নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গত কিছুদিন ধরে বিস্ফোরক কথাবার্তা বলেছেন জাতীয় দলের বাইরে থাকা কয়েকজন ক্রিকেটার। তাতে বিব্রত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোহাম্মদ সাইফউদ্দিনের পর বিসিবি তলব করেছে আবু জায়েদ রাহিকে। দ্বিতীয়জন তো হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন। রাহির দাবি, লবিং ছাড়া জাতীয় দলে খেলা যায় না।
এ নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। আজ তাঁর কথার সুর ধরেই জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানালেন, জাতীয় দলে লবিংয়ে কোনো সুযোগ নেই। দলে খেলার জন্য মাঠে পারফর্ম করার তাগিদ দিলেন ‘নড়াইল এক্সপ্রেস’।
আজ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ঢাকা ক্রিকেট লিগ শেষ সংবাদমাধ্যমকে মাশরাফি বলেছেন, ‘জাতীয় দলে লবিংয়ের কোনো সুযোগ নেই। এখানে পারফর্ম করলে খেলবেন, করতে না পারলে খেলবেন না। আপনাকে এখানে শতভাগ পেশাদার হতে হবে। আপনাকে পারফর্ম করতে হবে। সবার জীবনেই খারাপ সময় আসে। যেটা রাহির যাচ্ছে। আমি আশাবাদী, সে (ফেরার) উপায় খুঁজে বের করবে।’
জাতীয় দলে ভালো পারফর্ম করছেন তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরীফুল ইসলামরা। এ কারণেই রাহির সুযোগ মিলছে না বলে মনে করছেন মাশরাফি। জাতীয় দলে জায়গা নিয়ে এই প্রতিদ্বন্দ্বিতাকে ইতিবাচকভাবে দেখছেন তিনি। মাশরাফি বলেছেন, ‘সে (রাহি) ভালো বোলার। তার একটা বিষয় ভালো লাগে, সে কখনো হাল ছাড়েনি। এখন তাসকিন, ইবাদত ভালো বোলিং করছে। রুবেল (হোসেন) নিউজিল্যান্ডে (২০২১ সালে, ৩৬ /৩) খুব ভালো বোলিং করে বাদ পড়েছে। কারণ ওর চেয়ে অন্যরা ভালো বোলিং করেছে।’
কিছুদিন আগে আজকের পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে আফাসোস করেই রুবেল বলেছিলেন, ‘ভালো খেলেও বাদ পড়েছি।’ একজন খেলোয়াড়ের জন্য এটা অবশ্যই হতাশার। তাঁদের মানসিক অবস্থাটা বুঝতে পারছেন মাশরাফি। বলেছেন, ‘এটা (ভালো খেলে বাদ পড়া) একটা খেলোয়াড়ের জন্য হতাশার। বাংলাদেশ দলে এখন পেস বোলিংয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। বিশেষ করে সংক্ষিপ্ততম সংস্করণে। টেস্টে তাসকিন, ইবাদত ভালো খেলছে। শরীফুল সব সংস্করণে ভালো বোলিং করছে। এখন বাইরে নিজেকে উন্মোচন না করে মাঠে উন্মোচন করা উচিত।’
গত কিছুদিন ধরে বিস্ফোরক কথাবার্তা বলেছেন জাতীয় দলের বাইরে থাকা কয়েকজন ক্রিকেটার। তাতে বিব্রত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোহাম্মদ সাইফউদ্দিনের পর বিসিবি তলব করেছে আবু জায়েদ রাহিকে। দ্বিতীয়জন তো হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন। রাহির দাবি, লবিং ছাড়া জাতীয় দলে খেলা যায় না।
এ নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। আজ তাঁর কথার সুর ধরেই জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানালেন, জাতীয় দলে লবিংয়ে কোনো সুযোগ নেই। দলে খেলার জন্য মাঠে পারফর্ম করার তাগিদ দিলেন ‘নড়াইল এক্সপ্রেস’।
আজ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ঢাকা ক্রিকেট লিগ শেষ সংবাদমাধ্যমকে মাশরাফি বলেছেন, ‘জাতীয় দলে লবিংয়ের কোনো সুযোগ নেই। এখানে পারফর্ম করলে খেলবেন, করতে না পারলে খেলবেন না। আপনাকে এখানে শতভাগ পেশাদার হতে হবে। আপনাকে পারফর্ম করতে হবে। সবার জীবনেই খারাপ সময় আসে। যেটা রাহির যাচ্ছে। আমি আশাবাদী, সে (ফেরার) উপায় খুঁজে বের করবে।’
জাতীয় দলে ভালো পারফর্ম করছেন তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরীফুল ইসলামরা। এ কারণেই রাহির সুযোগ মিলছে না বলে মনে করছেন মাশরাফি। জাতীয় দলে জায়গা নিয়ে এই প্রতিদ্বন্দ্বিতাকে ইতিবাচকভাবে দেখছেন তিনি। মাশরাফি বলেছেন, ‘সে (রাহি) ভালো বোলার। তার একটা বিষয় ভালো লাগে, সে কখনো হাল ছাড়েনি। এখন তাসকিন, ইবাদত ভালো বোলিং করছে। রুবেল (হোসেন) নিউজিল্যান্ডে (২০২১ সালে, ৩৬ /৩) খুব ভালো বোলিং করে বাদ পড়েছে। কারণ ওর চেয়ে অন্যরা ভালো বোলিং করেছে।’
কিছুদিন আগে আজকের পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে আফাসোস করেই রুবেল বলেছিলেন, ‘ভালো খেলেও বাদ পড়েছি।’ একজন খেলোয়াড়ের জন্য এটা অবশ্যই হতাশার। তাঁদের মানসিক অবস্থাটা বুঝতে পারছেন মাশরাফি। বলেছেন, ‘এটা (ভালো খেলে বাদ পড়া) একটা খেলোয়াড়ের জন্য হতাশার। বাংলাদেশ দলে এখন পেস বোলিংয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। বিশেষ করে সংক্ষিপ্ততম সংস্করণে। টেস্টে তাসকিন, ইবাদত ভালো খেলছে। শরীফুল সব সংস্করণে ভালো বোলিং করছে। এখন বাইরে নিজেকে উন্মোচন না করে মাঠে উন্মোচন করা উচিত।’
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
২ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৭ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৮ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৮ ঘণ্টা আগে