Ajker Patrika

আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে প্রচারে বাধার অভিযোগ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৫: ১৭
আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে প্রচারে বাধার অভিযোগ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। গত শনিবার বিষয়টি নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ জানানোর পাশাপাশি শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করেছেন স্বতন্ত্র প্রার্থী।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঈশ্বরীপুর ইউপির নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট শোকর আলীর বিরুদ্ধে এমন অভিযোগ দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাদেকুর রহমান সাদেম।

অভিযোগপত্রে স্বতন্ত্র প্রার্থী সাদেম উল্লেখ করেন, ‘শোকর আলী তাঁর ভাই গোলাম মোস্তফা ওরফে বাংলার নেতৃত্বে আমার নির্বাচনী প্রচারে বিঘ্ন ঘটাচ্ছেন। গত শুক্রবার শ্রীফলকাঠি এলাকায় আমি একটি নির্বাচনী সভার আয়োজন করি। শোকর আলীর ভাই ও তাঁর সমর্থকেরা সেখানে গিয়ে সভা ভন্ডুল করে দেন। গোলাম মোস্তফার নেতৃত্বে জাহিদ, রায়হান, রুবেল, কাদের, জাহাঙ্গীর, ছুরমান ও বেলালসহ ১৩-১৪ জন প্রতিনিয়ত দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছেন।’

অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ দলীয় প্রার্থী অ্যাডভোকেট শোকর আলী বলেন, ‘আমার লোকজন কাউকে কোনো হুমকি দিচ্ছেন না। আমার ভাবমূর্তি নষ্ট করতে মিথ্যা প্রচার চালানো হচ্ছে।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, ‘গত শনিবার এমন একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত