নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আবারও বোমা ফাটিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। জাতীয় দলের বর্তমান কোচ রাসেল ডমিঙ্গোর ব্যর্থতার পাল্লা বেশি ভারী বলে মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি ডমিঙ্গোর ওপর দলের খেলোয়াড়েরা খুশি না বলেও জানিয়েছেন তিনি।
ডমিঙ্গোর বিরুদ্ধে এর আগেও মুখ খুলেছিলেন মাশরাফি। আবারও ডমিঙ্গোকে ব্যর্থ উল্লেখ করে তাঁকে ধুয়ে দিয়েছেন ম্যাশ। বলেছেন, ‘ডমিঙ্গোর ব্যর্থতার পাল্লাই বেশি ভারী। বিশ্বকাপে ব্যর্থ হয়েছে। এখন তাঁর দেশে খেলা, সেই পরিবেশ তার চেনা। এখন যদি বড় দায়িত্ব পালন করতে পারেন সেটা ভালো। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, তাঁকে নিয়ে খেলোয়াড়দের অনেক অভিযোগ আছে। আপনার ড্রেসিংরুম খুশি থাকাটা বেশি গুরুত্বপূর্ণ। আমার কাছে সেটা মনে হয়নি। সে জন্য আমি খোলামেলা বলেছি। আর সাফল্যের হার বললে, রাসেল ডমিঙ্গোর দিকে সেটা অত বেশি নাই, যেটা স্টিভ রোডস বাদ যাওয়ার পরও তাঁঁর ছিল। এখন বিসিবি তাঁকে নিয়ে খুশি থাকলে খুব ভালো। সেটা বিসিবির ওপর।’
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে মাশরাফি বলেন, ‘চার বছর পর দল তো অনেক এগিয়ে গেছে। বিশেষ করে ওয়ানডে সংস্করণে। অবশ্যই আমি আশাবাদী। তখন এবি ডি ভিলিয়ার্সের মতো ম্যাচ বদলে দেওয়ার মতো তারকারা ছিল। তাদের দলে অনেক নতুন খেলোয়াড় আছে।’
এ সময় নিজের শারীরিক অবস্থার আপডেট জানতে চাইলে মাশরাফি বলেন, ‘আমি ট্রিটমেন্ট করিয়ে এসেছি। সার্জারি করলে লম্বা সময়ের ব্যাপার। এ মুহূর্তে মানিয়ে নিয়ে যত সময় খেলা যায়। এরপর বড় গ্যাপ আছে, (সীমিত ওভারের) ঘরোয়া ক্রিকেট তো নেই। এখন অপারেশন করালে হয়তো ঘরোয়া ক্রিকেট মিস হইত। এ জন্য আরকি ম্যানেজ করে যতটুকু খেলা যায়। আমাদের পরের ম্যাচ কালকে (শুক্রবার)। আশা করছি এখন পর্যন্ত (খেলব)। বাকিটা মাঠে গিয়ে দেখা যাক।’
আবারও বোমা ফাটিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। জাতীয় দলের বর্তমান কোচ রাসেল ডমিঙ্গোর ব্যর্থতার পাল্লা বেশি ভারী বলে মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি ডমিঙ্গোর ওপর দলের খেলোয়াড়েরা খুশি না বলেও জানিয়েছেন তিনি।
ডমিঙ্গোর বিরুদ্ধে এর আগেও মুখ খুলেছিলেন মাশরাফি। আবারও ডমিঙ্গোকে ব্যর্থ উল্লেখ করে তাঁকে ধুয়ে দিয়েছেন ম্যাশ। বলেছেন, ‘ডমিঙ্গোর ব্যর্থতার পাল্লাই বেশি ভারী। বিশ্বকাপে ব্যর্থ হয়েছে। এখন তাঁর দেশে খেলা, সেই পরিবেশ তার চেনা। এখন যদি বড় দায়িত্ব পালন করতে পারেন সেটা ভালো। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, তাঁকে নিয়ে খেলোয়াড়দের অনেক অভিযোগ আছে। আপনার ড্রেসিংরুম খুশি থাকাটা বেশি গুরুত্বপূর্ণ। আমার কাছে সেটা মনে হয়নি। সে জন্য আমি খোলামেলা বলেছি। আর সাফল্যের হার বললে, রাসেল ডমিঙ্গোর দিকে সেটা অত বেশি নাই, যেটা স্টিভ রোডস বাদ যাওয়ার পরও তাঁঁর ছিল। এখন বিসিবি তাঁকে নিয়ে খুশি থাকলে খুব ভালো। সেটা বিসিবির ওপর।’
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে মাশরাফি বলেন, ‘চার বছর পর দল তো অনেক এগিয়ে গেছে। বিশেষ করে ওয়ানডে সংস্করণে। অবশ্যই আমি আশাবাদী। তখন এবি ডি ভিলিয়ার্সের মতো ম্যাচ বদলে দেওয়ার মতো তারকারা ছিল। তাদের দলে অনেক নতুন খেলোয়াড় আছে।’
এ সময় নিজের শারীরিক অবস্থার আপডেট জানতে চাইলে মাশরাফি বলেন, ‘আমি ট্রিটমেন্ট করিয়ে এসেছি। সার্জারি করলে লম্বা সময়ের ব্যাপার। এ মুহূর্তে মানিয়ে নিয়ে যত সময় খেলা যায়। এরপর বড় গ্যাপ আছে, (সীমিত ওভারের) ঘরোয়া ক্রিকেট তো নেই। এখন অপারেশন করালে হয়তো ঘরোয়া ক্রিকেট মিস হইত। এ জন্য আরকি ম্যানেজ করে যতটুকু খেলা যায়। আমাদের পরের ম্যাচ কালকে (শুক্রবার)। আশা করছি এখন পর্যন্ত (খেলব)। বাকিটা মাঠে গিয়ে দেখা যাক।’
চীনের চেংদুতে চলছে ওয়ার্ল্ড গেমস। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেছেন ইতালির ওরিয়েন্টিয়ারিং অ্যাথলেট মাত্তিয়া দেবের্তোলিস। গত ৮ আগস্ট প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যান দেবোর্তোলিস। এর চার দিন পর গতকাল মারা যান ২৯ বছর বয়সী এই অ্যাথলেট।
১৯ মিনিট আগেএশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৫ ঘণ্টা আগে