এক কোটি মাইল দূর থেকে ডেটা পাঠাল নাসার সাইকি মহাকাশযান। ডিপ স্পেস অপটিক্যাল কমিউনিকেশন (ডিসিওএস) প্রযুক্তি ব্যবহার করে এটি সম্ভব করেছে নাসা।
প্রথমে শুনে মনে হতে পারে এটি খুব বড় অর্জন নয়। পৃথিবী থেকে চাঁদের দূরত্বের ৪০ গুণ বেশি দূরে মহাকাশযানটি এখন অবস্থান করছে। এর আগে অন্যান্য মহাকাশযান এর চেয়েও দূর থেকে ডেটা পাঠিয়েছে। কিন্তু এসব মহাকাশযানের ডেটা ট্রান্সমিশনের হার কম। ফলে কম সময়ে বেশি ডেটা পাওয়ার যায় না।
ডিসিওএস প্রযুক্তিটি সফল হলে বর্তমানে মহাকাশযানে ব্যবহৃত অত্যাধুনিক রেডিও ফ্রিকোয়েন্সি সিস্টেমের চেয়ে ১০ থেকে ১০০ গুণ বেশি তথ্য আদান–প্রদান করা যাবে।
আধুনিক মহাকাশযানে ক্রমবর্ধমান জটিলতা বিবেচনা করে ডেটা ট্রান্সমিশন হার বেশি হওয়াটা গুরুত্বপূর্ণ। কারণ মহাকাশের বিপুল পরিমাণ ডেটা বিশ্লেষণের জন্য পৃথিবীতে অবস্থিত বিভিন্ন স্টেশনে পাঠাতে হয়।
প্রযুক্তিটি এখনো বলতে গেলে প্রাথমিক পর্যায়ে রয়েছে। পৃথিবীর কাছের কক্ষপথে ও চাঁদের বাইরে অপটিক্যাল কমিউনিকেশন সম্ভব হয়েছে। তবে ডিএসওসি প্রথম যা গভীর মহাকাশ থেকে কাজ করছে।
নাসা বলেছে, লেজার দিয়ে এক মাইল দূর থেকে একটি চলমান মুদ্রা সরানোর মতো এই প্রযুক্তি কাজ করে। কোটি কোটি মাইল দূরে কোনো লক্ষ্যে একটি লেজার রশ্মিকে ছোড়ার জন্য অত্যন্ত সুনির্দিষ্ট করা প্রয়োজন।
ডিএসওসিতে ব্যবহৃত রেডিও এবং প্রায়–ইনফ্রারেড লেজার উভয়ই ডেটা পাঠানোর জন্য তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ব্যবহার করে। প্রায়–ইনফ্রারেড আলোর শক্তিশালী এবং বেশি ফ্রিকোয়েন্সির তরঙ্গের ফলে পৃথিবীতে অবস্থিত স্টেশনগুলো আরও বেশি ডেটা পেতে পারে। আর বেশি ডেটা মানে বেশি বিষয়ে তথ্য।
ডিএসওসি প্রকল্পের প্রযুক্তিবিদ আবি বিশ্বাস বলেন, এটি একটি অসাধারণ কৃতিত্ব। সাইকিতে থাকা ডিএসওসির ফ্লাইট ট্রান্সসিভার থেকে গভীর মহাকাশ থেকে আসা লেজার ফোটন পৃথিবীতে স্থাপিত স্টেশন সফলভাবে শনাক্ত করেছে। তিনি বলেন, ‘আমরা কিছু ডেটা মহাকাশেও পাঠাতে সক্ষম হয়েছি। এর অর্থ হলো শিগগিরই পৃথিবী থেকে গভীর মহাকাশে আলোর সাহায্যের তথ্য আদান–প্রদান বাস্তব হতে যাচ্ছে।’
ডিএসওসির অপারেশন প্রধান মিরা শ্রীনিবাসন বলেন, ‘এটি একটি কঠিন চ্যালেঞ্জ ছিল। আরও অনেক কাজ বাকি। কিন্তু অল্প সময়ের জন্য কিছু ডেটা পাঠানো, গ্রহণ এবং ডিকোড করা হয়েছে। পরবর্তী ধাপে ট্রান্সসিভারে থাকা ডাউনলিংক লেজারটিকে পৃথিবীতে ফিরে টেকসই উচ্চ–ব্যান্ডউইথ ডেটা ট্রান্সমিশনের জন্য তৈরি করা হবে।’
২০২৮ সালে পূর্ব নির্ধারিত গ্রহাণুতে পৌঁছাবে সাইকি মহাকাশযান। এই অভিযানে ডিএসওসি এখন আর ডেটা পাঠাচ্ছে না। তবে ভবিষ্যতের অন্যান্য অভিযানে প্রযুক্তিটি ব্যবহার করার সম্ভাবনা তৈরি হয়েছে।
এক কোটি মাইল দূর থেকে ডেটা পাঠাল নাসার সাইকি মহাকাশযান। ডিপ স্পেস অপটিক্যাল কমিউনিকেশন (ডিসিওএস) প্রযুক্তি ব্যবহার করে এটি সম্ভব করেছে নাসা।
প্রথমে শুনে মনে হতে পারে এটি খুব বড় অর্জন নয়। পৃথিবী থেকে চাঁদের দূরত্বের ৪০ গুণ বেশি দূরে মহাকাশযানটি এখন অবস্থান করছে। এর আগে অন্যান্য মহাকাশযান এর চেয়েও দূর থেকে ডেটা পাঠিয়েছে। কিন্তু এসব মহাকাশযানের ডেটা ট্রান্সমিশনের হার কম। ফলে কম সময়ে বেশি ডেটা পাওয়ার যায় না।
ডিসিওএস প্রযুক্তিটি সফল হলে বর্তমানে মহাকাশযানে ব্যবহৃত অত্যাধুনিক রেডিও ফ্রিকোয়েন্সি সিস্টেমের চেয়ে ১০ থেকে ১০০ গুণ বেশি তথ্য আদান–প্রদান করা যাবে।
আধুনিক মহাকাশযানে ক্রমবর্ধমান জটিলতা বিবেচনা করে ডেটা ট্রান্সমিশন হার বেশি হওয়াটা গুরুত্বপূর্ণ। কারণ মহাকাশের বিপুল পরিমাণ ডেটা বিশ্লেষণের জন্য পৃথিবীতে অবস্থিত বিভিন্ন স্টেশনে পাঠাতে হয়।
প্রযুক্তিটি এখনো বলতে গেলে প্রাথমিক পর্যায়ে রয়েছে। পৃথিবীর কাছের কক্ষপথে ও চাঁদের বাইরে অপটিক্যাল কমিউনিকেশন সম্ভব হয়েছে। তবে ডিএসওসি প্রথম যা গভীর মহাকাশ থেকে কাজ করছে।
নাসা বলেছে, লেজার দিয়ে এক মাইল দূর থেকে একটি চলমান মুদ্রা সরানোর মতো এই প্রযুক্তি কাজ করে। কোটি কোটি মাইল দূরে কোনো লক্ষ্যে একটি লেজার রশ্মিকে ছোড়ার জন্য অত্যন্ত সুনির্দিষ্ট করা প্রয়োজন।
ডিএসওসিতে ব্যবহৃত রেডিও এবং প্রায়–ইনফ্রারেড লেজার উভয়ই ডেটা পাঠানোর জন্য তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ব্যবহার করে। প্রায়–ইনফ্রারেড আলোর শক্তিশালী এবং বেশি ফ্রিকোয়েন্সির তরঙ্গের ফলে পৃথিবীতে অবস্থিত স্টেশনগুলো আরও বেশি ডেটা পেতে পারে। আর বেশি ডেটা মানে বেশি বিষয়ে তথ্য।
