Ajker Patrika

ক্রিকেট সরঞ্জাম কিনতে দুধের প্যাকেট বিতরণ করতেন রোহিত শর্মা

ক্রিকেট সরঞ্জাম কিনতে দুধের প্যাকেট বিতরণ করতেন রোহিত শর্মা

সফলতার পেছনে থাকে অনেক পরিশ্রমের না বলা গল্প। অনেক সেরা ক্রীড়া ব্যক্তিত্বের পরিশ্রমের কথা শুনলে আঁতকে তো উঠবেন, তেমনি অনুপ্রাণিত হবে যে কেউ। ভারতের অধিনায়ক রোহিত শর্মার কথায় ধরুন। আপনি কি জানেন, মারকুটে এই ব্যাটার ছোটবেলায় ক্রিকেট সরঞ্জাম কেনার জন্য দুধের প্যাকেট বিতরণ করতে হয়েছে রোহিতকে? 

ভারতীয় ওপেনার এই গল্পটা বলেছেন প্রাজ্ঞন ওঝা। খেলা ছাড়ার পর বর্তমানে আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য হিসেবে আছেন সাবেক এই বাঁহাতি স্পিনার। এক অনুষ্ঠানে এসে তিনি জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে রোহিত ক্রিকেট সরঞ্জাম কেনার জন্য দুধের প্যাকেট বিতরণ করতেন মানুষের কাছে। ৩৬ বছর বয়সী ওঝা তাঁর সঙ্গে রোহিতের পুরোনো দিনের বন্ধুত্বের স্মৃতিচারণে উঠে এসেছে অনেক অজানা গল্প। 

ওঝা জানান, মুম্বাই ইন্ডিয়ানস অধিনায়কের সঙ্গে তাঁর প্রথম দেখা ভারতের অনূর্ধ্ব-১৫ ক্যাম্পে। সে সময় তিনি শোনেন, রোহিত ‘খুবই বিশেষ’ খেলোয়াড়। তিনি জানান, রোহিত খুব বেশি কথা বলত না। তবে ব্যাটিংয়ের সময় খুব আগ্রাসী হয়ে উঠতেন। 

জিও সিনেমাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘যখন অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্যাম্পে রোহিতের সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়, সবাই বলছিল সে খুবই স্পেশাল খেলোয়াড়। সেখানে, আমি তার বিপক্ষে খেলি এবং তার উইকেটও নিই। রোহিত ছিল টিপিক্যাল বোম্বের লোকেদের মতো। খুব বেশি কথা বলত না। তবে খেলত অত্যন্ত আগ্রাসী হয়ে। আসলে, আমার প্রতি তার আগ্রাসী মনোভাব দেখে খুবই বিস্মিত হয়েছিলাম, যেখানে আমরা একে অপরকে চিনিই না! তবে এরপরে আমাদের বন্ধুত্ব হয়ে যায়।’ 

ওঝা আরও বলেন, ‘সে মধ্যবিত্ত পরিবার থেকে এসেছিল এবং আমার মনে পড়ে, নিজের ক্রিকেট সরঞ্জাম কেনার বাজেটের কথা আলোচনা করে সে একবার খুব আবেগী হয়ে পড়েছিল। আসলে, সে দুধের প্যাকেট বিতরণ করত, যাতে ক্রিকেট সরঞ্জামাদি কেনার টাকা জোগাড় করতে পারে। অবশ্য সত্যি সেসব অনেক আগের কথা। এখন আমি তাকে দেখি এবং খুবই গর্ববোধ হয়। কোথায় থেকে আমরা ভ্রমণটা শুরু করেছিলাম এবং কোথায় এসে পৌঁছেছি।’ 

ওঝা ও রোহিত উভয়ে ২০০৮ সালে আইপিএলের প্রথম সংস্করণে খেলেছেন ডেকান চার্জার্সের হয়ে। দুজনে ভারতের জাতীয় দলের হয়ে খেলেছেন ২৪ ম্যাচ। বর্তমানে রোহিত ভারতের ওয়ানডে ও টেস্ট অধিনায়ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত