মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শান রাজ্যে আজ মঙ্গলবার জান্তা সরকারের একটি জেট ফাইটারকে গুলি করে ভূপাতিত করেছে কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ)। দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয় আকাশযান ভূপাতিত করার ঘটনা।
এ বিষয়ে কাচিন ইন্ডিপেনডেন্স আর্মির কর্মকর্তা কর্নেল নবু মিয়ানমারের ইরাবতি পত্রিকাকে বলেন, ‘নিশ্চিত করে বলতে পারি, একটা জেট ফাইটারকে আমরা ভূপাতিত করেছি।’
ইরাবতির প্রতিবেদনে বলা হয়েছে, কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি মিয়ানমারের প্রাচীনতম সশস্ত্র গোষ্ঠী। এই সংগঠনটি মিয়ানমারের শাসক শ্রেণির বিরুদ্ধে সব সময় প্রতিরোধের অগ্রভাগে ছিল। সর্বশেষ আজ মঙ্গলবার শান রাজ্যের কুটকাই এলাকায় তারা জান্তা সরকারের বিমান ভূপাতিত করেছে।
কুটকাই অঞ্চলের নাম্পাকা নামে একটি গ্রামের কাছাকাছি অবস্থিত জান্তা সরকারের ‘পদাতিক ব্যাটেলিয়ন ১২৩’ এর সদর দপ্তর দখল করার চেষ্টা করছে কাচিন আর্মি। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে এই প্রচেষ্টা শুরু করেছিল কেআইএ। পরে জানুয়ারির প্রথম সপ্তাহেই তারা নাম্পাকা গ্রাম দখল করে নেয়।
গত ৩ জানুয়ারিও কাচিন রাজ্যের রাজধানী মাইটকিনাতে অবস্থিত সরকারি বিমানঘাঁটি থেকে ওয়াইংমাউ জনপদে থাকা একটি ঘাঁটিতে যাওয়ার সময় জাতিগত বিদ্রোহীরা একটি সামরিক পরিবহন হেলিকপ্টারকে গুলি করে ধ্বংস করে। এ ঘটনায় ওই বিমানে থাকা ৬ সেনা সদস্য নিহত হন।
এর আগে গত বছরের ১১ নভেম্বর দক্ষিণ মিয়ানমারের কারেন্নি (কেয়াহ) রাজ্যে শাসকদের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছিল জাতিগত প্রতিরোধ গোষ্ঠী। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে দুই পাইলটের মধ্যে মেজর খাইং থান্ট মো নামে একজন বেরিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। এক সপ্তাহ পরে তাঁকে গ্রেপ্তার করে প্রতিরোধ গোষ্ঠী।
জান্তা সেনারা মাইটকিনাতে দুই অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীকে হত্যা করলে ২০২১ সালের মার্চ থেকে কাচিন এবং উত্তর শান রাজ্যে সামরিক শাসকদের সঙ্গে কাচিন আর্মির সংঘর্ষ তীব্র হতে শুরু করে। সেই সময় থেকেই জান্তা সরকারের গ্রেপ্তার থেকে পালিয়ে বেড়ানো শত শত রাজনীতিবিদ এবং অভ্যুত্থানবিরোধী কর্মীসহ অসংখ্য যুবককে আশ্রয় দিয়ে সামরিক প্রশিক্ষণ দিতে শুরু করে কাচিন আর্মি।
বর্তমানে কাচিন আর্মি শুধু কাচিন এবং উত্তর শান রাজ্যেই নয়, সাগাইং অঞ্চলেও পিপলস ডিফেন্স ফোর্সের সঙ্গে এক হয়ে মিয়ানমারের সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই করছে।
এ অবস্থায় জান্তা বাহিনী বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী ও বেসামরিক নাগরিকদের ওপর বিমান শক্তি ব্যবহার করছে। বেসামরিক নাগরিকদের ওপর বোমা হামলার জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগও আনা হয়েছে।
মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শান রাজ্যে আজ মঙ্গলবার জান্তা সরকারের একটি জেট ফাইটারকে গুলি করে ভূপাতিত করেছে কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ)। দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি দ্বিতীয় আকাশযান ভূপাতিত করার ঘটনা।
এ বিষয়ে কাচিন ইন্ডিপেনডেন্স আর্মির কর্মকর্তা কর্নেল নবু মিয়ানমারের ইরাবতি পত্রিকাকে বলেন, ‘নিশ্চিত করে বলতে পারি, একটা জেট ফাইটারকে আমরা ভূপাতিত করেছি।’
ইরাবতির প্রতিবেদনে বলা হয়েছে, কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি মিয়ানমারের প্রাচীনতম সশস্ত্র গোষ্ঠী। এই সংগঠনটি মিয়ানমারের শাসক শ্রেণির বিরুদ্ধে সব সময় প্রতিরোধের অগ্রভাগে ছিল। সর্বশেষ আজ মঙ্গলবার শান রাজ্যের কুটকাই এলাকায় তারা জান্তা সরকারের বিমান ভূপাতিত করেছে।
কুটকাই অঞ্চলের নাম্পাকা নামে একটি গ্রামের কাছাকাছি অবস্থিত জান্তা সরকারের ‘পদাতিক ব্যাটেলিয়ন ১২৩’ এর সদর দপ্তর দখল করার চেষ্টা করছে কাচিন আর্মি। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে এই প্রচেষ্টা শুরু করেছিল কেআইএ। পরে জানুয়ারির প্রথম সপ্তাহেই তারা নাম্পাকা গ্রাম দখল করে নেয়।
গত ৩ জানুয়ারিও কাচিন রাজ্যের রাজধানী মাইটকিনাতে অবস্থিত সরকারি বিমানঘাঁটি থেকে ওয়াইংমাউ জনপদে থাকা একটি ঘাঁটিতে যাওয়ার সময় জাতিগত বিদ্রোহীরা একটি সামরিক পরিবহন হেলিকপ্টারকে গুলি করে ধ্বংস করে। এ ঘটনায় ওই বিমানে থাকা ৬ সেনা সদস্য নিহত হন।
এর আগে গত বছরের ১১ নভেম্বর দক্ষিণ মিয়ানমারের কারেন্নি (কেয়াহ) রাজ্যে শাসকদের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছিল জাতিগত প্রতিরোধ গোষ্ঠী। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে দুই পাইলটের মধ্যে মেজর খাইং থান্ট মো নামে একজন বেরিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। এক সপ্তাহ পরে তাঁকে গ্রেপ্তার করে প্রতিরোধ গোষ্ঠী।
জান্তা সেনারা মাইটকিনাতে দুই অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীকে হত্যা করলে ২০২১ সালের মার্চ থেকে কাচিন এবং উত্তর শান রাজ্যে সামরিক শাসকদের সঙ্গে কাচিন আর্মির সংঘর্ষ তীব্র হতে শুরু করে। সেই সময় থেকেই জান্তা সরকারের গ্রেপ্তার থেকে পালিয়ে বেড়ানো শত শত রাজনীতিবিদ এবং অভ্যুত্থানবিরোধী কর্মীসহ অসংখ্য যুবককে আশ্রয় দিয়ে সামরিক প্রশিক্ষণ দিতে শুরু করে কাচিন আর্মি।
বর্তমানে কাচিন আর্মি শুধু কাচিন এবং উত্তর শান রাজ্যেই নয়, সাগাইং অঞ্চলেও পিপলস ডিফেন্স ফোর্সের সঙ্গে এক হয়ে মিয়ানমারের সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই করছে।
এ অবস্থায় জান্তা বাহিনী বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী ও বেসামরিক নাগরিকদের ওপর বিমান শক্তি ব্যবহার করছে। বেসামরিক নাগরিকদের ওপর বোমা হামলার জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগও আনা হয়েছে।
ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে কোকা-কোলা বর্জনের ঢেউ উঠেছিল। সেই ঢেউয়ের ধাক্কা লেগেছে এবার ইউরোপের দেশ ডেনমার্কেও। দেশটিতে কোকা-কোলা বাজারজাতকারী কোম্পানি কার্লসবার্গ জানিয়েছে, ডেনিশ ভোক্তারা কোকা-কোলা বর্জন করছেন।
২ ঘণ্টা আগেগাজা যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কয়েকগুণ বেড়েছে ইহুদি ও ইসলামবিদ্বেষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত দুটি টাস্কফোর্সের অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য।
৩ ঘণ্টা আগেপ্রেমিকের ফোনে অন্য নারীর বার্তা দেখার পর তাঁকে গুলি করে হত্যা করেছেন এক মার্কিন তরুণী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। ম্যাডিসন রুকার্ট নামে ২৩ বছরের ওই তরুণী ঘুমের মধ্যেই তাঁর প্রেমিক জোনাথন মিলারকে গুলি করে হত্যা করেন। এই ঘটনায় ম্যাডিসনের ৩৫ বছরের সাজা হয়েছে।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মধ্যকার বিবদমান কাশ্মীর সীমান্তের (নিয়ন্ত্রণ রেখা—লাইন অব কন্ট্রোল বা এলওসি) কাছে টহল দিচ্ছিল ভারতীয় রাফাল যুদ্ধবিমান। সেই বিমানগুলো ধাওয়া দিয়ে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগে