যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে হাইপারসনিক প্রযুক্তিতে ‘যুগান্তকারী’ সাফল্য পেল চীন
তাঁরা বেশ কয়েকটি সম্ভাব্য পথের কথা বলেছেন। যেমন—যে পদার্থ দিয়েই তৈরি হোক না কেন হাইপারসনিক যানের বহিরাবরণ যত বেশি মসৃণ বিশেষজ্ঞ হবে, তত বেশি টিকে থাকবে। আবার যানের কাঠামোর গায়ে নিওবিয়াম, মলিবডিনাম ও বোরনের আবরণ ক্ষয় রোধ করবে