নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকে তাঁদের চারজনেরও বন্ধুত্বের শুরু। দুজন পেস বোলার, একজন স্পিনার, অন্যজন ছিলেন মারকুটে ব্যাটার। বাংলাদেশ জাতীয় দলের হয়ে কয়েক বছর একসঙ্গে খেলেছেন তাঁরা। এখন পেশাগত দিক থেকে আলাদা হলেও বন্ধুত্বের বন্ধন রয়েছে আগের মতোই অটুট।
অনেক দিন পর আজ আবারও একসঙ্গে দেখা গেছে চারজনকে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুবাদে একত্র হয়েছেন মাশরাফি বিন মুর্তজা, আবদুর রাজ্জাক, আফতাব আহমেদ ও নাজমুল হোসেন। বাউন্ডারি লাইনের বাইরে বসে আড্ডায় মজেছেন তাঁরা।
দেশের ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক মাশরাফি সংসদ সদস্য। খেলার মাঠের চেয়ে রাজনীতির মাঠেই বেশি ব্যস্ত থাকতে হয় তাঁকে। অবসরের পর রাজ্জাক হয়েছেন জাতীয় দলের নির্বাচক। আর আফতাব-নাজমুল জড়িয়েছেন কোচিংয়ে।
২০০০ সালে মাশরাফি-রাজ্জাক-আফতাব-নাজমুলের বন্ধুত্ব গড়ে ওঠে। প্রায় এক দশক একসঙ্গে খেলেছেন বাংলাদেশ দলে। ২০১১-১২ মৌসুম শেষে পেশাদার ক্রিকেটকে বিদায় বলেন আফতাব ও নাজমুল। কিন্তু পায়ে সাত-সাতবার অস্ত্রোপচার করিয়েও আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যান মাশরাফি। বোলিং অ্যাকশন শুধরে ফেরেন রাজ্জাকও।
২০২০ সালে ওয়ানডের নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর মাশরাফিকে আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি। এ নিয়ে কোনো ভাবনা না থাকলেও আরও কয়েক বছর ক্রিকেট চালিয়ে যান তিনি।
৩৮ বছর বয়সী ম্যাশ এবারের ডিপিএলে নাম লিখিয়েছেন রূপগঞ্জ টাইগার্সে। এই দলেরই কোচ তাঁর দুই বন্ধু আফতাব ও নাজমুল। আর রাজ্জাক এসেছেন খেলোয়াড় নির্বাচনের কাজে।
বন্ধুত্বের মাঝে পেশাদারির ছাপ তুলে ধরে কদিন আগে ফেসবুকে মাশরাফি লিখেছিলেন, ‘সম্পর্কগুলো একই আছে, একে-অপরের প্রতি সম্মান আগের মতোই অটুট, কাজের ধরন হয়তো বদলেছে, কিন্তু জায়গাটা সেই একই—ভালোবাসার ২২ গজ। তোরা বন্ধু, ছোট ভাই থেকে এখন আমার কোচ। আমি কিন্তু দারুণ উপভোগ করছি, আশা করি তোরাও।’
মাশরাফির মতো একই গল্প শুনিয়েছেন আফতাব আহমেদও। আজকের পত্রিকাকে আজ রূপগঞ্জের এই কোচ বলেছেন, ‘২০০০ সাল থেকে আমরা বন্ধু। ৪-৫ বছর পর একসঙ্গে জাতীয় দলেও খেলেছি। এখন আমি কোচ আর মাশরাফি আমার দলের খেলোয়াড়। আসলে বন্ধুত্বটা মধুর হওয়াতে কাজ করতে বেশ ভালো লাগে। নিজেদের মাঝে ভালো বোঝাপড়া আছে। সে এত চোট-সার্জারি নিয়েও যেভাবে খেলে চলেছে, তা আমাকে মুগ্ধ করে।’
ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকে তাঁদের চারজনেরও বন্ধুত্বের শুরু। দুজন পেস বোলার, একজন স্পিনার, অন্যজন ছিলেন মারকুটে ব্যাটার। বাংলাদেশ জাতীয় দলের হয়ে কয়েক বছর একসঙ্গে খেলেছেন তাঁরা। এখন পেশাগত দিক থেকে আলাদা হলেও বন্ধুত্বের বন্ধন রয়েছে আগের মতোই অটুট।
অনেক দিন পর আজ আবারও একসঙ্গে দেখা গেছে চারজনকে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুবাদে একত্র হয়েছেন মাশরাফি বিন মুর্তজা, আবদুর রাজ্জাক, আফতাব আহমেদ ও নাজমুল হোসেন। বাউন্ডারি লাইনের বাইরে বসে আড্ডায় মজেছেন তাঁরা।
দেশের ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক মাশরাফি সংসদ সদস্য। খেলার মাঠের চেয়ে রাজনীতির মাঠেই বেশি ব্যস্ত থাকতে হয় তাঁকে। অবসরের পর রাজ্জাক হয়েছেন জাতীয় দলের নির্বাচক। আর আফতাব-নাজমুল জড়িয়েছেন কোচিংয়ে।
২০০০ সালে মাশরাফি-রাজ্জাক-আফতাব-নাজমুলের বন্ধুত্ব গড়ে ওঠে। প্রায় এক দশক একসঙ্গে খেলেছেন বাংলাদেশ দলে। ২০১১-১২ মৌসুম শেষে পেশাদার ক্রিকেটকে বিদায় বলেন আফতাব ও নাজমুল। কিন্তু পায়ে সাত-সাতবার অস্ত্রোপচার করিয়েও আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যান মাশরাফি। বোলিং অ্যাকশন শুধরে ফেরেন রাজ্জাকও।
২০২০ সালে ওয়ানডের নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর মাশরাফিকে আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি। এ নিয়ে কোনো ভাবনা না থাকলেও আরও কয়েক বছর ক্রিকেট চালিয়ে যান তিনি।
৩৮ বছর বয়সী ম্যাশ এবারের ডিপিএলে নাম লিখিয়েছেন রূপগঞ্জ টাইগার্সে। এই দলেরই কোচ তাঁর দুই বন্ধু আফতাব ও নাজমুল। আর রাজ্জাক এসেছেন খেলোয়াড় নির্বাচনের কাজে।
বন্ধুত্বের মাঝে পেশাদারির ছাপ তুলে ধরে কদিন আগে ফেসবুকে মাশরাফি লিখেছিলেন, ‘সম্পর্কগুলো একই আছে, একে-অপরের প্রতি সম্মান আগের মতোই অটুট, কাজের ধরন হয়তো বদলেছে, কিন্তু জায়গাটা সেই একই—ভালোবাসার ২২ গজ। তোরা বন্ধু, ছোট ভাই থেকে এখন আমার কোচ। আমি কিন্তু দারুণ উপভোগ করছি, আশা করি তোরাও।’
মাশরাফির মতো একই গল্প শুনিয়েছেন আফতাব আহমেদও। আজকের পত্রিকাকে আজ রূপগঞ্জের এই কোচ বলেছেন, ‘২০০০ সাল থেকে আমরা বন্ধু। ৪-৫ বছর পর একসঙ্গে জাতীয় দলেও খেলেছি। এখন আমি কোচ আর মাশরাফি আমার দলের খেলোয়াড়। আসলে বন্ধুত্বটা মধুর হওয়াতে কাজ করতে বেশ ভালো লাগে। নিজেদের মাঝে ভালো বোঝাপড়া আছে। সে এত চোট-সার্জারি নিয়েও যেভাবে খেলে চলেছে, তা আমাকে মুগ্ধ করে।’
চীনের চেংদুতে চলছে ওয়ার্ল্ড গেমস। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেছেন ইতালির ওরিয়েন্টিয়ারিং অ্যাথলেট মাত্তিয়া দেবের্তোলিস। গত ৮ আগস্ট প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যান দেবোর্তোলিস। এর চার দিন পর গতকাল মারা যান ২৯ বছর বয়সী এই অ্যাথলেট।
২৯ মিনিট আগেএশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৫ ঘণ্টা আগে