Ajker Patrika

চার অনুষ্ঠানের প্রস্তুতি সভা একসঙ্গে

মনিরামপুর প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৪: ২৭
চার অনুষ্ঠানের  প্রস্তুতি সভা  একসঙ্গে

যশোরের মনিরামপুরে এক দিনে চারটি অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতি সভা করেছে প্রশাসন। গতকাল রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম।

জানা গেছে, ৫০ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা, বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস ও বিজ্ঞান মেলা উদ্‌যাপন উপলক্ষে যশোরের মনিরামপুরে মাধ্যমিক স্তরের স্কুল ও মাদ্রাসা প্রধানদের সঙ্গে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা হয়।

সভায় পৌরসভার মেয়র কাজী মাহমুদুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি ও উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাসুদ হোসেন, মাধ্যমিক স্তরের স্কুল ও মাদ্রাসা প্রধানরা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আলোচকেরা বলেন, করোনার কারণে গেল বছর শিক্ষার্থীদের নিয়ে বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালন করা সম্ভব হয়নি। এবার আনুষ্ঠানিকভাবে সব শিক্ষাপ্রতিষ্ঠানে দিবস দুটি পালন করতে হবে। এ ছাড়া বিজয় দিবসে

প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে ১০ ইঞ্চি ও ৬ ইঞ্চি মাপের জাতীয় পতাকা হাতে সব শিক্ষার্থীকে উপস্থিত থাকতে হবে।

সভায় অনুষ্ঠান আয়োজনের নানা দিক নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত