নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইন্ট্রো-ক্লাব কাপ শুরুর আগে থেকেই হকি অঙ্গনে চলছিল উত্তেজনা। দলবদল নিয়ে সে সময় সংঘর্ষে জড়িয়ে পড়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মেরিনার ইয়াং ক্লাব।
টুর্নামেন্ট শুরুর পর মাঠেই মারামারিতে জড়ান মোহামেডান ও পুলিশ এফসির খেলোয়াড়েরা। সেই ঘটনার জেরে এবার ক্লাব কাপ হকি বর্জনের ঘোষণা দিয়েছে মোহামেডান। সাদা-কালোরা সরে দাঁড়ানোয় না খেলেই ফাইনালে উঠে গেল মেরিনার্স।
সেই মারামারির ঘটনায় এক ম্যাচ নিষিদ্ধের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয় মোহামেডান স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমিকে। যার প্রতিবাদে আজ টুর্নামেন্ট বর্জনের কথা জানায় মোহামেডান।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে মোহামেডানের পক্ষ থেকে বলা হয়, ‘ক্যামেরায় স্পষ্ট দেখা গেছে পুলিশ এফসির খেলোয়াড়রা রেফারির ওপর চড়াও হয়ে আক্রমণ করে। কিন্তু হকি ফেডারেশন পুলিশ এফসিকে বড় কোনো শাস্তি না দিয়ে অন্যায়ভাবে মোহামেডানের অধিনায়ক রাসেল মাহমুদ জিমিকে ১ ম্যাচ সাসপেন্ড ও ৫০০০০ টাকা জরিমানা করে। এ বিষয়ে মোহামেডানের পক্ষ থেকে হকি ফেডারেশনের কাছে চিঠি দেওয়া হয়। হকি ফেডারেশনের পক্ষ থেকে স্পষ্ট ও সঠিক সমাধান না পাওয়ায় মোহামেডানের পক্ষ থেকে ক্লাব কাপ হকি ২০২১ টুর্নামেন্ট বয়কট করা হয়েছে।’
পক্ষপাতমূলক আচরণের নিন্দা জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, ‘মোহামেডানের সকল সাপোর্টারদের পক্ষ থেকে হকি ফেডারেশন ও রেফারিদের এমন পক্ষপাতমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
ইন্ট্রো-ক্লাব কাপ শুরুর আগে থেকেই হকি অঙ্গনে চলছিল উত্তেজনা। দলবদল নিয়ে সে সময় সংঘর্ষে জড়িয়ে পড়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মেরিনার ইয়াং ক্লাব।
টুর্নামেন্ট শুরুর পর মাঠেই মারামারিতে জড়ান মোহামেডান ও পুলিশ এফসির খেলোয়াড়েরা। সেই ঘটনার জেরে এবার ক্লাব কাপ হকি বর্জনের ঘোষণা দিয়েছে মোহামেডান। সাদা-কালোরা সরে দাঁড়ানোয় না খেলেই ফাইনালে উঠে গেল মেরিনার্স।
সেই মারামারির ঘটনায় এক ম্যাচ নিষিদ্ধের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয় মোহামেডান স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমিকে। যার প্রতিবাদে আজ টুর্নামেন্ট বর্জনের কথা জানায় মোহামেডান।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে মোহামেডানের পক্ষ থেকে বলা হয়, ‘ক্যামেরায় স্পষ্ট দেখা গেছে পুলিশ এফসির খেলোয়াড়রা রেফারির ওপর চড়াও হয়ে আক্রমণ করে। কিন্তু হকি ফেডারেশন পুলিশ এফসিকে বড় কোনো শাস্তি না দিয়ে অন্যায়ভাবে মোহামেডানের অধিনায়ক রাসেল মাহমুদ জিমিকে ১ ম্যাচ সাসপেন্ড ও ৫০০০০ টাকা জরিমানা করে। এ বিষয়ে মোহামেডানের পক্ষ থেকে হকি ফেডারেশনের কাছে চিঠি দেওয়া হয়। হকি ফেডারেশনের পক্ষ থেকে স্পষ্ট ও সঠিক সমাধান না পাওয়ায় মোহামেডানের পক্ষ থেকে ক্লাব কাপ হকি ২০২১ টুর্নামেন্ট বয়কট করা হয়েছে।’
পক্ষপাতমূলক আচরণের নিন্দা জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, ‘মোহামেডানের সকল সাপোর্টারদের পক্ষ থেকে হকি ফেডারেশন ও রেফারিদের এমন পক্ষপাতমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
সময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে উঠছেন লামিনে ইয়ামাল। বড় মঞ্চে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা যেন ভালো করেই জানেন তিনি। ইন্টার মিলানের বিপক্ষে গত রাতে চোখ ধাঁধানো এক গোল করেছেন। সেটাও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে।
৮ মিনিট আগেলাল বলের ক্রিকেটে গত বছর ব্যাটে-বলে ঔজ্জ্বল্য ছড়িয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ৫৫.৫৮ স্ট্রাইকরেটে ১৭ ইনিংসে করেছিলেন ৬০৮ রান, যা দেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। তবে ওই বছর তিনি রানের তিন অঙ্ক ছুঁতে পারেননি। তবে ফিফটি ছিল ৪টি। ২০২৫ সালে টেস্ট অভিযান শুরুর সিলেট টেস্টে দল হারলেও দুই ইনিংসে
৩৬ মিনিট আগে৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
১১ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
১২ ঘণ্টা আগে