নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইন্ট্রো-ক্লাব কাপ শুরুর আগে থেকেই হকি অঙ্গনে চলছিল উত্তেজনা। দলবদল নিয়ে সে সময় সংঘর্ষে জড়িয়ে পড়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মেরিনার ইয়াং ক্লাব।
টুর্নামেন্ট শুরুর পর মাঠেই মারামারিতে জড়ান মোহামেডান ও পুলিশ এফসির খেলোয়াড়েরা। সেই ঘটনার জেরে এবার ক্লাব কাপ হকি বর্জনের ঘোষণা দিয়েছে মোহামেডান। সাদা-কালোরা সরে দাঁড়ানোয় না খেলেই ফাইনালে উঠে গেল মেরিনার্স।
সেই মারামারির ঘটনায় এক ম্যাচ নিষিদ্ধের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয় মোহামেডান স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমিকে। যার প্রতিবাদে আজ টুর্নামেন্ট বর্জনের কথা জানায় মোহামেডান।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে মোহামেডানের পক্ষ থেকে বলা হয়, ‘ক্যামেরায় স্পষ্ট দেখা গেছে পুলিশ এফসির খেলোয়াড়রা রেফারির ওপর চড়াও হয়ে আক্রমণ করে। কিন্তু হকি ফেডারেশন পুলিশ এফসিকে বড় কোনো শাস্তি না দিয়ে অন্যায়ভাবে মোহামেডানের অধিনায়ক রাসেল মাহমুদ জিমিকে ১ ম্যাচ সাসপেন্ড ও ৫০০০০ টাকা জরিমানা করে। এ বিষয়ে মোহামেডানের পক্ষ থেকে হকি ফেডারেশনের কাছে চিঠি দেওয়া হয়। হকি ফেডারেশনের পক্ষ থেকে স্পষ্ট ও সঠিক সমাধান না পাওয়ায় মোহামেডানের পক্ষ থেকে ক্লাব কাপ হকি ২০২১ টুর্নামেন্ট বয়কট করা হয়েছে।’
পক্ষপাতমূলক আচরণের নিন্দা জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, ‘মোহামেডানের সকল সাপোর্টারদের পক্ষ থেকে হকি ফেডারেশন ও রেফারিদের এমন পক্ষপাতমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
ইন্ট্রো-ক্লাব কাপ শুরুর আগে থেকেই হকি অঙ্গনে চলছিল উত্তেজনা। দলবদল নিয়ে সে সময় সংঘর্ষে জড়িয়ে পড়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মেরিনার ইয়াং ক্লাব।
টুর্নামেন্ট শুরুর পর মাঠেই মারামারিতে জড়ান মোহামেডান ও পুলিশ এফসির খেলোয়াড়েরা। সেই ঘটনার জেরে এবার ক্লাব কাপ হকি বর্জনের ঘোষণা দিয়েছে মোহামেডান। সাদা-কালোরা সরে দাঁড়ানোয় না খেলেই ফাইনালে উঠে গেল মেরিনার্স।
সেই মারামারির ঘটনায় এক ম্যাচ নিষিদ্ধের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয় মোহামেডান স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমিকে। যার প্রতিবাদে আজ টুর্নামেন্ট বর্জনের কথা জানায় মোহামেডান।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে মোহামেডানের পক্ষ থেকে বলা হয়, ‘ক্যামেরায় স্পষ্ট দেখা গেছে পুলিশ এফসির খেলোয়াড়রা রেফারির ওপর চড়াও হয়ে আক্রমণ করে। কিন্তু হকি ফেডারেশন পুলিশ এফসিকে বড় কোনো শাস্তি না দিয়ে অন্যায়ভাবে মোহামেডানের অধিনায়ক রাসেল মাহমুদ জিমিকে ১ ম্যাচ সাসপেন্ড ও ৫০০০০ টাকা জরিমানা করে। এ বিষয়ে মোহামেডানের পক্ষ থেকে হকি ফেডারেশনের কাছে চিঠি দেওয়া হয়। হকি ফেডারেশনের পক্ষ থেকে স্পষ্ট ও সঠিক সমাধান না পাওয়ায় মোহামেডানের পক্ষ থেকে ক্লাব কাপ হকি ২০২১ টুর্নামেন্ট বয়কট করা হয়েছে।’
পক্ষপাতমূলক আচরণের নিন্দা জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, ‘মোহামেডানের সকল সাপোর্টারদের পক্ষ থেকে হকি ফেডারেশন ও রেফারিদের এমন পক্ষপাতমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
শেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১৯ মিনিট আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১২ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১৪ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে হার দিয়ে শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ তারা ৭৯ রানে হরে গেছে পাকিস্তান শাহিনস তথা পাকিস্তান ‘এ’ দলের কাছে।
১৪ ঘণ্টা আগে