Ajker Patrika

নানা আয়োজনে কুষ্টিয়া মুক্ত দিবস উদ্‌যাপন

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৬: ১৯
নানা আয়োজনে কুষ্টিয়া মুক্ত দিবস উদ্‌যাপন

শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শনসহ নানা আয়োজনে কুষ্টিয়া মুক্ত দিবস উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা প্রদর্শন ও বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মোহা. সাইদুল ইসলাম ও পুলিশ সুপার মো. খাইরুল আলম।

পরে মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ফুল দেয়। এরপর জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া হয়। এসব কর্মসূচি শেষে সেখান থেকে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টর চত্বরে এসে শেষ হয়। পরে কালেক্টর চত্বরে আলোচনা সভা হয়। জেলা প্রশাসক মোহা. সাইদুল ইসলামের সভাপতিত্বে সভায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন।

১৯৭১ সালের এই দিনে (১১ ডিসেম্বর) মুক্তিযুদ্ধের সূতিকাগার কুষ্টিয়া জেলা শত্রুমুক্ত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত