Ajker Patrika

যে সব রেকর্ড মনে করাবেই তামিমকে

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৫: ০৬
২০১০ সালে ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পর তামিমের উদ্‌যাপন। ছবি: সংগৃহীত
২০১০ সালে ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পর তামিমের উদ্‌যাপন। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন তামিম ইকবাল। কিন্তু অর্জন আর দারুণ কিছু রেকর্ড ক্রিকেটপ্রেমীদের বারবার মনে করাবে তাঁকে। দেখে নিই সে সব রেকর্ড।

রানের রেকর্ড

ওপেনারদের মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম। তিন সংস্করণ মিলে ১৫১৯২ রান তাঁর। বাঁহাতি ওপেনারের আশপাশেও এখনো নেই অন্য কেউ।

ওয়ানডেতে এক মাঠে সবচেয়ে বেশি রানের বিশ্ব রেকর্ড এখন পর্যন্ত তামিমের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৮৭টি ওয়ানডেতে ২৮৫৩ রান তাঁর।

ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান ৮৩৫৭।

টেস্টেও ওপেনারদের মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ রান তামিমের ৫১৩৪।

জুটির রেকর্ড

ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ জুটির সঙ্গেও আছে তামিমের নাম। ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে লিটন দাসকে নিয়ে গড়েছিলেন ২৯২ রানের জুটি।

ওপেনিং জুটিতেও ওয়ানডেতে সর্বোচ্চ রানের জুটি তামিম-লিটনের ২৯২।

টেস্টেও ওপেনিং জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ জুটির সঙ্গে তামিমের নাম জড়িয়ে। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে ইমরুল কায়েসকে সঙ্গে নিয়ে ৩১২ রানের দুর্দান্ত এক জুটি গড়েছিলেন।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ জুটির সঙ্গেও আছেন তামিম। ২০১২ সালে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ১৩২ রানের জুটি গড়েন তিনি।

ইনিংস রেকর্ড

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান ও সর্বোচ্চ ইনিংস তামিমের ১০৩ *।

সেঞ্চুরি

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি ২৫ টি।

ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি ১৪ টি।

ওয়ানডেতে বাংলাদেশের কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান। ২০০৮ সালে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির দিন তামিমের বয়স ছিল ১৯ বছর ২ দিন।

তিন সংস্করণে সেঞ্চুরি পাওয়া বাংলাদেশের একমাত্র ব্যাটার।

টানা তিন টেস্টে সেঞ্চুরি পাওয়া বাংলাদেশের একমাত্র ব্যাটার

হাফ সেঞ্চুরি

ওয়ানডেতে সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ফিফটি ৫৬ টি।

টেস্টেও সাকিবের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ফিফটি ৩১টি।

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ৫০ ছাড়ানো ইনিংস–১১৯ টি।

টেস্টে টানা সর্বোচ্চ ৫ ইনিংসে ৫০ ছোঁয়া বাংলাদেশের একমাত্র ব্যাটার, ২০১০ সালে।

ওয়ানডেতে টানা সর্বোচ্চ ৫ ইনিংসে ৫০ ছোঁয়া বাংলাদেশের প্রথম ব্যাটার। এই রেকর্ডে পরে ভাগ বসিয়েছেন সাকিব।

বাউন্ডারির রেকর্ড

টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কা–৪১ টি।

টেস্টে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা ৭টি, ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে।

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি চার–১৭৬০টি

ডাকের রেকর্ড

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি শূন্য তামিমের–৩৬ টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত