সফলতার পেছনে থাকে অনেক পরিশ্রমের না বলা গল্প। অনেক সেরা ক্রীড়া ব্যক্তিত্বের পরিশ্রমের কথা শুনলে আঁতকে তো উঠবেন, তেমনি অনুপ্রাণিত হবে যে কেউ। ভারতের অধিনায়ক রোহিত শর্মার কথায় ধরুন। আপনি কি জানেন, মারকুটে এই ব্যাটার ছোটবেলায় ক্রিকেট সরঞ্জাম কেনার জন্য দুধের প্যাকেট বিতরণ করতে হয়েছে রোহিতকে?
ভারতীয় ওপেনার এই গল্পটা বলেছেন প্রাজ্ঞন ওঝা। খেলা ছাড়ার পর বর্তমানে আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য হিসেবে আছেন সাবেক এই বাঁহাতি স্পিনার। এক অনুষ্ঠানে এসে তিনি জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে রোহিত ক্রিকেট সরঞ্জাম কেনার জন্য দুধের প্যাকেট বিতরণ করতেন মানুষের কাছে। ৩৬ বছর বয়সী ওঝা তাঁর সঙ্গে রোহিতের পুরোনো দিনের বন্ধুত্বের স্মৃতিচারণে উঠে এসেছে অনেক অজানা গল্প।
ওঝা জানান, মুম্বাই ইন্ডিয়ানস অধিনায়কের সঙ্গে তাঁর প্রথম দেখা ভারতের অনূর্ধ্ব-১৫ ক্যাম্পে। সে সময় তিনি শোনেন, রোহিত ‘খুবই বিশেষ’ খেলোয়াড়। তিনি জানান, রোহিত খুব বেশি কথা বলত না। তবে ব্যাটিংয়ের সময় খুব আগ্রাসী হয়ে উঠতেন।
জিও সিনেমাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘যখন অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্যাম্পে রোহিতের সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়, সবাই বলছিল সে খুবই স্পেশাল খেলোয়াড়। সেখানে, আমি তার বিপক্ষে খেলি এবং তার উইকেটও নিই। রোহিত ছিল টিপিক্যাল বোম্বের লোকেদের মতো। খুব বেশি কথা বলত না। তবে খেলত অত্যন্ত আগ্রাসী হয়ে। আসলে, আমার প্রতি তার আগ্রাসী মনোভাব দেখে খুবই বিস্মিত হয়েছিলাম, যেখানে আমরা একে অপরকে চিনিই না! তবে এরপরে আমাদের বন্ধুত্ব হয়ে যায়।’
ওঝা আরও বলেন, ‘সে মধ্যবিত্ত পরিবার থেকে এসেছিল এবং আমার মনে পড়ে, নিজের ক্রিকেট সরঞ্জাম কেনার বাজেটের কথা আলোচনা করে সে একবার খুব আবেগী হয়ে পড়েছিল। আসলে, সে দুধের প্যাকেট বিতরণ করত, যাতে ক্রিকেট সরঞ্জামাদি কেনার টাকা জোগাড় করতে পারে। অবশ্য সত্যি সেসব অনেক আগের কথা। এখন আমি তাকে দেখি এবং খুবই গর্ববোধ হয়। কোথায় থেকে আমরা ভ্রমণটা শুরু করেছিলাম এবং কোথায় এসে পৌঁছেছি।’
ওঝা ও রোহিত উভয়ে ২০০৮ সালে আইপিএলের প্রথম সংস্করণে খেলেছেন ডেকান চার্জার্সের হয়ে। দুজনে ভারতের জাতীয় দলের হয়ে খেলেছেন ২৪ ম্যাচ। বর্তমানে রোহিত ভারতের ওয়ানডে ও টেস্ট অধিনায়ক।
সফলতার পেছনে থাকে অনেক পরিশ্রমের না বলা গল্প। অনেক সেরা ক্রীড়া ব্যক্তিত্বের পরিশ্রমের কথা শুনলে আঁতকে তো উঠবেন, তেমনি অনুপ্রাণিত হবে যে কেউ। ভারতের অধিনায়ক রোহিত শর্মার কথায় ধরুন। আপনি কি জানেন, মারকুটে এই ব্যাটার ছোটবেলায় ক্রিকেট সরঞ্জাম কেনার জন্য দুধের প্যাকেট বিতরণ করতে হয়েছে রোহিতকে?
ভারতীয় ওপেনার এই গল্পটা বলেছেন প্রাজ্ঞন ওঝা। খেলা ছাড়ার পর বর্তমানে আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য হিসেবে আছেন সাবেক এই বাঁহাতি স্পিনার। এক অনুষ্ঠানে এসে তিনি জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে রোহিত ক্রিকেট সরঞ্জাম কেনার জন্য দুধের প্যাকেট বিতরণ করতেন মানুষের কাছে। ৩৬ বছর বয়সী ওঝা তাঁর সঙ্গে রোহিতের পুরোনো দিনের বন্ধুত্বের স্মৃতিচারণে উঠে এসেছে অনেক অজানা গল্প।
ওঝা জানান, মুম্বাই ইন্ডিয়ানস অধিনায়কের সঙ্গে তাঁর প্রথম দেখা ভারতের অনূর্ধ্ব-১৫ ক্যাম্পে। সে সময় তিনি শোনেন, রোহিত ‘খুবই বিশেষ’ খেলোয়াড়। তিনি জানান, রোহিত খুব বেশি কথা বলত না। তবে ব্যাটিংয়ের সময় খুব আগ্রাসী হয়ে উঠতেন।
জিও সিনেমাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘যখন অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্যাম্পে রোহিতের সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়, সবাই বলছিল সে খুবই স্পেশাল খেলোয়াড়। সেখানে, আমি তার বিপক্ষে খেলি এবং তার উইকেটও নিই। রোহিত ছিল টিপিক্যাল বোম্বের লোকেদের মতো। খুব বেশি কথা বলত না। তবে খেলত অত্যন্ত আগ্রাসী হয়ে। আসলে, আমার প্রতি তার আগ্রাসী মনোভাব দেখে খুবই বিস্মিত হয়েছিলাম, যেখানে আমরা একে অপরকে চিনিই না! তবে এরপরে আমাদের বন্ধুত্ব হয়ে যায়।’
ওঝা আরও বলেন, ‘সে মধ্যবিত্ত পরিবার থেকে এসেছিল এবং আমার মনে পড়ে, নিজের ক্রিকেট সরঞ্জাম কেনার বাজেটের কথা আলোচনা করে সে একবার খুব আবেগী হয়ে পড়েছিল। আসলে, সে দুধের প্যাকেট বিতরণ করত, যাতে ক্রিকেট সরঞ্জামাদি কেনার টাকা জোগাড় করতে পারে। অবশ্য সত্যি সেসব অনেক আগের কথা। এখন আমি তাকে দেখি এবং খুবই গর্ববোধ হয়। কোথায় থেকে আমরা ভ্রমণটা শুরু করেছিলাম এবং কোথায় এসে পৌঁছেছি।’
ওঝা ও রোহিত উভয়ে ২০০৮ সালে আইপিএলের প্রথম সংস্করণে খেলেছেন ডেকান চার্জার্সের হয়ে। দুজনে ভারতের জাতীয় দলের হয়ে খেলেছেন ২৪ ম্যাচ। বর্তমানে রোহিত ভারতের ওয়ানডে ও টেস্ট অধিনায়ক।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব গ্রহণের পর আট মাস পার করেছেন ফারুক আহমেদ। এ সময়ের মধ্যে নানা বিতর্কে নাম এসে গেছে ফারুকের। বোর্ডের স্থায়ী আমানত (এফডিআর) কয়েকটি ব্যাংকে স্থানান্তর, সংযুক্ত আরব আমিরাতে ‘গোল্ডেন ভিসা’ সুবিধায় ব্যবসা পরিচালনা, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এ
২৩ মিনিট আগেআর্চারি বিশ্বকাপে নিয়মিতই খেলে থাকে বাংলাদেশ। তবে পদক কেবল একটি। চার বছর আগে মিশ্র দলীয় ইভেন্টে (রিকার্ভ) রুপা পেয়েছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। এই তারকা দম্পতি খেলা থিতু হয়েছেনর যুক্তরাষ্ট্রে। তবে দেশের আর্চারি থেমে নেই।
৩৮ মিনিট আগেশ্রীলঙ্কান যুবাদের উড়িয়ে এক ম্যাচ হাতে রেখেই যুব ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কলম্বোয় সিরিজের চতুর্থ ওয়ানডেতে আজ শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ১৪৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা। জাওয়াদ আবরারের সেঞ্চুরি ও রিজান হাসানের ফিফটিতে লঙ্কানদের ৩৩৭ রানের লক্ষ্য ছুড়ে দেয় সফরকারীরা। জবাবে
২ ঘণ্টা আগেকিছুদিন আগেই বাছাইপর্ব উতরে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশের মেয়েরা পর করছে দুরবস্থা। নিজেদের সবশেষ ৯ টি-টোয়েন্টি জিততে পারেনি তারা। স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়েছে মেয়েদের আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে।
৩ ঘণ্টা আগে