নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকে তাঁদের চারজনেরও বন্ধুত্বের শুরু। দুজন পেস বোলার, একজন স্পিনার, অন্যজন ছিলেন মারকুটে ব্যাটার। বাংলাদেশ জাতীয় দলের হয়ে কয়েক বছর একসঙ্গে খেলেছেন তাঁরা। এখন পেশাগত দিক থেকে আলাদা হলেও বন্ধুত্বের বন্ধন রয়েছে আগের মতোই অটুট।
অনেক দিন পর আজ আবারও একসঙ্গে দেখা গেছে চারজনকে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুবাদে একত্র হয়েছেন মাশরাফি বিন মুর্তজা, আবদুর রাজ্জাক, আফতাব আহমেদ ও নাজমুল হোসেন। বাউন্ডারি লাইনের বাইরে বসে আড্ডায় মজেছেন তাঁরা।
দেশের ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক মাশরাফি সংসদ সদস্য। খেলার মাঠের চেয়ে রাজনীতির মাঠেই বেশি ব্যস্ত থাকতে হয় তাঁকে। অবসরের পর রাজ্জাক হয়েছেন জাতীয় দলের নির্বাচক। আর আফতাব-নাজমুল জড়িয়েছেন কোচিংয়ে।
২০০০ সালে মাশরাফি-রাজ্জাক-আফতাব-নাজমুলের বন্ধুত্ব গড়ে ওঠে। প্রায় এক দশক একসঙ্গে খেলেছেন বাংলাদেশ দলে। ২০১১-১২ মৌসুম শেষে পেশাদার ক্রিকেটকে বিদায় বলেন আফতাব ও নাজমুল। কিন্তু পায়ে সাত-সাতবার অস্ত্রোপচার করিয়েও আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যান মাশরাফি। বোলিং অ্যাকশন শুধরে ফেরেন রাজ্জাকও।
২০২০ সালে ওয়ানডের নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর মাশরাফিকে আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি। এ নিয়ে কোনো ভাবনা না থাকলেও আরও কয়েক বছর ক্রিকেট চালিয়ে যান তিনি।
৩৮ বছর বয়সী ম্যাশ এবারের ডিপিএলে নাম লিখিয়েছেন রূপগঞ্জ টাইগার্সে। এই দলেরই কোচ তাঁর দুই বন্ধু আফতাব ও নাজমুল। আর রাজ্জাক এসেছেন খেলোয়াড় নির্বাচনের কাজে।
বন্ধুত্বের মাঝে পেশাদারির ছাপ তুলে ধরে কদিন আগে ফেসবুকে মাশরাফি লিখেছিলেন, ‘সম্পর্কগুলো একই আছে, একে-অপরের প্রতি সম্মান আগের মতোই অটুট, কাজের ধরন হয়তো বদলেছে, কিন্তু জায়গাটা সেই একই—ভালোবাসার ২২ গজ। তোরা বন্ধু, ছোট ভাই থেকে এখন আমার কোচ। আমি কিন্তু দারুণ উপভোগ করছি, আশা করি তোরাও।’
মাশরাফির মতো একই গল্প শুনিয়েছেন আফতাব আহমেদও। আজকের পত্রিকাকে আজ রূপগঞ্জের এই কোচ বলেছেন, ‘২০০০ সাল থেকে আমরা বন্ধু। ৪-৫ বছর পর একসঙ্গে জাতীয় দলেও খেলেছি। এখন আমি কোচ আর মাশরাফি আমার দলের খেলোয়াড়। আসলে বন্ধুত্বটা মধুর হওয়াতে কাজ করতে বেশ ভালো লাগে। নিজেদের মাঝে ভালো বোঝাপড়া আছে। সে এত চোট-সার্জারি নিয়েও যেভাবে খেলে চলেছে, তা আমাকে মুগ্ধ করে।’
ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকে তাঁদের চারজনেরও বন্ধুত্বের শুরু। দুজন পেস বোলার, একজন স্পিনার, অন্যজন ছিলেন মারকুটে ব্যাটার। বাংলাদেশ জাতীয় দলের হয়ে কয়েক বছর একসঙ্গে খেলেছেন তাঁরা। এখন পেশাগত দিক থেকে আলাদা হলেও বন্ধুত্বের বন্ধন রয়েছে আগের মতোই অটুট।
অনেক দিন পর আজ আবারও একসঙ্গে দেখা গেছে চারজনকে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুবাদে একত্র হয়েছেন মাশরাফি বিন মুর্তজা, আবদুর রাজ্জাক, আফতাব আহমেদ ও নাজমুল হোসেন। বাউন্ডারি লাইনের বাইরে বসে আড্ডায় মজেছেন তাঁরা।
দেশের ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক মাশরাফি সংসদ সদস্য। খেলার মাঠের চেয়ে রাজনীতির মাঠেই বেশি ব্যস্ত থাকতে হয় তাঁকে। অবসরের পর রাজ্জাক হয়েছেন জাতীয় দলের নির্বাচক। আর আফতাব-নাজমুল জড়িয়েছেন কোচিংয়ে।
২০০০ সালে মাশরাফি-রাজ্জাক-আফতাব-নাজমুলের বন্ধুত্ব গড়ে ওঠে। প্রায় এক দশক একসঙ্গে খেলেছেন বাংলাদেশ দলে। ২০১১-১২ মৌসুম শেষে পেশাদার ক্রিকেটকে বিদায় বলেন আফতাব ও নাজমুল। কিন্তু পায়ে সাত-সাতবার অস্ত্রোপচার করিয়েও আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যান মাশরাফি। বোলিং অ্যাকশন শুধরে ফেরেন রাজ্জাকও।
২০২০ সালে ওয়ানডের নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর মাশরাফিকে আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি। এ নিয়ে কোনো ভাবনা না থাকলেও আরও কয়েক বছর ক্রিকেট চালিয়ে যান তিনি।
৩৮ বছর বয়সী ম্যাশ এবারের ডিপিএলে নাম লিখিয়েছেন রূপগঞ্জ টাইগার্সে। এই দলেরই কোচ তাঁর দুই বন্ধু আফতাব ও নাজমুল। আর রাজ্জাক এসেছেন খেলোয়াড় নির্বাচনের কাজে।
বন্ধুত্বের মাঝে পেশাদারির ছাপ তুলে ধরে কদিন আগে ফেসবুকে মাশরাফি লিখেছিলেন, ‘সম্পর্কগুলো একই আছে, একে-অপরের প্রতি সম্মান আগের মতোই অটুট, কাজের ধরন হয়তো বদলেছে, কিন্তু জায়গাটা সেই একই—ভালোবাসার ২২ গজ। তোরা বন্ধু, ছোট ভাই থেকে এখন আমার কোচ। আমি কিন্তু দারুণ উপভোগ করছি, আশা করি তোরাও।’
মাশরাফির মতো একই গল্প শুনিয়েছেন আফতাব আহমেদও। আজকের পত্রিকাকে আজ রূপগঞ্জের এই কোচ বলেছেন, ‘২০০০ সাল থেকে আমরা বন্ধু। ৪-৫ বছর পর একসঙ্গে জাতীয় দলেও খেলেছি। এখন আমি কোচ আর মাশরাফি আমার দলের খেলোয়াড়। আসলে বন্ধুত্বটা মধুর হওয়াতে কাজ করতে বেশ ভালো লাগে। নিজেদের মাঝে ভালো বোঝাপড়া আছে। সে এত চোট-সার্জারি নিয়েও যেভাবে খেলে চলেছে, তা আমাকে মুগ্ধ করে।’
জয়ের সংজ্ঞাটা এক রকম ভুলেই গিয়েছিল ইন্টার মায়ামি। হারতে হারতে তারা পূরণ করে ফেলল হ্যাটট্রিকও। টানা তিন হারের পর অবশেষে আজ জয়ের দেখা পেল মায়ামি। আর লিওনেল মেসিও পেয়েছেন গোলের দেখা।
৫ মিনিট আগেচল্লিশে অভিষেক, আর ৪১ বছর বয়সে সামান্থি দুনুকেদেনি জায়গা করে নিলেন রেকর্ডবুকে। গতকাল চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১৫ রান দিয়ে ৭ উইকেট শিকার করেন সাইপ্রাসের এই স্পিনার।
১২ ঘণ্টা আগেআইপিএল থেকে মাঝপথেই দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছিলেন কাগিসো রাবাদা। গত তিন এপ্রিল তাঁর দেশে ফিরে যাওয়া কী কারণে, সেটিরও ব্যাখ্যা না রাবাদা, না তাঁর দল গুজরাট টাইটানস—কেউই দেয়নি। শুধু বলা হয়েছিল ব্যক্তিগত কারণেই দেশে ফিরে যাচ্ছেন তিনি।
১৪ ঘণ্টা আগেতিন ম্যাচ পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয়ের দেখা পেল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। পাঁচ গোলের লড়াইয়ে তলানির দল চট্টগ্রাম আবাহনীকে আজ ৩-২ ব্যবধানে হারিয়েছে তারা। জোড়া গোল করেছেন বেন ইব্রাহিম।
১৪ ঘণ্টা আগে