ক্রেতা নেই শীতের কাপড়ের
‘সন্ধ্যা হলিই কুয়াশা পড়তি থাকি, মাঠে ধানের পাতো লাগাই আতি আতি ঠান্ডায় গা চিনচিন করে। শহরে যাই সদাই কিনতি। দেহি শহরেও ঠান্ডা। তাই পুরান সোয়েটার বের করে পরতেছি। যদিও ছিঁড়ে গেছে তবু গরিব মানুষ এতেই ভরসা করে এই শীত কাটাতি হবি। তবু পুরাতন বিদেশি কাপড় কিনব না। করোনা তো যাইনেই। তাই বাড়ির কাপড়েই চালাই দেব।’