তাজিরের ভ্রাম্যমাণ হালখাতা
ভ্রাম্যমাণ হালখাতা করছেন ভ্রাম্যমাণ বিক্রেতা তাজির উদ্দিন। বাড়িতে বাড়িতে গিয়ে ক্রেতাদের দিচ্ছেন মিষ্টি, নিচ্ছেন পাওনা টাকা। গত শনিবার বিকেলে ভ্রাম্যমাণ দোকানের হালখাতার এ দৃশ্য দেখা যায় ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার বড়বামনদহ গ্রামে। তাজির ওই গ্রামের রেলগেট পাড়ার মৃত জয়নাল আবেদিনের ছেলে।