নিজস্ব প্রতিবেদক
ঢাকা: মেয়েদের লিগের প্রথম দুই আসরে দল ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী দুই ক্লাব আবাহনী ও মোহামেডানের। ২০২০ সালে তৃতীয় আসরে এসে মেয়েদের দল করার ব্যাপারে নিজেদের সরিয়ে রেখেছিল দেশের ফুটবলের ঐতিহ্যবাহী দুই ক্লাব। এবারের লিগেও নেই দুই ক্লাবের নারী দল। তবে আগামী মৌসুমের আগে এএফসির নির্দেশনা, পেশাদার লিগে খেলতে হলে পুরুষদের পাশাপাশি প্রত্যেকটি দলে থাকতে হবে নারী দল। থাকতে হবে ক্লাবের লাইসেন্স।
পুরুষদের পাশাপাশি নারী ফুটবল জনপ্রিয় করতে ২০২৩ সালের মধ্যে সব পেশাদার ক্লাবকে নারী দল গড়ার নির্দেশ দিয়েছে এএফসি। একই সঙ্গে এএফসির শর্তপূরণ করে লাইসেন্সও নিতে হবে দলগুলোকে। বর্তমান লিগে খেলা ১৩ ক্লাবের মধ্যে শুধু চার দলেরই আছে এএফসি লাইসেন্স। প্রশ্ন হচ্ছে, এত দিনে যা হয়নি, মাত্র দেড় বছরে কি লাইসেন্সের শর্তপূরণ করতে পারবে দলগুলো?
‘আইনের মধ্যে পড়লে লাইসেন্স করতে বাধ্য হবে ক্লাবগুলো’—সংবাদমাধ্যমকে আজ এটাই বলছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক। তিনি আরও বলেছেন, ‘এটা খুব কঠিন কিছু নয়। লাইসেন্স করা থাকলে ক্লাবগুলো একটা শৃঙ্খলার মধ্যে চলে আসবে। লাইসেন্স করা থাকলে ক্লাবগুলোর সুবিধা ফেডারেশনের জন্যও। আর ফিফা-এএফসির সব শর্ত যদি পূরণ করা হয়, আমরাও ভবিষ্যতে অনেক সুবিধা পাব।’
আট দল নিয়ে চলছে এবারের মেয়েদের লিগ। এই আট দলের মধ্যে নারী-পুরুষ দল আছে শুধু বসুন্ধরা কিংসের। আবাহনী-মোহামেডান কিংবা প্রথম চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব দুই আসর অংশ নিয়ে গুটিয়ে নিয়েছে নারী লিগ থেকে। করপোরেট পেশাদারি দেখানো সাইফ স্পোর্টিংকেও আগ্রহী হতে দেখা যায়নি মেয়েদের ফুটবল নিয়ে। হাতে গোনা কটি দল ছাড়া বেশির ভাগ ক্লাবই হাবুডুবু খাচ্ছে আর্থিক সংকটে। নড়বড়ে কাঠামো নিয়ে এসব ক্লাব কীভাবে গড়বে নারী দল?
আতাউর রহমান বলছেন, ‘ভালোবাসা! অর্থের অভাবের মাঝেও বেশির ভাগ ক্লাব চলে ভালোবাসার টানে। যদি ফেডারেশন এ ক্ষেত্রে নারী দল গড়া ক্লাবগুলোকে আর্থিক সহযোগিতা করে কিংবা ম্যাচ মানি হিসেবে বেশি টাকা দেয়, হয়তো ক্লাবগুলোর কিছুটা উপকার হবে।’
ঢাকা: মেয়েদের লিগের প্রথম দুই আসরে দল ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী দুই ক্লাব আবাহনী ও মোহামেডানের। ২০২০ সালে তৃতীয় আসরে এসে মেয়েদের দল করার ব্যাপারে নিজেদের সরিয়ে রেখেছিল দেশের ফুটবলের ঐতিহ্যবাহী দুই ক্লাব। এবারের লিগেও নেই দুই ক্লাবের নারী দল। তবে আগামী মৌসুমের আগে এএফসির নির্দেশনা, পেশাদার লিগে খেলতে হলে পুরুষদের পাশাপাশি প্রত্যেকটি দলে থাকতে হবে নারী দল। থাকতে হবে ক্লাবের লাইসেন্স।
পুরুষদের পাশাপাশি নারী ফুটবল জনপ্রিয় করতে ২০২৩ সালের মধ্যে সব পেশাদার ক্লাবকে নারী দল গড়ার নির্দেশ দিয়েছে এএফসি। একই সঙ্গে এএফসির শর্তপূরণ করে লাইসেন্সও নিতে হবে দলগুলোকে। বর্তমান লিগে খেলা ১৩ ক্লাবের মধ্যে শুধু চার দলেরই আছে এএফসি লাইসেন্স। প্রশ্ন হচ্ছে, এত দিনে যা হয়নি, মাত্র দেড় বছরে কি লাইসেন্সের শর্তপূরণ করতে পারবে দলগুলো?
‘আইনের মধ্যে পড়লে লাইসেন্স করতে বাধ্য হবে ক্লাবগুলো’—সংবাদমাধ্যমকে আজ এটাই বলছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক। তিনি আরও বলেছেন, ‘এটা খুব কঠিন কিছু নয়। লাইসেন্স করা থাকলে ক্লাবগুলো একটা শৃঙ্খলার মধ্যে চলে আসবে। লাইসেন্স করা থাকলে ক্লাবগুলোর সুবিধা ফেডারেশনের জন্যও। আর ফিফা-এএফসির সব শর্ত যদি পূরণ করা হয়, আমরাও ভবিষ্যতে অনেক সুবিধা পাব।’
আট দল নিয়ে চলছে এবারের মেয়েদের লিগ। এই আট দলের মধ্যে নারী-পুরুষ দল আছে শুধু বসুন্ধরা কিংসের। আবাহনী-মোহামেডান কিংবা প্রথম চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব দুই আসর অংশ নিয়ে গুটিয়ে নিয়েছে নারী লিগ থেকে। করপোরেট পেশাদারি দেখানো সাইফ স্পোর্টিংকেও আগ্রহী হতে দেখা যায়নি মেয়েদের ফুটবল নিয়ে। হাতে গোনা কটি দল ছাড়া বেশির ভাগ ক্লাবই হাবুডুবু খাচ্ছে আর্থিক সংকটে। নড়বড়ে কাঠামো নিয়ে এসব ক্লাব কীভাবে গড়বে নারী দল?
আতাউর রহমান বলছেন, ‘ভালোবাসা! অর্থের অভাবের মাঝেও বেশির ভাগ ক্লাব চলে ভালোবাসার টানে। যদি ফেডারেশন এ ক্ষেত্রে নারী দল গড়া ক্লাবগুলোকে আর্থিক সহযোগিতা করে কিংবা ম্যাচ মানি হিসেবে বেশি টাকা দেয়, হয়তো ক্লাবগুলোর কিছুটা উপকার হবে।’
দুই দিনের ব্যবধানে আবাহনী-বসুন্ধরা কিংস আবারও মুখোমুখি হলো। আবাহনীর সামনে সুযোগ ছিল দারুণ কিছু করে ফেডারেশন কাপের ফাইনালে হারের দুঃখ কিছুটা মোচন করার। সেটি তো সম্ভব হলোই না, উল্টো বসুন্ধরার কাছে ২-০ গোলে হেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপাদৌড়ে কিছুটা পিছিয়েই পড়ল তারা। দুই অর্ধের শুরুতে দুটি গোলই
১০ ঘণ্টা আগেকাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। এর মধ্যেই ভারত সরকার পাকিস্তানের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সংবাদমাধ্যম, ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে তাদের দেশে। রেহায় পায়নি ক্রীড়াঙ্গনের ব্যক্তিরাও। শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল ব্লক করেছে তারা। এবার ভারতীয় সংবাদমাধ্যমের প্রতি
১১ ঘণ্টা আগেসাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগস্টে নির্ধারিত ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। বিসিবি আশাবাদী যে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যথাসময়েই হবে।
১২ ঘণ্টা আগেতিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড ‘এ’ দল এখন বাংলাদেশে। প্রথম দুই ওয়ানডের দলে প্রথমে মোস্তাফিজুর রহমানকে রাখা হলেও আজ তাঁকে সরিয়ে নিয়েছে বিসিবির নির্বাচক প্যানেল। তাঁর বদলি হিসেবে ‘এ’ দলের ওয়ানডে দলে নেওয়া হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জান
১৩ ঘণ্টা আগে