প্রতিনিধি, রাজবাড়ী সদর (রাজবাড়ী)
তীব্র স্রোতের কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ফেরিঘাটে যানবাহনের চাপ বেড়েছে। ফলে গত কয়েক দিন ধরেই ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ জট সৃষ্টি হয়েছে। যাত্রীবাহী পরিবহন গুলোকে ভোগান্তিতে না পরলেও পণ্যবাহি ট্রাক গুলোকে তিন থেকে চার দিন অপেক্ষায় থাকতে হচ্ছে ফেরি পার হওয়ার জন্য।
আজ বৃহস্পতিবার দুপুরে দেখা যায়, দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ৩ কিলোমিটার জুড়ে যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাকের সারি রয়েছে। এ ছাড়া ঘাট থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আহলাদিপুর বাজার পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার এলাকায় পণ্যবাহী ট্রাক সিরিয়ালে রয়েছে।
খুলনা থেকে আসা আলমাস হোসেন জানায়, গেল তিন দিন ধরে আটকে আছি। তিন দিন আগে যেখানে ছিলাম সেখানেই আছি। একটুও এগোতে পারি নাই। আমার ট্রাকের সামনে আরও চার শত ট্রাক আছে। আগামী আরও তিন দিনে পার হতে পারব কি না জানি না।
চুয়াডাঙ্গা থেকে আসা ইব্রাহিম জানায়, এখানে খাওয়ার কষ্ট, ঘুমানোর কষ্ট, গোসল খানা, টয়লেট নেই। খুবই কষ্টের মধ্যে আছি আমরা।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক শিহাব উদ্দিন জানায়, বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ। যে কারণে ওই রুটের যানবাহন এই রুট ব্যবহার করছে। এ ছাড়া পদ্মা নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। স্বাভাবিক সময় থেকে দ্বিগুণ সময় বেশি লাগছে। যার ফলে ঘাটে যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে এই নৌরুটে ছোট-বড় ১৮টি ফেরি চলাচল করছে।
শিহাব উদ্দিন আরও জানান, দুর্ভোগ কমাতে যাত্রীবাহী যানবাহন ও কাঁচামালের ট্রাকগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।
তীব্র স্রোতের কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ফেরিঘাটে যানবাহনের চাপ বেড়েছে। ফলে গত কয়েক দিন ধরেই ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ জট সৃষ্টি হয়েছে। যাত্রীবাহী পরিবহন গুলোকে ভোগান্তিতে না পরলেও পণ্যবাহি ট্রাক গুলোকে তিন থেকে চার দিন অপেক্ষায় থাকতে হচ্ছে ফেরি পার হওয়ার জন্য।
আজ বৃহস্পতিবার দুপুরে দেখা যায়, দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ৩ কিলোমিটার জুড়ে যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাকের সারি রয়েছে। এ ছাড়া ঘাট থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আহলাদিপুর বাজার পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার এলাকায় পণ্যবাহী ট্রাক সিরিয়ালে রয়েছে।
খুলনা থেকে আসা আলমাস হোসেন জানায়, গেল তিন দিন ধরে আটকে আছি। তিন দিন আগে যেখানে ছিলাম সেখানেই আছি। একটুও এগোতে পারি নাই। আমার ট্রাকের সামনে আরও চার শত ট্রাক আছে। আগামী আরও তিন দিনে পার হতে পারব কি না জানি না।
চুয়াডাঙ্গা থেকে আসা ইব্রাহিম জানায়, এখানে খাওয়ার কষ্ট, ঘুমানোর কষ্ট, গোসল খানা, টয়লেট নেই। খুবই কষ্টের মধ্যে আছি আমরা।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক শিহাব উদ্দিন জানায়, বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ। যে কারণে ওই রুটের যানবাহন এই রুট ব্যবহার করছে। এ ছাড়া পদ্মা নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। স্বাভাবিক সময় থেকে দ্বিগুণ সময় বেশি লাগছে। যার ফলে ঘাটে যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে এই নৌরুটে ছোট-বড় ১৮টি ফেরি চলাচল করছে।
শিহাব উদ্দিন আরও জানান, দুর্ভোগ কমাতে যাত্রীবাহী যানবাহন ও কাঁচামালের ট্রাকগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
২ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে