মনের জোরে খেলবে মোহামেডান
আবাহনী-মোহামেডান দ্বৈরথের উত্তাপ হারিয়েছে অনেক আগেই। তবু কালেভদ্রে ঝাঁজ পাওয়া যায় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে। এবারের লিগে দুই দলের পারফরম্যান্স, লিগের পয়েন্ট টেবিলে অবস্থান ইঙ্গিত দিচ্ছিল অতীতের মতো হয়তো জমবে আবাহনী-মোহামেডানের ম্যাচটা। সেই উত্তেজনা ছাপিয়ে আলোচনার কেন্দ্রে এখন মাঠ আর করোনা!