ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজসে উড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শনিবার সকালে বেঙ্গালুরুর ‘হিন্দুস্থান অ্যারোনটিকস লিমিটেডের’ (হ্যাল) বিমানঘাঁটি থেকে ভারতীয় বিমানবাহিনীর এক কর্মকর্তার পাশে বসে মোদি যুদ্ধবিমানে করে উড়াল দেন তিনি।
এদিকে ভারতীয় বিমানবাহিনীকে উৎসর্গ করে গত ২৭ অক্টোবর ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পায় মোদিভক্ত বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত অভিনীত সিনেমা ‘তেজস’। তেজসে ‘গর্বিত’ নরেন্দ্র মোদি উড়লেও, কঙ্গনার ‘তেজস’ এ লোকসান ৫০ কোটি রুপির বেশি।
পরিচালক সর্বেশ মেওয়ারা পরিচালিত সিনেমাটিতে বিমানবাহিনীর অফিসার তেজস গিলের চরিত্রে অভিনয় করেন কঙ্গনা। মুক্তির প্রথম দিনে সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে কোনও উন্মাদনা ছিল না। প্রথম দিন বক্স অফিস থেকে মাত্র ১.২৫ কোটি রুপি আয় করে সিনেমাটি। ঘোষণার পর থেকে সিনেমাটি নিয়ে বেশ আলোচনা হওয়ার পরও প্রথম দিন সিনেমা হলের ৭% দর্শকাসনও পূর্ণ হয়নি। প্রথম দিন সকালে দর্শকের অভাবে ৯৫ শতাংশ শো বাতিল হয়ে যায়।
প্রথম সপ্তাহের মতো দ্বিতীয় সপ্তাহেও সমগ্র ভারতে ধুঁকতে থাকায় হল থেকে নেমে যায় ‘তেজস’। সিনেমাটির শো প্রেক্ষাগৃহ থেকে উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রদর্শক সমিতি। ১৪ দিন চলা সিনেমাটি বিশ্বব্যাপী আয় করে মাত্র ৪ কোটি ২৫ লাখ রুপি রুপি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ৭০ কোটি রুপি ব্যয়ে ‘তেজস’ তৈরি হয়েছে। ‘তেজস’-এর ওটিটি স্বত্ব, স্যাটেলাইট এবং মিউজিক স্বত্ব বিক্রি করে সব মিলিয়ে প্রযোজকের ঘরে ঢুকেছে ১৭ কোটি রুপি। সংবাদমাধ্যমটির মতে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানকে অন্তত ৫০ কোটি রুপি লোকসান গুনতে হয়েছে।
এদিকে অভিনেত্রীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘ইমার্জেন্সি’তে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা রনৌত। সিনেমাটিতে তিনি শুধু অভিনয়ই করেননি, সামলেছেন পরিচালনা ও প্রযোজনার দায়িত্বও। যদিও নেটিজেনদের একাংশের ধারণা, ‘প্রোপাগান্ডা’ ভিত্তিক সিনেমা হতে চলেছে ইমার্জেন্সি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদ্ম শিবিরকে খুশি করতেই এটি বানাচ্ছেন কঙ্গনা।
ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজসে উড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শনিবার সকালে বেঙ্গালুরুর ‘হিন্দুস্থান অ্যারোনটিকস লিমিটেডের’ (হ্যাল) বিমানঘাঁটি থেকে ভারতীয় বিমানবাহিনীর এক কর্মকর্তার পাশে বসে মোদি যুদ্ধবিমানে করে উড়াল দেন তিনি।
এদিকে ভারতীয় বিমানবাহিনীকে উৎসর্গ করে গত ২৭ অক্টোবর ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পায় মোদিভক্ত বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত অভিনীত সিনেমা ‘তেজস’। তেজসে ‘গর্বিত’ নরেন্দ্র মোদি উড়লেও, কঙ্গনার ‘তেজস’ এ লোকসান ৫০ কোটি রুপির বেশি।
পরিচালক সর্বেশ মেওয়ারা পরিচালিত সিনেমাটিতে বিমানবাহিনীর অফিসার তেজস গিলের চরিত্রে অভিনয় করেন কঙ্গনা। মুক্তির প্রথম দিনে সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে কোনও উন্মাদনা ছিল না। প্রথম দিন বক্স অফিস থেকে মাত্র ১.২৫ কোটি রুপি আয় করে সিনেমাটি। ঘোষণার পর থেকে সিনেমাটি নিয়ে বেশ আলোচনা হওয়ার পরও প্রথম দিন সিনেমা হলের ৭% দর্শকাসনও পূর্ণ হয়নি। প্রথম দিন সকালে দর্শকের অভাবে ৯৫ শতাংশ শো বাতিল হয়ে যায়।
প্রথম সপ্তাহের মতো দ্বিতীয় সপ্তাহেও সমগ্র ভারতে ধুঁকতে থাকায় হল থেকে নেমে যায় ‘তেজস’। সিনেমাটির শো প্রেক্ষাগৃহ থেকে উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রদর্শক সমিতি। ১৪ দিন চলা সিনেমাটি বিশ্বব্যাপী আয় করে মাত্র ৪ কোটি ২৫ লাখ রুপি রুপি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ৭০ কোটি রুপি ব্যয়ে ‘তেজস’ তৈরি হয়েছে। ‘তেজস’-এর ওটিটি স্বত্ব, স্যাটেলাইট এবং মিউজিক স্বত্ব বিক্রি করে সব মিলিয়ে প্রযোজকের ঘরে ঢুকেছে ১৭ কোটি রুপি। সংবাদমাধ্যমটির মতে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানকে অন্তত ৫০ কোটি রুপি লোকসান গুনতে হয়েছে।
এদিকে অভিনেত্রীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘ইমার্জেন্সি’তে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা রনৌত। সিনেমাটিতে তিনি শুধু অভিনয়ই করেননি, সামলেছেন পরিচালনা ও প্রযোজনার দায়িত্বও। যদিও নেটিজেনদের একাংশের ধারণা, ‘প্রোপাগান্ডা’ ভিত্তিক সিনেমা হতে চলেছে ইমার্জেন্সি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদ্ম শিবিরকে খুশি করতেই এটি বানাচ্ছেন কঙ্গনা।
এ বছর অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে লিসা গাজী পরিচালিত ‘বাড়ির নাম শাহানা’। গতকাল বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের তত্ত্বাবধানে গঠিত অস্কার বাংলাদেশ কমিটি এক সংবাদ সম্মেলনে বাড়ির নাম শাহানা চলচ্চিত্রকে অস্কারে পাঠানোর ঘোষণা দেয়।
৮ ঘণ্টা আগেআট বছর আগে জোড়া সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল রুনা খানের। ২০১৭ সালের ১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল তৌকীর আহমেদের ‘হালদা’ ও সাজেদুল আউয়ালের ‘ছিটকিনি’। তবে রুনা খান এর আগে অভিনয় করেন আরও দুটি সিনেমায়।
১৬ ঘণ্টা আগেনাট্যনির্মাতা নাসির উদ্দিন আহমেদ মাসুদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন তাছলিমা খাতুন আয়েশা নামের এক অভিনয়শিল্পী। তাঁর দাবি, অভিনয়ের প্রলোভন দেখিয়ে রিসোর্টে নিয়ে গিয়ে নাসির উদ্দিন আহমেদ মাসুদ, তাঁর সহযোগী বাবর ও অজ্ঞাতনামা একজন ধর্ষণ ও মারধর করেন। তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন নির্মাত
১৬ ঘণ্টা আগেব্যক্তিগত প্লেলিস্ট থেকে সোশ্যাল মিডিয়ার রিলস—সবখানে সবার পছন্দের গান ‘আপাতে’। দক্ষিণ কোরিয়ার নারী ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের অন্যতম সদস্য রোজের সঙ্গে এই গানে কণ্ঠ দিয়েছেন ব্রুনো মার্স। এই জুটির আপাতে প্রকাশিত হয় গত বছরের ১৮ অক্টোবর। তখন থেকে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে রাজত্ব করছে গ
১৬ ঘণ্টা আগে