নিজস্ব প্রতিবেদক
ঢাকা: একটু আগেভাগেই কাল মাঠে ঢুকলেন সাকিব আল হাসান। মোহামেডানের অন্য সতীর্থরা যখন ফিল্ডিং অনুশীলনের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তিনি হাতে তুলে নেন ব্যাট। কিছুক্ষণ ব্যাটিং করার পর করলেন বোলিং অনুশীলনও। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের মৌসুমে আর ব্যাট–বল হাতে দেখা যাচ্ছে না এই তারকা অলরাউন্ডারকে।
ডিপিএলের সুপার লিগ রেখেই কাল রাতেই সাকিবের রওনা দেওয়ার কথা যুক্তরাষ্ট্রে। ডিপিএলের সুপার লিগ না খেললেও তিনি অবশ্য জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা খেলতে চান। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকেও দেখা যাবে না সুপার লিগে। হাঁটুর চোটে পড়েছেন বাঁহাতি ওপেনার।
তিন ম্যাচের নিষেধাজ্ঞা শেষে কালই মোহামেডানের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব। যদিও অধিনায়কত্ব করেননি। বিসিবি ও মোহামেডান ক্লাব সূত্রে জানা গেছে, সাকিব সুপার লিগে না খেলার বিষয়টি তাঁর ক্লাবকে আগেই জানিয়েছেন। যুক্তরাষ্ট্র থেকেই জিম্বাবুয়েতে দলের সঙ্গে যোগ দিতে পারেন তিনি।
মার্চের আইপিএল থেকে শুরু করে এই জুন—সাকিব গত তিন মাস আছেন জৈব সুরক্ষাবলয়ে। টানা জৈব সুরক্ষাবলয়ে থাকায় কিছুটা অবসাদ ভর করেছে তাঁর মনে। ক্লাবকে দেওয়া চিঠিতে সেই বিষয়টিই উল্লেখ করেছেন বলে জানিয়েছেন মোহামেডানের ক্রিকেট কমিটির সেক্রেটারি সেলিম শাহেদ, ‘দীর্ঘদিন পরিবারের বাইরে আছে সাকিব। কিছুদিন পরিবারের সঙ্গে কাটাতে চায়। মানবিক কারণে বিষয়টি বিবেচনা করছে মোহামেডানও।’
ডান হাঁটুতে চোটে পড়ে ডিপিএলের সুপার লিগে খেলা হচ্ছে না প্রাইম ব্যাংকের তারকা ব্যাটসম্যান তামিমের। কাল সকালে মিরপুরে খেলাঘর সমাজকল্যাণের বিপক্ষে ম্যাচ খেলার পরপরই তামিম হোটেলের জৈব সুরক্ষাবলয় ছেড়ে ফিরে গেছেন বাসায়। পরে তিনি না খেলার বিষয়টি ব্যাখ্যা করেছেন।
শেষ কয়েকটা ম্যাচ খেলার সময় পায়ে ভীষণ ব্যথা পাচ্ছিলাম। চিকিৎসকেরা জানিয়েছেন, এই মুহূর্তে আমার না খেলে বিশ্রাম নেওয়াই ভালো হবে। কারণ, সামনে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ
তামিম ইকবাল
তামিম বলেছেন, ‘সর্বশেষ কয়েকটা ম্যাচ খেলার সময় পায়ে ভীষণ ব্যথা পাচ্ছিলাম। বিশেষ করে ফিল্ডিং আর রান নেওয়ার সময় ভুগেছি। বিষয়টি চিকিৎসকদের জানালে তাঁরা পরামর্শ দিয়েছেন, এই মুহূর্তে আমার না খেলে বিশ্রাম নেওয়াই ভালো। সামনে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ, ওটার গুরুত্ব সবচেয়ে বেশি। এখন আমার যা পরিস্থিতি এটি থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হলে যথেষ্ট ফিট থাকা জরুরি।’
কাল ছিল ডিপিএলের লিগ পর্বের শেষ অংশ। অবশ্য আগের দিনই সুপার লিগের ছয় দল নির্ধারণ হয়ে যাওয়ায় কালকের ম্যাচগুলো ছিল শুধুই আনুষ্ঠানিকতা। এর মধ্যে আবার বৃষ্টিতে ভেসে গেছে বিকেএসপিতে হওয়া তিনটি খেলাই। তবে বৃষ্টির আগে সবচেয়ে আলোচিত ব্রাদার্স ইউনিয়নের ওপেনার মিজানুর রহমান।
সুপার লিগে উঠতে না পারা ব্রাদার্সের এই ব্যাটসম্যানের ব্যাট থেকেই এসেছে এবারের ডিপিএলের প্রথম সেঞ্চুরি। মিজানুর নবম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি–টোয়েন্টিতে সেঞ্চুরি করেছেন। তিন অঙ্কে পৌঁছাতে খেলেছেন ৬৫ বল।
সকালে মিরপুরে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে তামিমদের প্রাইম ব্যাংকের কাছে হেরেছে মিরাজদের খেলাঘর। তবে বিকেলের ম্যাচটা ভালোই আনন্দ দিয়েছে দর্শকদের। আগে ব্যাটিং করে লিজেন্ডস অব রূপগঞ্জ ১৮ ওভারে ১৬২ রান তোলে রূপগঞ্জ। ১১৩ রানে ৫ উইকেট হারিয়ে ভালোই বিপদে পড়েছিল মুশফিকদের আবাহনী। নিয়মিত টপ অর্ডারে দেখা যাওয়া মোহাম্মদ নাঈম কাল ছয়ে নেমেই ১৯ বলে ৩৯ রানের ঝড় তুলে দলকে উপহার দিয়েছেন জয়।
সুপার লিগের ছয় দল
ঢাকা: একটু আগেভাগেই কাল মাঠে ঢুকলেন সাকিব আল হাসান। মোহামেডানের অন্য সতীর্থরা যখন ফিল্ডিং অনুশীলনের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তিনি হাতে তুলে নেন ব্যাট। কিছুক্ষণ ব্যাটিং করার পর করলেন বোলিং অনুশীলনও। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের মৌসুমে আর ব্যাট–বল হাতে দেখা যাচ্ছে না এই তারকা অলরাউন্ডারকে।
ডিপিএলের সুপার লিগ রেখেই কাল রাতেই সাকিবের রওনা দেওয়ার কথা যুক্তরাষ্ট্রে। ডিপিএলের সুপার লিগ না খেললেও তিনি অবশ্য জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা খেলতে চান। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকেও দেখা যাবে না সুপার লিগে। হাঁটুর চোটে পড়েছেন বাঁহাতি ওপেনার।
তিন ম্যাচের নিষেধাজ্ঞা শেষে কালই মোহামেডানের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব। যদিও অধিনায়কত্ব করেননি। বিসিবি ও মোহামেডান ক্লাব সূত্রে জানা গেছে, সাকিব সুপার লিগে না খেলার বিষয়টি তাঁর ক্লাবকে আগেই জানিয়েছেন। যুক্তরাষ্ট্র থেকেই জিম্বাবুয়েতে দলের সঙ্গে যোগ দিতে পারেন তিনি।
মার্চের আইপিএল থেকে শুরু করে এই জুন—সাকিব গত তিন মাস আছেন জৈব সুরক্ষাবলয়ে। টানা জৈব সুরক্ষাবলয়ে থাকায় কিছুটা অবসাদ ভর করেছে তাঁর মনে। ক্লাবকে দেওয়া চিঠিতে সেই বিষয়টিই উল্লেখ করেছেন বলে জানিয়েছেন মোহামেডানের ক্রিকেট কমিটির সেক্রেটারি সেলিম শাহেদ, ‘দীর্ঘদিন পরিবারের বাইরে আছে সাকিব। কিছুদিন পরিবারের সঙ্গে কাটাতে চায়। মানবিক কারণে বিষয়টি বিবেচনা করছে মোহামেডানও।’
ডান হাঁটুতে চোটে পড়ে ডিপিএলের সুপার লিগে খেলা হচ্ছে না প্রাইম ব্যাংকের তারকা ব্যাটসম্যান তামিমের। কাল সকালে মিরপুরে খেলাঘর সমাজকল্যাণের বিপক্ষে ম্যাচ খেলার পরপরই তামিম হোটেলের জৈব সুরক্ষাবলয় ছেড়ে ফিরে গেছেন বাসায়। পরে তিনি না খেলার বিষয়টি ব্যাখ্যা করেছেন।
শেষ কয়েকটা ম্যাচ খেলার সময় পায়ে ভীষণ ব্যথা পাচ্ছিলাম। চিকিৎসকেরা জানিয়েছেন, এই মুহূর্তে আমার না খেলে বিশ্রাম নেওয়াই ভালো হবে। কারণ, সামনে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ
তামিম ইকবাল
তামিম বলেছেন, ‘সর্বশেষ কয়েকটা ম্যাচ খেলার সময় পায়ে ভীষণ ব্যথা পাচ্ছিলাম। বিশেষ করে ফিল্ডিং আর রান নেওয়ার সময় ভুগেছি। বিষয়টি চিকিৎসকদের জানালে তাঁরা পরামর্শ দিয়েছেন, এই মুহূর্তে আমার না খেলে বিশ্রাম নেওয়াই ভালো। সামনে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ, ওটার গুরুত্ব সবচেয়ে বেশি। এখন আমার যা পরিস্থিতি এটি থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হলে যথেষ্ট ফিট থাকা জরুরি।’
কাল ছিল ডিপিএলের লিগ পর্বের শেষ অংশ। অবশ্য আগের দিনই সুপার লিগের ছয় দল নির্ধারণ হয়ে যাওয়ায় কালকের ম্যাচগুলো ছিল শুধুই আনুষ্ঠানিকতা। এর মধ্যে আবার বৃষ্টিতে ভেসে গেছে বিকেএসপিতে হওয়া তিনটি খেলাই। তবে বৃষ্টির আগে সবচেয়ে আলোচিত ব্রাদার্স ইউনিয়নের ওপেনার মিজানুর রহমান।
সুপার লিগে উঠতে না পারা ব্রাদার্সের এই ব্যাটসম্যানের ব্যাট থেকেই এসেছে এবারের ডিপিএলের প্রথম সেঞ্চুরি। মিজানুর নবম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি–টোয়েন্টিতে সেঞ্চুরি করেছেন। তিন অঙ্কে পৌঁছাতে খেলেছেন ৬৫ বল।
সকালে মিরপুরে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে তামিমদের প্রাইম ব্যাংকের কাছে হেরেছে মিরাজদের খেলাঘর। তবে বিকেলের ম্যাচটা ভালোই আনন্দ দিয়েছে দর্শকদের। আগে ব্যাটিং করে লিজেন্ডস অব রূপগঞ্জ ১৮ ওভারে ১৬২ রান তোলে রূপগঞ্জ। ১১৩ রানে ৫ উইকেট হারিয়ে ভালোই বিপদে পড়েছিল মুশফিকদের আবাহনী। নিয়মিত টপ অর্ডারে দেখা যাওয়া মোহাম্মদ নাঈম কাল ছয়ে নেমেই ১৯ বলে ৩৯ রানের ঝড় তুলে দলকে উপহার দিয়েছেন জয়।
সুপার লিগের ছয় দল
নেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৪ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৪ ঘণ্টা আগেভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ ফুটবল ক্লাবে (আরটিসি) খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার। একই ক্লাবের হয়ে খেলতে আজ তাঁর সঙ্গে ভুটানে গিয়েছেন স্বপ্না রানী। এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে ‘ডি’ গ্রুপে খেলবে আরটিসি। মূলত এই টুর্নামেন্টের জন্য আফঈদা-স্বপ্নাকে নিয়েছে।
৪ ঘণ্টা আগেলিওনেল মেসি তাঁর ক্যারিয়ারে কত শিরোপা জিতেছেন, সেটা তিনি যে নিজেও গুণে শেষ করতে পারবেন না। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আর্জেন্টিনা—যে দলের হয়েই খেলেছেন, জিতেছেন শিরোপা। পরম আরাধ্য বিশ্বকাপ জিতেছেন ২০২২ সালে। একের পর এক রেকর্ড গড়েছেন বলে ‘রেকর্ডের বরপুত্র’ উপাধিও পেয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে