কার্যাদেশের পরও শুরু হয়নি কাজ
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে কার্যাদেশ দেওয়ার তিন মাসেও শুরু হয়নি উপজেলার সাধুহাটি-তৈলটুপি সড়কের দোয়েল চত্বর মোড় থেকে বাঁকচুয়া পর্যন্ত প্রায় সাড়ে ১২ কিলোমিটারের কাজ। ইতিমধ্যে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভোগান্তিতে রয়েছেন পথচারী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।