Ajker Patrika

মনের জোরে খেলবে মোহামেডান

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৪ জুন ২০২১, ১৫: ০৬
মনের জোরে খেলবে মোহামেডান

ঢাকা: আবাহনী-মোহামেডান দ্বৈরথের উত্তাপ হারিয়েছে অনেক আগেই। তবু কালে–ভদ্রে ঝাঁজ পাওয়া যায় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে। এবারের লিগে দুই দলের পারফরম্যান্স, লিগের পয়েন্ট টেবিলে অবস্থান ইঙ্গিত দিচ্ছিল, অতীতের মতো হয়তো জমবে আবাহনী-মোহামেডানের ম্যাচটা। সেই উত্তেজনা ছাপিয়ে আলোচনার কেন্দ্রে এখন মাঠ আর মহামারি করোনা!

নির্ধারিত তারিখেই শুরু হবে লিগ, নাকি পেছাবে? আবাহনী-মোহামেডান ম্যাচের ভবিষ্যৎ কী? লিগ শুরু হলে খেলার মাঠই–বা কোথায়? এমন একাধিক প্রশ্নের উত্তর খুঁজতে ক্লাবগুলোর সঙ্গে অনলাইনে জরুরি সভায় বসেছিল পেশাদার লিগ কমিটি। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, লিগ পিছিয়েছে এক দিন। পূর্বনির্ধারিত ২৫ জুন থেকে এক দিন পিছিয়ে ২৬ জুন আবারও শুরু হবে লিগ। আবাহনী-মোহামেডান ম্যাচ দিয়ে শুরু হওয়ার কথা থাকলেও পরিবর্তন আনা হয়েছে সূচিতে। ২৬ জুন বসুন্ধরা কিংস-রহমতগঞ্জের ম্যাচ দিয়ে শুরু হবে লিগ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই হবে পরদিন ২৭ জুন।

১৫ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থাকা আবাহনীর বিপক্ষে মাঠে নামার আগে মোহামেডানের চিন্তা ছিল করোনায় বিধ্বস্ত হয়ে পড়া। কোচসহ ১২ খেলোয়াড় কোভিড পরীক্ষায় পজিটিভ হওয়ায় সাদা-কালো শিবিরের পক্ষ থেকে অনুরোধ ছিল, আবাহনীর বিপক্ষে তাদের ম্যাচ আরও কিছুদিন পিছিয়ে দেওয়ার। লিগ কমিটির সভা শেষে মোহামেডান নিজেদের প্রস্তুত করতে সময় পাচ্ছে তিন দিন। আবাহনীর সমান ম্যাচে ২৮ পয়েন্টে পাঁচে শন লেনের দল।

লিগ সামনে রেখে অবশ্য অনুশীলনও শুরু করেছেন মোহামেডান কোচ শন লেন। তিনিসহ সাত খেলোয়াড় করোনা নেগেটিভ ছাড়পত্র পেয়েছেন কালই। দলের ম্যানেজার আহমেদ ইমতিয়াজ নকীবও করোনায় আক্রান্ত। তিনি বলেছেন, ‘যে অবস্থাই হোক খেলতে হবে। বাফুফেতে চিঠি পাঠানো হয়েছিল। ফেডারেশন আমাদের আইন দেখিয়েছে। এখন যা–ই হোক, আমরা মানসিকভাবে প্রস্তুত আছি।’

মোহামেডান রাজি হলেও বাফুফের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে খেলার মাঠ। ঢাকার বাইরে সাত জেলায় চলাচলে কঠোর নিষেধাজ্ঞা থাকায় এখন টঙ্গী ও মুন্সিগঞ্জ স্টেডিয়াম ব্যবহার করতে পারবে না বাফুফে। খেলার উপযোগী আছে শুধু বঙ্গবন্ধু স্টেডিয়াম। বর্ষা মৌসুমে জাতীয় স্টেডিয়ামে বেশি চাপ দিতে চাইছে না ফেডারেশন। শুধু ২৬ ও ২৭ জুনের দুটি ম্যাচ হবে এই মাঠে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত