চীনে ভারী বর্ষণ, রাতারাতি সরিয়ে নেওয়া হলো ৪৬ হাজার মানুষকে
সিচুয়ান প্রদেশের চেংডু, গুয়াংইয়ুয়ান এবং গার্জে তিব্বতসহ সাতটি শহর ও এর আশপাশের এলাকায় গত শনিবার থেকে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এ সপ্তাহের শেষে সিচুয়ান শহর ও এর আশপাশের এলাকা এবং চেংডুর উত্তর-পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত আরও বাড়বে।