ডিএসওসি প্রকল্পের প্রযুক্তিবিদ আবি বিশ্বাস বলেন, এটি একটি অসাধারণ কৃতিত্ব। সাইকিতে থাকা ডিএসওসির ফ্লাইট ট্রান্সসিভার থেকে গভীর মহাকাশ থেকে আসা লেজার ফোটন পৃথিবীতে স্থাপিত স্টেশন সফলভাবে শনাক্ত করেছে। তিনি বলেন, ‘আমরা কিছু ডেটা মহাকাশেও পাঠাতে সক্ষম হয়েছি। এর অর্থ হলো শিগগিরই পৃথিবী থেকে গভীর মহাকাশে আলোর সাহায্যের তথ্য আদান–প্রদান বাস্তব হতে যাচ্ছে।’
ডিএসওসির অপারেশন প্রধান মিরা শ্রীনিবাসন বলেন, ‘এটি একটি কঠিন চ্যালেঞ্জ ছিল। আরও অনেক কাজ বাকি। কিন্তু অল্প সময়ের জন্য কিছু ডেটা পাঠানো, গ্রহণ এবং ডিকোড করা হয়েছে। পরবর্তী ধাপে ট্রান্সসিভারে থাকা ডাউনলিংক লেজারটিকে পৃথিবীতে ফিরে টেকসই উচ্চ–ব্যান্ডউইথ ডেটা ট্রান্সমিশনের জন্য তৈরি করা হবে।’
২০২৮ সালে পূর্ব নির্ধারিত গ্রহাণুতে পৌঁছাবে সাইকি মহাকাশযান। এই অভিযানে ডিএসওসি এখন আর ডেটা পাঠাচ্ছে না। তবে ভবিষ্যতের অন্যান্য অভিযানে প্রযুক্তিটি ব্যবহার করার সম্ভাবনা তৈরি হয়েছে।
মহাকাশ গবেষণায় নতুন এক চমকপ্রদ তথ্য উঠে এসেছে যা সৌরজগৎ সম্পর্কে আমাদের ধারণা আবারও বদলে দিতে পারে। আন্তর্জাতিক গবেষকদলের দাবি, সৌরজগতের একেবারে প্রান্তে লুকিয়ে আছে রহস্যময় নবম গ্রহ ‘প্ল্যানেট নাইন’ বা ‘প্ল্যানেট এক্স’।
৪ ঘণ্টা আগেপৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ নিয়ে মানুষের আগ্রহের অন্ত নেই। সাধারণ মানুষেরই যেখানে আগ্রহ সীমাহীন, সেখানে যেসব গবেষক চাঁদ নিয়ে কাজ করছেন তাদের আগ্রহ কেমন হতে পারে? এবার বিজ্ঞানীদের সেই আগ্রহ মেটাতেই চাঁদের মাটিতে ইন্টারন্যাশনাল লুনার রিসার্চ স্টেশন বা আন্তর্জাতিক চন্দ্র গবেষণাকেন্দ্র (আইএলআরএস) গড়তে
১ দিন আগেসাধারণত গাছের চাহিদা বুঝতে নিজের অভিজ্ঞতা এবং অনুমানের ওপর নির্ভর করেন কৃষকেরা। তবে ভবিষ্যতে গাছও জানাতে পারবে তার প্রয়োজনের কথা। কখন তার পানির প্রয়োজন বা কীটের আক্রমণ হয়েছে, তা সে নিজেই কৃষককে জানিয়ে দেবে।
১ দিন আগেআপনি কি কখনো ভেবে দেখেছেন—কেন কুকুর, বিড়াল বা গরিলার মতো আপনার সারা শরীর ঘন লোমে ঢাকা নয়? মানুষই একমাত্র স্তন্যপায়ী প্রাণী নয় যাদের লোম পাতলা। হাতি, গন্ডার এবং নেংটি ইঁদুরের গায়েও খুব কম লোম থাকে। তিমি এবং ডলফিনের মতো কিছু সামুদ্রিক স্তন্যপায়ীর ক্ষেত্রেও এটা সত্যি।
৩ দিন আগে