নিজস্ব প্রতিবেদক
ঢাকা: মেয়েদের লিগের প্রথম দুই আসরে দল ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী দুই ক্লাব আবাহনী ও মোহামেডানের। ২০২০ সালে তৃতীয় আসরে এসে মেয়েদের দল করার ব্যাপারে নিজেদের সরিয়ে রেখেছিল দেশের ফুটবলের ঐতিহ্যবাহী দুই ক্লাব। এবারের লিগেও নেই দুই ক্লাবের নারী দল। তবে আগামী মৌসুমের আগে এএফসির নির্দেশনা, পেশাদার লিগে খেলতে হলে পুরুষদের পাশাপাশি প্রত্যেকটি দলে থাকতে হবে নারী দল। থাকতে হবে ক্লাবের লাইসেন্স।
পুরুষদের পাশাপাশি নারী ফুটবল জনপ্রিয় করতে ২০২৩ সালের মধ্যে সব পেশাদার ক্লাবকে নারী দল গড়ার নির্দেশ দিয়েছে এএফসি। একই সঙ্গে এএফসির শর্তপূরণ করে লাইসেন্সও নিতে হবে দলগুলোকে। বর্তমান লিগে খেলা ১৩ ক্লাবের মধ্যে শুধু চার দলেরই আছে এএফসি লাইসেন্স। প্রশ্ন হচ্ছে, এত দিনে যা হয়নি, মাত্র দেড় বছরে কি লাইসেন্সের শর্তপূরণ করতে পারবে দলগুলো?
‘আইনের মধ্যে পড়লে লাইসেন্স করতে বাধ্য হবে ক্লাবগুলো’—সংবাদমাধ্যমকে আজ এটাই বলছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক। তিনি আরও বলেছেন, ‘এটা খুব কঠিন কিছু নয়। লাইসেন্স করা থাকলে ক্লাবগুলো একটা শৃঙ্খলার মধ্যে চলে আসবে। লাইসেন্স করা থাকলে ক্লাবগুলোর সুবিধা ফেডারেশনের জন্যও। আর ফিফা-এএফসির সব শর্ত যদি পূরণ করা হয়, আমরাও ভবিষ্যতে অনেক সুবিধা পাব।’
আট দল নিয়ে চলছে এবারের মেয়েদের লিগ। এই আট দলের মধ্যে নারী-পুরুষ দল আছে শুধু বসুন্ধরা কিংসের। আবাহনী-মোহামেডান কিংবা প্রথম চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব দুই আসর অংশ নিয়ে গুটিয়ে নিয়েছে নারী লিগ থেকে। করপোরেট পেশাদারি দেখানো সাইফ স্পোর্টিংকেও আগ্রহী হতে দেখা যায়নি মেয়েদের ফুটবল নিয়ে। হাতে গোনা কটি দল ছাড়া বেশির ভাগ ক্লাবই হাবুডুবু খাচ্ছে আর্থিক সংকটে। নড়বড়ে কাঠামো নিয়ে এসব ক্লাব কীভাবে গড়বে নারী দল?
আতাউর রহমান বলছেন, ‘ভালোবাসা! অর্থের অভাবের মাঝেও বেশির ভাগ ক্লাব চলে ভালোবাসার টানে। যদি ফেডারেশন এ ক্ষেত্রে নারী দল গড়া ক্লাবগুলোকে আর্থিক সহযোগিতা করে কিংবা ম্যাচ মানি হিসেবে বেশি টাকা দেয়, হয়তো ক্লাবগুলোর কিছুটা উপকার হবে।’
ঢাকা: মেয়েদের লিগের প্রথম দুই আসরে দল ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী দুই ক্লাব আবাহনী ও মোহামেডানের। ২০২০ সালে তৃতীয় আসরে এসে মেয়েদের দল করার ব্যাপারে নিজেদের সরিয়ে রেখেছিল দেশের ফুটবলের ঐতিহ্যবাহী দুই ক্লাব। এবারের লিগেও নেই দুই ক্লাবের নারী দল। তবে আগামী মৌসুমের আগে এএফসির নির্দেশনা, পেশাদার লিগে খেলতে হলে পুরুষদের পাশাপাশি প্রত্যেকটি দলে থাকতে হবে নারী দল। থাকতে হবে ক্লাবের লাইসেন্স।
পুরুষদের পাশাপাশি নারী ফুটবল জনপ্রিয় করতে ২০২৩ সালের মধ্যে সব পেশাদার ক্লাবকে নারী দল গড়ার নির্দেশ দিয়েছে এএফসি। একই সঙ্গে এএফসির শর্তপূরণ করে লাইসেন্সও নিতে হবে দলগুলোকে। বর্তমান লিগে খেলা ১৩ ক্লাবের মধ্যে শুধু চার দলেরই আছে এএফসি লাইসেন্স। প্রশ্ন হচ্ছে, এত দিনে যা হয়নি, মাত্র দেড় বছরে কি লাইসেন্সের শর্তপূরণ করতে পারবে দলগুলো?
‘আইনের মধ্যে পড়লে লাইসেন্স করতে বাধ্য হবে ক্লাবগুলো’—সংবাদমাধ্যমকে আজ এটাই বলছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক। তিনি আরও বলেছেন, ‘এটা খুব কঠিন কিছু নয়। লাইসেন্স করা থাকলে ক্লাবগুলো একটা শৃঙ্খলার মধ্যে চলে আসবে। লাইসেন্স করা থাকলে ক্লাবগুলোর সুবিধা ফেডারেশনের জন্যও। আর ফিফা-এএফসির সব শর্ত যদি পূরণ করা হয়, আমরাও ভবিষ্যতে অনেক সুবিধা পাব।’
আট দল নিয়ে চলছে এবারের মেয়েদের লিগ। এই আট দলের মধ্যে নারী-পুরুষ দল আছে শুধু বসুন্ধরা কিংসের। আবাহনী-মোহামেডান কিংবা প্রথম চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব দুই আসর অংশ নিয়ে গুটিয়ে নিয়েছে নারী লিগ থেকে। করপোরেট পেশাদারি দেখানো সাইফ স্পোর্টিংকেও আগ্রহী হতে দেখা যায়নি মেয়েদের ফুটবল নিয়ে। হাতে গোনা কটি দল ছাড়া বেশির ভাগ ক্লাবই হাবুডুবু খাচ্ছে আর্থিক সংকটে। নড়বড়ে কাঠামো নিয়ে এসব ক্লাব কীভাবে গড়বে নারী দল?
আতাউর রহমান বলছেন, ‘ভালোবাসা! অর্থের অভাবের মাঝেও বেশির ভাগ ক্লাব চলে ভালোবাসার টানে। যদি ফেডারেশন এ ক্ষেত্রে নারী দল গড়া ক্লাবগুলোকে আর্থিক সহযোগিতা করে কিংবা ম্যাচ মানি হিসেবে বেশি টাকা দেয়, হয়তো ক্লাবগুলোর কিছুটা উপকার হবে।’
নেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৪ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৪ ঘণ্টা আগেভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ ফুটবল ক্লাবে (আরটিসি) খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার। একই ক্লাবের হয়ে খেলতে আজ তাঁর সঙ্গে ভুটানে গিয়েছেন স্বপ্না রানী। এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে ‘ডি’ গ্রুপে খেলবে আরটিসি। মূলত এই টুর্নামেন্টের জন্য আফঈদা-স্বপ্নাকে নিয়েছে।
৪ ঘণ্টা আগেলিওনেল মেসি তাঁর ক্যারিয়ারে কত শিরোপা জিতেছেন, সেটা তিনি যে নিজেও গুণে শেষ করতে পারবেন না। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আর্জেন্টিনা—যে দলের হয়েই খেলেছেন, জিতেছেন শিরোপা। পরম আরাধ্য বিশ্বকাপ জিতেছেন ২০২২ সালে। একের পর এক রেকর্ড গড়েছেন বলে ‘রেকর্ডের বরপুত্র’ উপাধিও পেয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে