Ajker Patrika

ফর্মে ফিরেই নতুন রেকর্ড সূর্যের

আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ১৪: ৩৮
ফর্মে ফিরেই নতুন রেকর্ড সূর্যের

গত অস্ট্রেলিয়া সিরিজ থেকে রানের যে খরা লেগেছিল, অবশেষে সেটি কেটে গেছে। পুরোনো ফর্মে ফিরেছেন সূর্যকুমার যাদব। গত রাতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলেছেন ২৬ বলে ৭ চার ও ৩ ছয়ে ৫৭ রানের ইনিংস। চলতি আইপিএলে এটিই তাঁর সর্বোচ্চ ইনিংস।

তবে এমন বিধ্বংসী খেলেও মুম্বাই ইন্ডিয়ানসকে জেতাতে পারেননি সূর্য। ১৩ রানে হেরেছে তাঁর দল। তবে আর্শদীপ সিংহের বলে নিভে যাওয়ার আগে নতুন এক রেকর্ড গড়েছেন তিনি। ভারতীয়দের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ৬ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন সূর্য।

আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্জাইজিসহ সব টি-টোয়েন্টি মিলিয়ে এই ভারতীয় ব্যাটারের বর্তমান রান ১৪৯.৫৫ স্ট্রাইক রেটে ৬০২১। দ্রুততম সময়ে ৬ হাজার রান করতে তাঁর লেগেছে ২২১ ইনিংস। ভারতীয়দের মধ্যে এই রেকর্ড গড়লেও এই অভিজাত ক্লাবে বেশ পিছিয়ে তিনি। দ্রুততম ৬ হাজার রানের রেকর্ডে সবার শীর্ষে ক্রিস গেইল। পরের স্থানে তাঁর সাবেক ক্যারিবিয়ান সতীর্থ আন্দ্রে রাসেল। এরপর আছেন গ্লেন ম্যাক্সওয়েল ও কাইরন পোলার্ড।

গত মার্চে অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হ্যাটট্রিক ডাক মারেন সূর্য। এরপর আইপিলের শুরুতে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। ১৫, ১, ০, ৪৩, ৭—পাঞ্জাবের বিপক্ষে ঝোড়ো ফিফটি পাওয়ার আগে এই ছিল আইপিএলে সূর্যের পাঁচ ইনিংস। গত শনিবার দল হারলেও নতুন রেকর্ড গড়েছেন তাঁর সতীর্থ রোহিত শর্মা। প্রথম ভারতীয় হিসেবে আইপিএলে ২৫০ ছক্কা মেরেছেন ভারতীয় অধিনায়ক। এই ফ্র্যাঞ্চাইজি ইজি ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা মারায় ক্রিস গেইল ও এবিডি ভিলিয়ার্সের পরেই রোহিতের অবস্থান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত