নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খেলা হচ্ছে মাঠে কিন্তু উত্তেজনা গ্যালারিতে! খেলা দেখতে আসা মোহামেডান সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে গেলেন এক আবাহনী সমর্থক। ম্যাচের চরম উত্তেজনার ধাক্কাটা গ্যালারিতে এসে পড়ায় স্নায়ুচাপ সইতে পারেননি এই সমর্থকেরা। এক ঘণ্টার ম্যাচটা মাঠে থাকল প্রায় আড়াই ঘণ্টা ধরে। এদিকে মাঠে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইটা হলো সমানে সমান। কিন্তু শেষটায় আবাহনীর কাছে ৪-২ গোলে হেরে লিগ শিরোপা জয়ের স্বপ্নে বড় এক ধাক্কা খেল মোহামেডান।
প্রিমিয়ার ডিভিশন হকি লিগের গ্রুপ পর্বে প্রথম রাউন্ডের শেষ ম্যাচে মোহামেডানের কাছে ৪-০ গোলে হেরেছিল আবাহনী। আজ সুপার ফাইভে এসে সেই হারের মধুর প্রতিশোধ নিল আকাশি-নীলরা। ফল বলবে বেশ এগিয়ে থেকে ম্যাচটা জিতেছে আবাহনী। তবে বাস্তবতা হলো পুরো ম্যাচে আধিপত্য ধরে রাখলেও একের পর এক পেনাল্টি কর্নার আর পেনাল্টি স্ট্রোক হাতছাড়া করার মাশুল গুণে ম্যাচ হেরে গেছে মোহামেডান।
চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হারে দায় আছে মোহামেডানের দুই আর্জেন্টাইন গঞ্জালো পেইলাত ও হোয়াকিন মেনিনিরও। আগের তিন ম্যাচে দারুণ খেলা দুই আর্জেন্টাইনের ওপর এতটাই নির্ভর হয়ে পড়েছিল সাদা-কালো খেলোয়াড়েরা যে বল পেলেই ঠেলেছেন এই দুই বিদেশির দিকে। ১৪ পেনাল্টি কর্নার বা পিসির অধিকাংশেই ড্র্যাগ করেছেন পেইলাত, নিয়েছেন পেনাল্টি স্ট্রোকও। সব মিলিয়ে ১৫ সুযোগের দুটিকে কাজে লাগাতে পেরেছেন আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক খেলোয়াড় পেইলাত।
আবাহনীর কাছে হেরে ষষ্ঠ লিগ জয়ের স্বপ্নে বড় ধাক্কা খেয়েছে মোহামেডান। ১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট সাদা-কালোদের। এক ম্যাচ বেশি খেলা আবাহনীর পয়েন্টও ৩৩। কাগজে কলমে এখনো লিগ জয়ের সম্ভাবনা বেঁচে আছে দুই দলের। ১২ ম্যাচে ৩৬ পয়েন্ট মেরিনার ইয়াংসের। মেরিনার্স শেষ দুই ম্যাচ খেলবে আবাহনী-মোহামেডানের বিপক্ষে। শেষ দুই ম্যাচে মেরিনার্স হারলেই লিগ জয়ের সম্ভাবনা থাকবে আবাহনী-মোহামেডানের।
মওলানা ভাসানী স্টেডিয়ামে আজ খেলার ৫ মিনিটেই পেনাল্টি কর্নার থেকে খোরশেদের গোলে লিড নেয় আবাহনী। ডাচ হর্ন কেলারম্যানের পুশ থেকে রোমান সরকারের স্টপে খোরশেদের হিটে বল জড়ায় জালে।
পরের চার মিনিটে চারবার পেনাল্টি কর্নার পায় মোহামেডান। ৯ মিনিটে চতুর্থ পেনাল্টি কর্নার থেকেই আসে সমতা। ভারতীয় সুনীল সোমারপেতের পুশ থেকে সারোয়ার হোসেনের স্টিক ঘুরে বলে হিট নেন আর্জেন্টাইন গঞ্জালো পেইলাত। আগের তিন পেনাল্টি কর্নারে হিট নিয়েছিলেন পেইলাতই। কিন্তু চতুর্থবারের মতো এই আর্জেন্টাইনের শট ঠেকাতে পারেননি আবাহনী গোলরক্ষক নিপ্পন।
প্রথমার্ধে আবারও লিড পায় আবাহনী। একক নৈপুণ্যে মোহামেডানের রক্ষণে ঢুকে যান ডাচ হর্ন কেলারম্যান। তার বাড়ানো বলে স্টিকের সঙ্গে সংযোগ ঘটিয়ে ২৮ মিনিটে আকাশি-নীলদের এগিয়ে দেন আরশাদ হোসেন। ৩৩ পেনাল্টি কর্নার থেকে ম্যাচের নিজের দ্বিতীয় গোলে আবাহনীকে তৃতীয়বারের মতো এগিয়ে নেন খোরশেদুর রহমান।
৩৯ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল মোহামেডান। আর্জেন্টাইন পেইলাতের পেনাল্টি স্ট্রোক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন আবাহনী গোলরক্ষক নিপ্পন। পেনাল্টি মিস সুযোগ হাতছাড়া করা পেইলাতই শেষ পর্যন্ত ৪৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান কমান।
ম্যাচের দুই মিনিট মোহামেডানের সমতা ফেরানোর স্বপ্নে জল ঢেলে দেন কেলারম্যান। ৫৮ মিনিটে মাঝ মাঠ থেকে দৌড়ে রিভার্স হিটে গোল করে আবাহনীর জয় নিশ্চিত করেন ডাচ খেলোয়াড়।
খেলা হচ্ছে মাঠে কিন্তু উত্তেজনা গ্যালারিতে! খেলা দেখতে আসা মোহামেডান সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে গেলেন এক আবাহনী সমর্থক। ম্যাচের চরম উত্তেজনার ধাক্কাটা গ্যালারিতে এসে পড়ায় স্নায়ুচাপ সইতে পারেননি এই সমর্থকেরা। এক ঘণ্টার ম্যাচটা মাঠে থাকল প্রায় আড়াই ঘণ্টা ধরে। এদিকে মাঠে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইটা হলো সমানে সমান। কিন্তু শেষটায় আবাহনীর কাছে ৪-২ গোলে হেরে লিগ শিরোপা জয়ের স্বপ্নে বড় এক ধাক্কা খেল মোহামেডান।
প্রিমিয়ার ডিভিশন হকি লিগের গ্রুপ পর্বে প্রথম রাউন্ডের শেষ ম্যাচে মোহামেডানের কাছে ৪-০ গোলে হেরেছিল আবাহনী। আজ সুপার ফাইভে এসে সেই হারের মধুর প্রতিশোধ নিল আকাশি-নীলরা। ফল বলবে বেশ এগিয়ে থেকে ম্যাচটা জিতেছে আবাহনী। তবে বাস্তবতা হলো পুরো ম্যাচে আধিপত্য ধরে রাখলেও একের পর এক পেনাল্টি কর্নার আর পেনাল্টি স্ট্রোক হাতছাড়া করার মাশুল গুণে ম্যাচ হেরে গেছে মোহামেডান।
চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হারে দায় আছে মোহামেডানের দুই আর্জেন্টাইন গঞ্জালো পেইলাত ও হোয়াকিন মেনিনিরও। আগের তিন ম্যাচে দারুণ খেলা দুই আর্জেন্টাইনের ওপর এতটাই নির্ভর হয়ে পড়েছিল সাদা-কালো খেলোয়াড়েরা যে বল পেলেই ঠেলেছেন এই দুই বিদেশির দিকে। ১৪ পেনাল্টি কর্নার বা পিসির অধিকাংশেই ড্র্যাগ করেছেন পেইলাত, নিয়েছেন পেনাল্টি স্ট্রোকও। সব মিলিয়ে ১৫ সুযোগের দুটিকে কাজে লাগাতে পেরেছেন আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক খেলোয়াড় পেইলাত।
আবাহনীর কাছে হেরে ষষ্ঠ লিগ জয়ের স্বপ্নে বড় ধাক্কা খেয়েছে মোহামেডান। ১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট সাদা-কালোদের। এক ম্যাচ বেশি খেলা আবাহনীর পয়েন্টও ৩৩। কাগজে কলমে এখনো লিগ জয়ের সম্ভাবনা বেঁচে আছে দুই দলের। ১২ ম্যাচে ৩৬ পয়েন্ট মেরিনার ইয়াংসের। মেরিনার্স শেষ দুই ম্যাচ খেলবে আবাহনী-মোহামেডানের বিপক্ষে। শেষ দুই ম্যাচে মেরিনার্স হারলেই লিগ জয়ের সম্ভাবনা থাকবে আবাহনী-মোহামেডানের।
মওলানা ভাসানী স্টেডিয়ামে আজ খেলার ৫ মিনিটেই পেনাল্টি কর্নার থেকে খোরশেদের গোলে লিড নেয় আবাহনী। ডাচ হর্ন কেলারম্যানের পুশ থেকে রোমান সরকারের স্টপে খোরশেদের হিটে বল জড়ায় জালে।
পরের চার মিনিটে চারবার পেনাল্টি কর্নার পায় মোহামেডান। ৯ মিনিটে চতুর্থ পেনাল্টি কর্নার থেকেই আসে সমতা। ভারতীয় সুনীল সোমারপেতের পুশ থেকে সারোয়ার হোসেনের স্টিক ঘুরে বলে হিট নেন আর্জেন্টাইন গঞ্জালো পেইলাত। আগের তিন পেনাল্টি কর্নারে হিট নিয়েছিলেন পেইলাতই। কিন্তু চতুর্থবারের মতো এই আর্জেন্টাইনের শট ঠেকাতে পারেননি আবাহনী গোলরক্ষক নিপ্পন।
প্রথমার্ধে আবারও লিড পায় আবাহনী। একক নৈপুণ্যে মোহামেডানের রক্ষণে ঢুকে যান ডাচ হর্ন কেলারম্যান। তার বাড়ানো বলে স্টিকের সঙ্গে সংযোগ ঘটিয়ে ২৮ মিনিটে আকাশি-নীলদের এগিয়ে দেন আরশাদ হোসেন। ৩৩ পেনাল্টি কর্নার থেকে ম্যাচের নিজের দ্বিতীয় গোলে আবাহনীকে তৃতীয়বারের মতো এগিয়ে নেন খোরশেদুর রহমান।
৩৯ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল মোহামেডান। আর্জেন্টাইন পেইলাতের পেনাল্টি স্ট্রোক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন আবাহনী গোলরক্ষক নিপ্পন। পেনাল্টি মিস সুযোগ হাতছাড়া করা পেইলাতই শেষ পর্যন্ত ৪৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান কমান।
ম্যাচের দুই মিনিট মোহামেডানের সমতা ফেরানোর স্বপ্নে জল ঢেলে দেন কেলারম্যান। ৫৮ মিনিটে মাঝ মাঠ থেকে দৌড়ে রিভার্স হিটে গোল করে আবাহনীর জয় নিশ্চিত করেন ডাচ খেলোয়াড়।
মার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়ার অভিযোগের তির সবচেয়ে বেশি ছিল মেহেদী হাসান শ্রাবণের দিকে। সেই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তিনি। তবু প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এই গোলরক্ষক।
১১ মিনিট আগেসময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে উঠছেন লামিনে ইয়ামাল। বড় মঞ্চে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা যেন ভালো করেই জানেন তিনি। ইন্টার মিলানের বিপক্ষে গত রাতে চোখ ধাঁধানো এক গোল করেছেন। সেটাও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে।
২৭ মিনিট আগেলাল বলের ক্রিকেটে গত বছর ব্যাটে-বলে ঔজ্জ্বল্য ছড়িয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ৫৫.৫৮ স্ট্রাইকরেটে ১৭ ইনিংসে করেছিলেন ৬০৮ রান, যা দেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। তবে ওই বছর তিনি রানের তিন অঙ্ক ছুঁতে পারেননি। তবে ফিফটি ছিল ৪টি। ২০২৫ সালে টেস্ট অভিযান শুরুর সিলেট টেস্টে দল হারলেও দুই ইনিংসে
১ ঘণ্টা আগে৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
১২ ঘণ্টা আগে