রেকর্ড গড়া নারী
রেকর্ড করা হয় সেটা ভাঙার জন্য। কিন্তু একজন মানুষ, আবার তিনি যদি নারী হয়ে রেকর্ডের পর রেকর্ড করে যেতে থাকেন, সেটাকে অনেক সময় অবিশ্বাস্য বলে মনে হবে। হ্যাঁ, মেরি টেরেসা স্ল্যানি তেমনই একজন ক্রীড়াবিদ। তাঁর করা একটি রেকর্ড টিকে ছিল প্রায় চার দশক।