Ajker Patrika

ইফতারি তৈরিতে পাশে থাক জুসার

অনন্যা দাস
ইফতারি তৈরিতে পাশে থাক জুসার

ফাগুন শেষে গুটিসুটি পায়ে এগিয়ে আসছে গরম দিন। ঘাম গরমের এই সময়ে চলছে রোজাও। গরমে ঘেমেনেয়ে এবং সারা দিন রোজা রেখে যখন ক্লান্ত-শ্রান্ত ইফতারে তখন এক গ্লাস ঠান্ডা শরবত বা লাচ্ছি হলে যেন জুড়িয়ে যায় প্রাণ। এই সময় শরবত বা লাচ্ছি প্রাণ ঠান্ডা করার পাশাপাশি পুষ্টিকর এক গ্লাস জুস শরীর থেকে বের হয়ে যাওয়া লবণ ও অন্যান্য উপাদানের ঘাটতি পূরণ করে আবার সতেজ করে তুলবে এবং শক্তি জোগাবে।

কম সময়ে এবং সহজ পদ্ধতিতে হরেক রকমের ও স্বাদের জুস তৈরির জন্য  ভালো মানের একটি জুসারের বিকল্প নেই। ভালো ব্র‍্যান্ডগুলোর মধ্যে জয়পান, মিয়াকো, ওয়ালটন, ফিলিপস, প্যানাসনিক উল্লেখযোগ্য। এ ছাড়া ব্র্যান্ডভেদে রয়েছে নানান রকম ব্যবহারিক সুবিধাও। 

সনিফার জুসার: ক্লিয়ার জুসার। এই জুসার রস ও ছোবড়া আলাদা করে ফেলে। আলাদা আলাদা চেম্বার আছে। পরিষ্কার করাও সহজ। পাওয়া যাবে ঢাকা নিউমার্কেটের নিচতলাসহ বিভিন্ন বড় বাজারে।

ওয়ালটন ব্লেন্ডার ও জুসার: একটু কম দামের মধ্যে ভালো জুসার কিনতে চাইলে ওয়ালটনের জুসার বেশ ভালো অপশন। চলার সময় খুব বেশি আওয়াজ করে না এটি। তা ছাড়া এই জুসারে সেলফ কুলিং, হিট প্রোটেকশনসহ বেশ কিছু ফিচার আছে। 
 
সহজে জুস বানাতে জুসারের বিকল্প নেইজয়পানের মিক্সচার গ্রাইন্ডার জুসার: জুসার ব্লেন্ডারের জগতে জয়পান এমনিতেই বেশ নামকরা। এর এই পলিকার্বনেটের তৈরি ৭৫০ ওয়াট ফ্রুটিকা ১ এইচপি জুসারটি টেকসই ও মজবুত। তাই দীর্ঘদিন ব্যবহারেও সহজে নষ্ট হবে না এটি। এ ছাড়া এর সঙ্গে বেশ কয়েকটি আকারের জগও পাওয়া যাবে। 

ফিলিপস ডেইলি কালেকশন জুসার: এই জুসারের বড় সুবিধা হচ্ছে, এর আলগা অংশগুলো খুব সহজেই ডিশওয়াশারে ধুয়ে ফেলা যায়। তা ছাড়া এই জুসারে নরম আর শক্ত খাবারের জন্য দুই ধরনের মুড আছে। আর ছোটখাটো আকারের জুসারটি সহজেই এঁটে যাবে আপনার রান্নাঘরের কোনায়।

প্যানাসনিক জুসার: স্টেইনলেস স্টিলের তৈরি এই জুসারে রয়েছে বিল্ট ইন সার্কিট ব্রেকার। ফলে কোনো বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই বললেই চলে।সুন্দর ডিজাইনের এই জুসারের সঙ্গে বিনা মূল্যে পরিষ্কার করার জন্য একটি ব্রাশও দেওয়া হয়। ফলে জুসারটি পরিষ্কার করতে খুব একটা ঝক্কিতে পড়তে হবে না।

তেফাল হাই ক্যাপাসিটি জুসার: দুটি ভিন্ন মুডে ব্যবহার উপযোগী এই জুসারে একবারে প্রায় দশমিক শূন্য ৭ লিটার জুস তৈরি করতে পারবেন। এ জন্য জুসের উপাদানগুলো আগে থেকেই ছোট ছোট করে কেটে নিতে হবে না। এর প্রশস্ত ফিডিং টিউবে সহজেই এঁটে যাবে এর সবকিছু। 

দরদাম
বাজারে বিভিন্ন দামের ও মানের জুসার পাওয়া যায়। এদের দাম বেশির ভাগ ক্ষেত্রে দুই থেকে আট হাজার টাকার মধ্যে। গতানুগতিক ব্লেন্ডারের তুলনায় এই দামটা একটু বেশি মনে হতে পারে। তবে প্রায় সব ই-কমার্স সাইটে, যেমন দারাজ, ইএমকে, আজকের ডিল, অথবা, কিংবা কাবলিওয়ালা ইত্যাদি থেকে ইএমআই সুবিধা নিয়ে কিস্তিতে কিনে নিতে পারবেন আপনার পছন্দের জুসারটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত