ক্রিকেট সরঞ্জাম কিনতে দুধের প্যাকেট বিতরণ করতেন রোহিত শর্মা
সফলতার পেছনে থাকে অনেক পরিশ্রমের না বলা গল্প। অনেক সেরা ক্রীড়া ব্যক্তিত্বের পরিশ্রমের কথা শুনলে আঁতকে তো উঠবেন, তেমনি অনুপ্রাণিত হবে যে কেউ। ভারতের অধিনায়ক রোহিত শর্মার কথায় ধরুন। আপনি কি জানেন, মারকুটে এই ব্যাটার ছোটবেলায় ক্রিকেট সরঞ্জাম কেনার জন্য দুধের প্যাকেট বিতরণ করতে হয়েছে রোহিতকে?