Ajker Patrika

সরকারি খাল খননের সুপারিশ

ঝিকরগাছা প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৪: ৩৯
সরকারি খাল খননের সুপারিশ

যশোরের ঝিকরগাছার পুরন্দরপুরের ‘দুঃখ’ কৈখালী বিলের জলাবদ্ধতা নিরসনে সেখানে সরকারিভাবে খাল খননের সুপারিশ করেছে তদন্ত কমিটি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী নাজিব হাসানের দপ্তরে গদখালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আয়ুব আলী এই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন।

গতকাল রোববার কাজী নাজিব হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

সমস্যার সমাধানের জন্য পানি উন্নয়ন বোর্ডকে (পাউবে) চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক।

বছর দশেক আগেও রবিশস্য ফলত কৈখালী মাঠে। কিন্তু পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় এক দশক ধরে ২০০ বিঘা জমি জলমগ্ন অবস্থায় পড়ে আছে। কোনো ফসল ফলছে না এখানে। দীর্ঘদিন জলাবদ্ধ থাকায় ফসলের মাঠটি এখন বিল হিসেবে পরিচিত এলাকাবাসীর কাছে। এখানের দুই শতাধিক কৃষক এই জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এ নিয়ে গত ২৫ নভেম্বর দৈনিক আজকের পত্রিকায় ‘সোনা ফলা মাঠ এখন জলাভূমি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে সমস্যার প্রতিকার চেয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাবুবুল হক বরাবর আবেদন করেন।

বিষয়টি নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী নাজিব হাসান সরেজমিন তদন্ত করে প্রতিবেদনের জন্য ইউনিয়ন ভূমি কর্মকর্তা আয়ুব আলীকে দায়িত্ব দেন।

ওই তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, কৈখালী বিলটি সরকারি নয়, ব্যক্তিমালিকানাধীন। এসব নিচু জমির পানি পুরন্দরপুর মৌজার পশ্চিম পাশে সরকারি রাস্তাসংলগ্ন খাল দিয়ে কপোতাক্ষ নদে প্রবাহিত হতো। ফলে সে সময় বর্ষা মৌসুমে যথাসময়ে কৈখালী বিলের পানি নদে যাওয়ায় এখানে রবিশস্য ফলানো সম্ভব হতো। কিন্তু খালের মধ্যবর্তী নিচু জমিতে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নওশের আলীর ছেলে পুকুর খনন করায় খালের পানি যাতায়াতের পথ বন্ধ হয়ে যায়। ফলে জলাবদ্ধতায় ফসল ফলাতে পারেন না কৃষকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত