা যাবে আরনল্ডের জায়গায় কাকে দলে নেওয়া যায়। ইংল্যান্ডের হয়ে সর্বশেষ সাত আন্তর্জাতিক ম্যাচেই দলে ছিলেন না আরনল্ড। সঙ্গে ছিল মৌসুমজুড়ে অধারাবাহিকতা। সবকিছু নিয়েই তার দলে জায়গা পাওয়া নিয়ে সংশয় ছিল। তবে সব সংশয় উড়িয়ে ২৬ সদস্যের দলে তাকে জায়গা দিয়েছিলেন সাউথগেট। কিন্তু ইউরো শুরুর আগেই শেষ হয়ে গেল আরনল্ডের ইউরো মিশন।
ইংলিশদের ইউরো মিশন শুরু হবে ১৩ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘ডি’ গ্রুপের বাকি দুই ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ স্কটল্যান্ড আর চেক রিপাবলিক।
ঢাকা: ঊরুর চোটে ইউরো ২০২০ থেকে ছিটকে গেলেন ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড। অথচ ইংল্যান্ডের দল ঘোষণার আগে দলে জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন এই ইংলিশ ডিফেন্ডার। শেষ পর্যন্ত দলে জায়গা পেলেও এবার বাধ সাধল চোট।
পরশু অস্ট্রিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ঊরুতে চোট পান আরনল্ড। পরে স্ক্যান করে দেখা যায় এই ডিফেন্ডারের ঊরুর পেশি ছিঁড়ে গেছে। ২২ বছর বয়সী লিভারপুল তারকার মাঠে ফিরতে সময় লাগবে অন্তত ছয় সপ্তাহ। মৌসুমের বেশির ভাগ সময় নিষ্প্রভ থাকায় সংশয় ছিল দলে তার জায়গা পাওয়া নিয়ে। তবে শেষ দিকে জ্বলে ওঠায় মঙ্গলবারের ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছিলেন তিনি। দলে জায়গা পাওয়ার ৪৮ ঘণ্টা না পেরোতেই নিশ্চিত হলো আরনল্ডের এবারের ইউরোতে না খেলা।
আরনল্ডের জায়গায় কে দলে জায়গা পাবেন তা এখনো জানা যায়নি। ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট জানিয়েছেন, রোববার রোমানিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচের পর জানা যাবে আরনল্ডের জায়গায় কাকে দলে নেওয়া যায়। ইংল্যান্ডের হয়ে সর্বশেষ সাত আন্তর্জাতিক ম্যাচেই দলে ছিলেন না আরনল্ড। সঙ্গে ছিল মৌসুমজুড়ে অধারাবাহিকতা। সবকিছু নিয়েই তার দলে জায়গা পাওয়া নিয়ে সংশয় ছিল। তবে সব সংশয় উড়িয়ে ২৬ সদস্যের দলে তাকে জায়গা দিয়েছিলেন সাউথগেট। কিন্তু ইউরো শুরুর আগেই শেষ হয়ে গেল আরনল্ডের ইউরো মিশন।
ইংলিশদের ইউরো মিশন শুরু হবে ১৩ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘ডি’ গ্রুপের বাকি দুই ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ স্কটল্যান্ড আর চেক রিপাবলিক।
দুই দিনের ব্যবধানে আবাহনী-বসুন্ধরা কিংস আবারও মুখোমুখি হলো। আবাহনীর সামনে সুযোগ ছিল দারুণ কিছু করে ফেডারেশন কাপের ফাইনালে হারের দুঃখ কিছুটা মোচন করার। সেটি তো সম্ভব হলোই না, উল্টো বসুন্ধরার কাছে ২-০ গোলে হেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপাদৌড়ে কিছুটা পিছিয়েই পড়ল তারা। দুই অর্ধের শুরুতে দুটি গোলই
১১ ঘণ্টা আগেকাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। এর মধ্যেই ভারত সরকার পাকিস্তানের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সংবাদমাধ্যম, ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে তাদের দেশে। রেহায় পায়নি ক্রীড়াঙ্গনের ব্যক্তিরাও। শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল ব্লক করেছে তারা। এবার ভারতীয় সংবাদমাধ্যমের প্রতি
১৩ ঘণ্টা আগেসাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগস্টে নির্ধারিত ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। বিসিবি আশাবাদী যে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যথাসময়েই হবে।
১৩ ঘণ্টা আগেতিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড ‘এ’ দল এখন বাংলাদেশে। প্রথম দুই ওয়ানডের দলে প্রথমে মোস্তাফিজুর রহমানকে রাখা হলেও আজ তাঁকে সরিয়ে নিয়েছে বিসিবির নির্বাচক প্যানেল। তাঁর বদলি হিসেবে ‘এ’ দলের ওয়ানডে দলে নেওয়া হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জান
১৫ ঘণ্টা আগে