মহাকাশে যাচ্ছে ভিআর হেডসেট
মিশনের সময় নভোচারীরা বেশ কয়েক মাস, এমনকি বছরজুড়ে পরিবার ও বন্ধুবান্ধববিচ্ছিন্ন অবস্থায় থাকেন। তাঁদের সঙ্গে যোগাযোগের উপায়ও সীমিত থাকে বলে প্রায়ই মহাকাশচারীরা একাকিত্বে ভোগেন। ১৯৯৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত চালানো ৩১টি গবেষণায় দেখা গেছে, ভিআর ব্যবহার করা ব্যক্তিদের সুনির্দিষ্ট দক্ষতা বা আচরণ শেখার প্রবণত