আজকের তারাবি-৬: যে কারণে ধ্বংস হয়েছিল প্রাচীন ৬ জাতি
আজ খতমে তারাবিতে পবিত্র কোরআনের অষ্টম পারার শেষ অর্ধেক এবং নবম পারার পুরো অংশ; মোট দেড় পারা পড়া হবে। সুরা আরাফের ১২ থেকে সুরা আনফালের ৪০ নম্বর আয়াত পর্যন্ত—এই অংশে আদম-হাওয়া (আ.) সৃষ্টির আদি ঘটনা, শয়তানের ধোঁকা, লজ্জা, বিভিন্ন জাতি ধ্বংসের কারণ, মুসা (আ.)-এ মোজেজা, অপচয়সহ নানা বিষয় আলোচিত হয়েছে। সেখ