বন্ধু, ছোট ভাই যখন মাশরাফির কোচ
ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকে তাঁদের চারজনেরও বন্ধুত্বের শুরু। দুজন পেস বোলার, একজন স্পিনার, অন্যজন ছিলেন মারকুটে ব্যাটার। বাংলাদেশ জাতীয় দলের হয়ে কয়েক বছর একসঙ্গে খেলেছেন তাঁরা। এখন পেশাগত দিক থেকে আলাদা হলেও বন্ধুত্বের বন্ধন রয়েছে আগের মতোই অটুট।