Ajker Patrika

এখনই টি-টোয়েন্টি ছাড়ছেন না রোহিত 

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১৭: ০১
এখনই টি-টোয়েন্টি ছাড়ছেন না রোহিত 

আইপিএল খেললেও ভারতের জার্সিতে টি-টোয়েন্টিতে রোহিত শর্মাকে দেখা যাচ্ছে না অনেকদিন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর ভবিষ্যৎ নিয়ে চলছে আলাপ-আলোচনা। শিগগিরই অবসরে যাবেন কি না কথাবার্তা চলছে তা নিয়েও। তবে এখনই হাল ছাড়ছেন না ভারতের এই টপ অর্ডার ব্যাটার। 

রোহিতের নেতৃত্বে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয় ভারত। অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচটাই ভারতীয় এই ব্যাটারের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বশেষ ম্যাচ। ভারত এরপর খেলেছে ৯ টি-টোয়েন্টি। এই ম্যাচগুলোতে ভারতকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া। অথচ কাগজে কলমে রোহিত এখনও ভারতের তিন সংস্করণের অধিনায়ক। রোহিতের পাশাপাশি বিরাট কোহলিকেও বসিয়ে রাখা হচ্ছে। তরুণ ক্রিকেটারদের সুযোগ দিচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। 

টি-টোয়েন্টি তো বটেই, ভারতীয় দলে রোহিতের নেতৃত্ব নিয়েও হচ্ছে আলাপ আলোচনা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তাঁর নেতৃত্বাধীন ভারত এসেছে এ বছর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালও। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

অন্যদিকে আগামী বছর জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। যা এখনও শুরু হতে বাকি ১০ মাস। নিজের নামে ক্রিকেট অ্যাকাডেমি উদ্বোধন করতে রোহিত এখন আছেন যুক্তরাষ্ট্রে। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে ভারতীয় এই ব্যাটারকে বলতে শোনা গেছে, ‘২০২৪ এর জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে। এটা খুবই রোমাঞ্চকর হবে ও আমরা খেলতে মুখিয়ে আছি। এখানে আসার আরও এক কারণ আছে। কারণ আপনি জানেন যে বিশ্বকাপ আসছে। জুনে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের একটা অংশ এখানে হবে। তাই আমি নিশ্চিত যে সবাই বেশ রোমাঞ্চিত।’ 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবারের সিরিজের প্রথম ওয়ানডেতে খেলেছেন রোহিত-কোহলি। তবে শেষ দুই ওয়ানডেতে খেলেননি তাদের কেউই। এই দুই ম্যাচে ওয়ানডে দলকে নেতৃত্ব দিয়েছিলেন পান্ডিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত