সেতু আছে রাস্তা নেই
যাতায়াতের রাস্তা নেই, অথচ বিলের মাঝখানে নির্মাণ করে রাখা হয়েছে সেতু। আবার খালের ওপর সেতু আছে, নেই প্রয়োজনীয় সংযোগ সড়ক। অপ্রয়োজনীয় এমন সেতুর দেখা মিলবে পাবনার বিভিন্ন উপজেলার গ্রামীণ জনপথে। অপরিকল্পিত এসব সেতু দিয়ে চলতে পারে না কোনো যানবাহন।